চূড়ান্ত নাটকীয় লড়াই। কলম্বোয় শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়ার চতুর্থ ওয়ান ডে ম্যাচ টানটান উত্তেজনায় ঢলে পড়ে পড়ে সিংহলিদের দিকে। তবে ডেভিড ওয়ার্নার নার্ভাস-৯৯'এর শিকার না হলে ম্যাচের মোড় অন্যদিকে ঘুরতেই পারত।
কলম্বোয় ব্যক্তিগত ৯৯ রানের মাথায় স্টাম্প-আউট হয়ে সাজঘরে ফেরেন ওয়ার্নার। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তিনি দ্বিতীয় ব্যাটসম্যান, যিনি এমন দুর্ভাগ্যের শিকার হন। ওয়ার্নারের আগে ওয়ান ডে ক্রিকেটে একমাত্র ব্যাটসম্যান হিসেবে ব্যক্তিগত ৯৯ রানে স্টাম্প-আউট হয়েছিলেন এক ভারতীয় তারকা, যাঁকে টেস্ট ক্রিকেটের কিংবদন্তি হিসেবে বিবেচনা করা হয়।
২০০২ সালে নাগপুরে ৭টি বাউন্ডারির সাহায্যে ১১০ বলে ৯৯ রান করে স্টাম্প-আউট হয়েছিলেন ভিভিএস লক্ষ্মণ। ক্রিস গেইলের বলে লক্ষ্মণকে স্টাম্প করেছিলেন রিডলি জেকবস। ওয়ার্নার ১২টি বাউন্ডারির সাহায্যে ১১২ বলের লড়াকু ইনিংস খেলে ধনঞ্জয়া ডি'সিলভার বলে সাজঘরে ফেরেন। তাঁকে স্টাম্প করেন নিরোশন ডিকওয়েলা।
শ্রীলঙ্কা শেষমেশ ৪ রানের সংক্ষিপ্ত ব্যবধানে উত্তেজক জয় তুলে নেয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। প্রথম ম্যাচ হেরে একসময় পিছিয়ে পড়া শ্রীলঙ্কা ১ ম্যাচ বাকি থাকতেই ৫ ম্যাচের ওয়ান ডে সিরিজ জয় নিশ্চিত করে।
প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ৪৯ ওভারে ২৫৮ রানে অল-আউট হয়ে যায়। ১১০ রান করেন চরিথ আসালঙ্কা। ৬০ রান করেন ধনঞ্জয়া ডি'সিলভা। কামিন্স, ম্যাথিউ ও মিচেল মার্শ নেন ২টি করে উইকেট। পালটা ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৫০ ওভারে ২৫৪ রানে অল-আউট হয়ে যায়। ওয়ার্নার ছাড়া ব্যাট হাতে ৩৫ রানের উল্লেখযোগ্য অবদান রাখেন প্যাট কামিন্স।