১০টি ইনিংসে শূন্য রানের পর অবশেষে খাতা খুললেন নটরাজন
1 মিনিটে পড়ুন . Updated: 17 Jan 2021, 02:16 PM IST- ফার্স্ট ক্লাস ম্যাচে রানের খরা কাটল তরুণ পেসারের।
ব্রিসবেনে অভিষেক টেস্টের প্রথম ইনিংসে বল হাতে ৩টি উইকেট নিয়েছেন টি নটরাজন। কেরিয়ারের প্রথম টেস্টের প্রথম ইনিংসে এমন বোলিং নিঃসন্দেহে চমকপ্রদ। তবে ব্যাট হাতে খুব বেশিক্ষণ ক্রিজে কাটানোর সুযোগ পাননি তিনি।
গাব্বায় ১১ নম্বরে ব্যাট করতে নেমে নটরাজন ৯ বলে ১ রান করে অপরাজিত থাকেন। যদিও তাতেই ফার্স্ট ক্লাস ম্যাচে রানের খরা কাটল তাঁর।
আসলে টি নটরাজন প্রথম শ্রেনির ক্রিকেটে তাঁর শেষ ১০টি ইনিংসে ব্যাট হাতে মাঠে নেমে কোনও রান করতে পারেননি। পাঁচটি ইনিংসে শূন্য রানে আউট হন তিনি। পাঁচটি ইনিংসে অপরাজিত থাকেন শূন্য রানে। মাঝে আরও তিনটি ইনিংসে ব্যাট করার সুযোগ পাননি নটরাজন।
সুতরাং, ১০টি শূন্য রানের পর শেষমেশ গাব্বায় কেরিয়ারের প্রথম টেস্ট ইনিংসে ১ রান করে নট-আউট থাকেন টিম ইন্ডিয়ার তরুণ পেসার।
নটরাজন এখনও পর্যন্ত তামিলনাড়ুর হয়ে ২০টি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছেন। সাকুল্যে সংগ্রহ করেছেন ২৮ রান। তাঁর সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ১২ রানের। যদিও ফার্স্ট ক্লাস ম্যাচে ৬৪টি উইকেট নিয়েছেন তিনি। তাঁর কেরিয়ারের সেরা বোলিং ৪১ রানে ৫ উইকেট।