বাংলা নিউজ > ময়দান > আবারও পূজারাই ভরসা সাসেক্সের, অধিনায়কত্ব করবেন কাউন্টিতে

আবারও পূজারাই ভরসা সাসেক্সের, অধিনায়কত্ব করবেন কাউন্টিতে

চেতেশ্বর পূজারা। ছবি- টুইটার

ফের কাউন্টিতে সাসেক্স দলের অধিনায়কত্ব করতে দেখা যাবে। ডারহামের বিরুদ্ধে অধিনায়কত্ব করবেন তিনি।

অধিকাংশ ক্রিকেটার যখন আইপিএল খেলতে ব্যস্ত। ঠিক তইন চুপচাপ নিজের কাজটা চালিয়ে যেতে ইংল্যান্ড উড়ে গিয়েছে ভারতীয় টেস্ট দলের ক্রিকেটার চেতেশ্বর পূজারা। কাউন্টি ক্রিকেট খেলতে ইংল্যান্ড গিয়েছেন তিনি। মাঝে মধ্যেই তাঁকে কাউন্টিতে খেলতে দেখা যায়। এই মুহূর্তে ভারতীয় দলের কোনও টেস্ট সিরিজ নেই। ফলে এই সময়টা কাজে লাগাতে চান পূজারা।

অনেক ভারতীয় ক্রিকেটারই ফর্মে ফেরার জন্য কাউন্টি ক্রিকেট খেলার সিদ্ধান্ত নেন। অনেক বড় মাপের ক্রিকেটারকেই এই টুর্নামেন্ট খেলতে দেখা গিয়েছে। এবার কাউন্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন ভারতীয় দলের এই ক্রিকেটার। সাসেক্স দলের হয়ে অধিনায়কত্ব করবেন চেতেশ্বর পূজারা। আজ ডারহামের বিরুদ্ধে খেলতে নামবে সাসেক্স। আর সেই ম্যাচের সাসেক্স দলের নেতৃত্ব দিতে দেখা যাবে পূজারাকে।

সাসেক্স দলের অধিনায়ক টম হেইন্স। তিনি গত সপ্তাহে লেস্টারশায়ারের বিরুদ্ধে ব্যাটিং করার সময় চোট পান। তাঁর হাতের হাড় ভেঙে যায়। সেই জন্য ৫-৬ সপ্তাহের জন্য বাদ পড়েছেন তিনি। তাঁর পরিবর্তে চেতেশ্বর পূজারাকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে।

ভারতের ব্যাটার পূজারা এই টুর্নামেন্টের অধিনায়কত্বের দায়িত্ব পেয়ে বলেন, 'কাউন্টি চ্যাম্পিয়নশিপে সাসেক্স দলের নেতৃত্বর সুযোগ পাওয়ায় গর্বিত অনুভব করছি।' ২০২২ সালের কাউন্টি চ্যাম্পিয়নশিপে চেতেশ্বর পূজারা ১৩ ইনিংসে ১০৯.৪০ গড়ে ১০৯৪ রান সংগ্রহ করেছিলেন। ৫ ম্যাচে সেঞ্চুরিও করেন।

বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতের হয়ে শেষবার পূজারা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেন। সেখানে তিনি ছয়টি ইনিংসে ২৮.০০ গড়ে ১৪০ রান সংগ্রহ করেন। কাউন্টি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে সাসেক্সের হয়ে পূজারা সপ্তম ম্যাচ খেলতে নামবেন। সাসেক্সের হয়ে পূজারা করেন ১০৯.৪২ গড়ে ৭৬৬ রান করেছেন।

ভারতীয় দলের টেস্ট ক্রিকেটের অন্যতম প্রধান স্তম্ভ চেতেশ্বর পূজারা। এবার অধিনায়কত্বের দায়িত্ব সামলানোর বিষয়ে সাসেক্সের প্রধান কোচ ইয়ান স্যালিসবারি বলেন, 'টমের অসুস্থতার জন্যই পূজারাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আশা করছি পূজারা দায়িত্ব পেয়ে খুবই ভালো অধিনায়ক হয়ে উঠবে।' পূজারার সঙ্গে দলের সহ অধিনায়কের দায়িত্ব সামলাবেন স্টিভ ফিন। যদিও এর আগে তিনিই সহ অধিনায়ক ছিলেন। সহ অধিনায়কের পাশাপাশি সাসেক্সের বোলিং বিভাগের গুরু দায়িত্বেও তাঁর ওপরে ছিল। তাই কোচ জানান, পূজারা দায়িত্ব পাওয়ার ফলে ফিন বোলিংয়ের ওপর বেশি জোর দিতে পারবেন। তিনি বলেন, 'চেতেশ্বর পূজারা অধিনায়ক হওয়ার পর আশা করছি ফিন আরও ভালোভাবে বোলিংয়ে মনোননিবেশ করতে পারবে। আমাদের বোলিং অ্যাটাকে ফিন অনেক অভিজ্ঞ। পূজারা অসাধারণ ক্রিকেটার। আশা করছি অধিনায়ক হিসেবেও ও ভালো পারফরম্যান্স করবে।'

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ধরনায় ইতি টেনে স্বাস্থ্য়ভবন থেকে CGO কমপ্লেক্স পর্যন্ত জুনিয়র চিকিৎসকদের মিছিল নয়ডায় বিমানকর্মী খুনে পুলিশের জালে ‘লেডি ডন’, মাথার দাম ঘোষণা ছিল ২৫,০০০ RG Kar- কাণ্ডে প্রতিবাদ অব্যাহত! মশাল নিয়ে রাজপথে নাগরিক সমাজ নমাজ সবে শুরু হবে, আচমকাই মারপিট ঢাকার জাতীয় মসজিদে, সামলাতে নামল সেনা 'হাতেগোনা কয়েকটা লোকই আছে যাদের নাম মিটুতে আসবে না…', আবিরকে ক্লিনচিট ঋতাভরীর বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে শুরু যান চলাচল!'এক পা এগিয়ে, চার পা পিছোন মমতা'-শুভেন্দু ‘ক্যানসারের চিকিৎসা রোগটার থেকেও…', মৃত্যর সঙ্গে প্রতি মুহূর্তে লড়াই, অকপট কিরণ টেস্টে কিন্তু আমি এত বাউন্স করি না- ৪ উইকেট নিয়ে কী বললেন জসপ্রীত বুমরাহ? 'প্রতিবাদ করতে হলে কলকাতায় যান, রাস্তায় নামুন, এখানে সকলে গান শুনতে এসেছেন' বিক্রান্ত মাসে ‘দ্য সবরমতী রিপোর্ট’-এর মুক্তির নতুন দিন ঘোষণা!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.