আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগের অন্তর্গত তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে নেদারল্যান্ডসকে হোয়াইটওয়াশ করল আফগানিস্তান। প্রথম দু'ম্যাচ জিতে সিরিজ জয় আগেই নিশ্চিত করেছিলেন রশিদ খানরা। এবার নিয়ম রক্ষার তৃতীয় ম্যাচেও দাপুটে জয় তুলে নেয় আফগানরা।
দোহার ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে ৭৫ রানে পরাজিত করে আফগানিস্তান। টস জিতে শুরুতে ব্যাট করতে নামে আফগানিস্তান। তারা নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২৫৪ রান তোলে।
নাজিবুল্লাহ জাদরান দলের হয়ে সর্বোচ্চ ৭১ রান করেন। ৫০ রান করেন রিয়াজ হাসান। ৪৮ রানের যোগদান রাখেন রহমত শাহ। রশিদ খান ১৩ রান করে অপরাজিত থাকেন। ৮ ওভারে ২টি মেডেন-সহ ১৭ রানের বিনিময়ে ১টি উইকেট নেন ক্লেটন ফ্লয়েড।
জবাবে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডস ৪২.৪ ওভারে ১৭৯ রানে অল-আউট হয়ে যায়। অথচ একসময় ওপেনিং জুটিতে ১০৩ রান তুলে ফেলেছিল তারা। ওপেনিং জুটি ভাঙতেই ধস নামে নেদারল্যান্ডসের ইনিংসে।
দুই ওপেনার কলিন অ্যাকারমান ৮১ ও স্কট এডওয়ার্ডস ৫৪ রান করেন। বাকিরা কেউই বলার মতো রান করতে পারেননি। কাইস আহমেদ ৩২ রানে ৩টি উইকেট নেন। ৩৭ রানে ২ উইকেট নিয়েছেন রশিদ খান। ম্যাচের সেরা হয়েছেন নাজিবুল্লাহ। ৩ ম্যাচে ২০৮ রান করে সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন এডওয়ার্ডস।
উল্লেখ্য, সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে নেদারল্যান্ডসকে ৩৬ রানে পরাজিত করে আফগানিস্তান। দ্বিতীয় ম্যাচে আফগানরা জয় তুলে নেয় ৪৮ রানের ব্যবধানে। এবার তৃতীয় ম্যাচ ৭৫ রানে জিতে ৩-০ ব্যবধানে সিরিজ পকেটে পোরে তারা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।