শুভব্রত মুখার্জি: এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আসন্ন এশিয়া কাপের আসর বসার কথা পাকিস্তানে। তবে পাকিস্তানে এশিয়া কাপ হলে ভারত ও পাকিস্তান দুই দেশের রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্কে অনেক সমস্যা হতে পারে। এই কথা মাথায় রেখে পাকিস্তানে যে ভারত খেলতে যাবে না তা আগেই জানিয়ে দিয়েছিলেন বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ। এরপর বিষয়টি নিয়ে ইতিমধ্যেই এসিসির এক্সিকিউটিভ কমিটি বৈঠক সেরে ফেলেছে। বিকল্প ভেন্যু হিসেবে উঠে এসেছে আরব আমির শাহির নাম। যদিও অফিসিয়ালি এখনও কোন কিছু ঘোষণা করা হয়নি। এবার এই বিষয়টি নিয়েই মুখ খুলেছেন পিসিবির চেয়ারম্যান নাজম শেঠি। তাঁর মতে পাকিস্তানে এশিয়া কাপ আয়োজন করতে গেলে এশিয়া কাপ খেলতে চলা বাকি দেশগুলোর সাহায্যও তাদের দরকার পড়বে। কারণ ভারত অত্যন্ত শক্তিশালী। বাকি দেশগুলোর সাহায্য পেলে তবেই এশিয়া কাপের ভেন্যু পরিবর্তন আটকানো সম্ভব বলে নাজাম শেঠি মনে করেন।
আরও পড়ুন… ধোনির সঙ্গে কি ঝামেলা? অবশেষে মুখ খুললেন ভাজ্জি
দুবাইতে এসিসি তাদের দ্বিতীয় এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ে বসবে। সেখানেই যোগ দিতে উড়ে যাবেন নাজম শেঠি। পাশাপাশি আইসিসির বৈঠকেও যোগ দেবেন তিনি । তার আগেই এশিয়া কাপের আয়োজন নিয়ে তিনি জানিয়েছেন, ‘এশিয়া কাপ আয়োজন নিয়ে আমাদের যে অবস্থান সেই অবস্থানের প্রতি এসিসির বাকি সদস্য দেশগুলোর কী মনোভাব সেটা জানা খুব গুরুত্বপূর্ণ। তারা কী ভাবনা চিন্তা করছে সেটা জানাটাও প্রয়োজন রয়েছে। তবে দিনের শেষে এটাও মাথায় রাখতে হবে বিসিসিআই খুব শক্তিশালী। তাদের অর্থনৈতিক ক্ষমতা দিয়ে তারা বিশ্ব ক্রিকেটকে কার্যত পরিচালনা করছে।’
আরও পড়ুন… ATK Mohun Bagan FC vs Bengaluru FC Live: শেষ দ্বিতীয়ার্ধের খেলা, ম্যাচের ফল ২-২
নাজম শেঠি আরও যোগ করে বলেন, ‘আমার সঙ্গে এসিসির সিনিয়র কর্মকর্তাদের যোগাযোগ রয়েছে। আমি তাদেরকে আমাদের সমস্যার কথা জানিয়েছি। আমাদের সমস্যার সম্মানজনক পথ আমি খুঁজে বের করব। আমার এই বিষয়টি নিয়ে আন অফিসিয়ালি অনেক কথা বার্তা হয়েছে। সরকারের কর্মকর্তাদের সঙ্গেও আমার আলোচনা হয়েছে। এই বিষয়টি নিয়ে এবার আমরা সমস্ত রকম আইনি সহায়তার বিষয়ে কথা বার্তা বলেছি। বৈঠকে আমাদের কী অবস্থান হবে সেই বিষয়ে মতামত নিয়েছি। পাশাপাশি আমি বিসিসিআইয়ের সেক্রেটারি এবং এসিসির প্রধান জয় শাহর সঙ্গে বিষয়টি নিয়েও কথা বলব।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।