বাংলা নিউজ > ময়দান > Bengal girl shines in Asian competition: অ্যাথলেটিক্সে বাজিমাত আগরপাড়ার মেয়ের, এশিয়ান ইয়ুথ গেমসে জিতলেন সোনা ও রুপো

Bengal girl shines in Asian competition: অ্যাথলেটিক্সে বাজিমাত আগরপাড়ার মেয়ের, এশিয়ান ইয়ুথ গেমসে জিতলেন সোনা ও রুপো

আগরপাড়ার মেয়ে মোহর মুখোপাধ্যায়।

তাসখন্দে পঞ্চম ইয়ুথ এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জোড়া পদক জিতেছেন আগরপাড়ার মেয়ে মোহর মুখোপাধ্যায়। হেপ্টাথেলনে পেয়েছেন রুপো (৪,৮৬২ পয়েন্ট)। আর মেডলি রিলেতে সোনা জিতেছেন ১৬ বছরের মোহর।

মেয়েকে শুধু পড়াশোনার গণ্ডির মধ্যে আটকে রাখতে চাননি। মেয়ে যাতে খেলাধুলো করে, সেজন্য বাড়ির কাছেই সাত বছরের মেয়েকে অ্যাথলেটিক্স ক্লাবে ভরতি করে দিয়েছিলেন প্রবীর মুখোপাধ্যায়। আর সেই ছোট্ট মেয়ে এবার এশিয়ার মঞ্চে ভারতকে গর্বিত করলেন। তাসখন্দে পঞ্চম ইয়ুথ এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জোড়া পদক জিতেছেন উত্তর ২৪ পরগনার আগরপাড়ার মোহর মুখোপাধ্যায়। হেপ্টাথেলনে পেয়েছেন রুপো (৪,৮৬২ পয়েন্ট)। আর মেডলি রিলেতে সোনা জিতেছেন ১৬ বছরের মোহর।

হেপ্টাথেলন এবং মেডলি রিলেতে পদক জিতলেও মোহর অ্যাথলেটিক্স কেরিয়ারের শুরুটা অন্য বিভাগে করেন। আগে শুধু হাইজাম্পে নামতেন। জাতীয় গেমসে পদকও পেয়েছিলেন। অনূর্ধ্ব-১৪ (২০১৯ সালে হয়েছিল), অনূর্ধ্ব-১৬ স্তরে জাতীয় মিটে পদক পেয়েছিলেন। তবে ব্যক্তিগত কোচ রুদ্রপ্রতিম রায়ের পরামর্শে হেপ্টাথেলনে প্রতিদ্বন্দ্বিতা শুরু করেন। কিন্তু যে মেয়ে জাতীয় মিটে দুটি পদক এনেছেন, তাঁকে কেন হাইজাম্প থেকে সরিয়ে হেপ্টাথেলনে নামানোর পরামর্শ দিলেন কোচ? 

মোহরের বাবা বলেছেন, ‘কোচ বলেছিলেন যে হেপ্টাথেলন অত্যন্ত ভালো ইভেন্ট। আর হাইজাম্প ছাড়াও ১০০ মিটার হার্ডলস, ২০০ মিটারের মতো একাধিক ক্ষেত্রে ও (মোহর) খুব স্ট্রং। আর হেপ্টাথেলন তো সবাই করতে পারে না। কারণ অনেকগুলি ইভেন্টে ভালো হয়। তাই ওকে একবার হেপ্টাথেলনে চেষ্টা করতে বলেছিলেন কোচ। তাই ও হেপ্টাথেলনে নামতে শুরু করে।’ 

নয়া বিভাগে নেমেই সাফল্য পেয়েছিলেন মোহর। অনূর্ধ্ব-১৮ জাতীয় মিটে পদক পেয়েছিলেন। তারপর আর পিছনে ফিরে তাকাননি মোহর। রাজ্য, জাতীয় স্তরে বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য আসতে থাকে। ইয়ুথ এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপেও দেশের নাম উজ্জ্বল করেছেন। এবার পাখির চোখ করছেন এশিয়ান জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে।

মোহর জানান, আগামী জুনে দক্ষিণ কোরিয়ায় এশিয়ান জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (অনূর্ধ্ব-২০) হাইজাম্পে নামতে চলেছেন। সেখানেও পদক জিততে মরিয়া। তাঁরা বাবা বলেন, ‘ও ইতিমধ্যে এশিয়ান জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জন করেছে। সেই চ্যাম্পিয়নশিপের জন্য আগামী সপ্তাহেই কন্ডিশনিং ক্যাম্প শুরু হবে। সম্ভবত পাটিয়ালায় ক্যাম্প হতে চলেছে। এশিয়ান জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের পর আগামী নভেম্বরে জুনিয়র ন্যাশনাল মিট আছে।’

তবে সেখানেই থামতে চান না মোহর। বরং আগামিদিনে কোন পথে এগিয়ে যাবেন, সেটা ইতিমধ্যে নিজের মধ্যে গেঁথে নিয়েছেন। আগরতলায় নিজের বাড়িতে বসে মোহর জানান, ধাপে-ধাপে এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমসে খেলতে চান। দেশের জন্য আনতে চান পদক। অলিম্পিক্সে তাঁর জন্যও ভারতের জাতীয় সংগীত বেজে উঠবে, সেই স্বপ্নেই বিভোর হয়ে আছেন মোহর। তাঁর কথায়, ‘ফাইনাল লক্ষ্য হল অলিম্পিক্স।’

আরও পড়ুন: Youth Asian Athletics Championship: ভেঙে চুরমার রেকর্ড, ৪০০ মিটারে ঐতিহাসিক সোনা জয় নদিয়ার মেয়ের

তবে সেই স্বপ্নপূরণের জন্য যে পরিকাঠামোয় অনুশীলনের প্রয়োজন, তা পুরোপুরি পাচ্ছেন না বলে আক্ষেপ রয়েছে মোহরের। তিনি জানান, এখন যে অ্যাকাডেমিতে অনুশীলন করেন, সেখানে সিন্থেটিক ট্র্যাক নেই। তাই সপ্তাহে একদিন বা দু'দিন ব্যক্তিগত উদ্যোগে যুবভারতী স্টেডিয়ামে গিয়ে অনুশীলন করেন। সেটাও মাঝেমধ্যে বন্ধ হয়ে যায়। মোহরের কথায়, ‘যদি রোজ সিন্থেথিক ট্র্যাকে অনুশীলন করতে পারি, তাহলে ভালো হয়।’

আক্ষেপ রয়েছে মোহরের বাবারও। তাঁর দাবি, ইয়ুথ এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জোড়া পদক পেলেও রাজ্য বা কেন্দ্রীয় সরকারের তরফে কোনওরকম সাহায্য পাননি মোহর। এমনকী পাড়ার কাউন্সিলরও কোনওরকম সংবর্ধনার বন্দোবস্ত করেননি বলে দাবি করেছেন মোহরের বাবা। তবে তিনি জানিয়েছেন, রাজ্য বা কেন্দ্রের সাহায্যর জন্য পৃথকভাবে আপাতত কোনও আবেদন করেননি।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

বাড়িতে সারাক্ষণ রাগারাগি? বেডরুম নিয়ে এই ভুল করছেন না তো! বাস্তুটিপস রইল ‘‌অভিষেককেও তো খুন করতে গিয়েছিলি’‌, বীরভূম থেকে বিস্ফোরক দাবি করলেন মমতা কিষাণগঞ্জ লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য 'কংগ্রেসের শাসনে হনুমান চালিসা শোনাও অপরাধ', বিরোধীদের তোপ মোদীর বীরভূমে প্রচারে গিয়ে কেষ্টকে স্মরণ, কবে ছাড়া পাবেন তিহাড় থেকে জানালেন মমতা ২০২২ T20 বিশ্বকাপ খেলা এই ৬ ভারতীয় তারকার ২০২৪ বিশ্বকাপ থেকে বাদ পড়া নিশ্চিত ৮ ঘণ্টা শান্তিতে উৎসব হয় না, বহরমপুরের ভোট পিছিয়ে দিতে বলব,রামনবমী মামলায় বলল HC বিরক্ত হয়েই রাজনীতি ছেড়েছেন মিমি! বললেন, 'পিস অব মাইন্ড ফিরে পেয়েছি...' 'গোয়ার ওপর চাপিয়ে দেওয়া হয়েছে সংবিধান', দ্বৈত নাগরিকত্বের দাবি কংগ্রেস প্রার্থীর জীবনে একজন সঠিক মানুষকে বিয়ে করে সুস্থ বাচ্চার জন্ম দিতে চাই: জন্মদিনে স্বস্তিকা

Latest IPL News

ব্যর্থতার ধারা বজায় প্রথমার্ধে, পন্তের দিল্লিকে আশার আলো দেখাচ্ছেন ম্যাকগার্ক IPL 2024: MI-র বিরুদ্ধে ৫ উইকেট নিয়ে অতীতের যন্ত্রণার কথা মনে করলেন সন্দীপ শর্মা RR vs MI: আমি মনে করি না ওর কারোর পরামর্শের দরকার আছে- যশস্বীর প্রশংসায় সঞ্জু IPL-এ দ্বিতীয় শতরান! MI-এর বিরুদ্ধে ভালো খেলার রহস্য ফাঁস করলেন যশস্বী সূর্য, হার্দিক নয়, প্রাক্তন নাইটকে পরবর্তী T20 দলের অধিনায়ক হিসাবে বাছলেন ভাজ্জি ‘ধোনির ব্যাটের তলা দিয়ে বল গেলেও ওয়াইড’,কাইফের পোস্টে লাইক দিয়ে রোষের মুখে বিরাট বেগুনি টুপির দৌড়ে বুমরাহর সঙ্গে একই ট্র্যাকে চাহাল, কমলা টুপির মালিক কোহলি বিনিয়োগ নিয়ে ভাবছি না, স্টার্ক মার খেতেই সাফাই KKR CEO-র ফর্মে থাকা সুনীল নারিন কি T20 WC-এ নিজের দেশের হয়ে খেলবেন? কী বললেন KKR তারকা? IPL 2024-র থেকে T20 WC-র পিচ স্লো হবে- ক্যারিবিয়ান পিচ নিয়ে কী বললেন ওয়ার্নার?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.