বাংলা নিউজ > ময়দান > পেলেকে টপকে আবেগঘন পোস্ট রোনাল্ডোর, উত্তরে কী বললেন পেলে?

পেলেকে টপকে আবেগঘন পোস্ট রোনাল্ডোর, উত্তরে কী বললেন পেলে?

পেলে এবং রোনাল্ডো।

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলেকে সরকারি ভাবে টপকে যাওয়ার পর তাঁকে নিয়ে আবেগঘন পোস্ট করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রোনাল্ডোর লেখার ছত্রে ছত্রে পেলের প্রতি তাঁর শ্রদ্ধা মিশে ছিল। এর উত্তর দিতে গিয়ে পেলেও আবেগপ্রবণ। পোস্ট করলেন রোনাল্ডোর সঙ্গে নিজের ছবিও।

রবিবার রাতে সিরি এ-তে কাগলিয়ারির বিরুদ্ধে হ্যাটট্রিক করেন রোনাল্ডো। নিট ফল, ৩-১ জয় ছিনিয়ে নেয় জুভেন্তাস। আর হ্যাটট্রিকের হাত ধরেই রোনাল্ডো টপকে গেলেন কিংবদন্তি পেলেকে। ক্লাব ও দেশ মিলিয়ে রোনাল্ডোর গোলসংখ্যা দাঁড়াল ৭৭০। পেলের ছিল ৭৬৭। 

পেলেক টপকানোর পর আবেগে ভাসলেন সিআরসেভেন। সোশ্যাল মিডিয়ায় একটি বিশাল বড় পোস্ট করেছেন তিনি। সেখানে লিখেছেন, ‘বিশ্বে এমন কোনও ফুটবলার নেই, যিনি পেলের কথা জানেন না। তাঁর কৃতিত্ব, তাঁর খ্যাতি, প্রাপ্তি, গোলসংখ্যা— এই সব শুনতে শুনতেই তো সব ফুটবলারই বড় হন। তেমন আমিও হয়েছিলাম। আর সেই কারণেই বোধহয় আজ বড় আনন্দের দিন। পাশাপাশিশি গর্ববোধও হচ্ছে, সরকারি ভাবে গোলের হিসাবে নিজেকে ফুটবল ইতিহাসে সর্বোচ্চ জায়গায় দেখে। পেলের রেকর্ড ভাঙব, এমনটা স্বপ্নেও ভাবিনি। এমনকি মাদেইরায় আমি যখন ফুটবল খেলতে শুরু করেছিলাম, তখনও ভাবিনি এমন একটা দিন আসবে।’ এর সঙ্গেই রোনাল্ডো লিখেছেন, ‘এই গল্পটা শেষ হতে এখনও অনেক দেরি। এখনও জুভেন্তাস এবং পর্তুগালের জার্সিতে অনেক কিছু জেতা বাকি রয়ে গিয়েছে।’ 

গোলসংখ্যা নিয়ে অবশ্য একটি বিতর্ক রয়েছে। চেক প্রজাতন্ত্র বিশ্বাস করে, তাদের জোসেফ বিকান সরকারি ভাবে সর্বোচ্চ গোলদাতা। তিনি মোট ৮২১টি গোল করেছেন। এই রেকর্ড যদি ঠিক হয়, সে ক্ষেত্রে রোনাল্ডোকে এখনও ৪২টি গোল করতে হবে। তবে পেলের রেকর্ড টপকে যাওয়ার জন্য রোনাল্ডোকে অভিনন্দন জানাতে ভোলেননি স্বয়ং ব্রাজিলিয়ান কিংবদন্তি। নিজের সঙ্গে রোনাল্ডোর একটি ছবিও তিনি শেয়ার করেছেন। সোশ্যাল মিডিয়ায় পেলে লিখেছেন, ‘এটা সবাই জানেন, তোমাকে আমি পছন্দ করি। তোমার খেলা দেখতেও খুব ভালবাসি। সরকারি ভাবে আমার গোলসংখ্যা পেরিয়ে যাওয়ার জন্য তোমাকে আন্তরিক অভিনন্দন। খারাপ লাগছে, এমন একটা দিনে তোমাকে জড়িয়ে অভিনন্দন জানাতে পারলাম না বলে।’

বন্ধ করুন