বিপজ্জনক পিচের কারণে শনিবার অস্ট্রেলিয়ার বিখ্যাত এমসিজিতে ভিক্টোরিয়া ও পশ্চিম অস্ট্রেলিয়ার মধ্যে শেফিন্ড শিল্ড ম্যাচ বাতিল হয়ে গেল। বেশ কিছু খেলোয়াড় আহত হওয়ার পর খেলা চালানোর আর ঝুঁকি নেননি আম্পায়াররা। কয়েকদিন বাদেই এমসিজিতে বক্সিং ডে টেস্ট ম্যাচ। তার আগে বিপজ্জনক পিচের জন্য খেলা বাতিল হয়ে যাওয়ায় প্রশ্ন উঠে গেল বক্সিং ডে টেস্টের ভবিষ্যত নিয়ে।
দুই অধিনায়ক পিটার হ্যান্ডসকম্ব ও শন মার্শের সঙ্গে কখা বলে ম্যাচ বাতিল করার সিদ্ধান্ত নেন আম্পায়ররা। এদিন বেশ কয়েকবার আহত হন মার্শ। তবে মার্কাস স্টোইনিকের গায়ে সজোরে বল লাগার পরেই ম্যাচ পরিত্যক্ত হয়ে যায়।ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে তারা এমসিজির কর্মীদের সঙ্গে কাজ করবেন যাতে নিউজিল্যান্ড ম্যাচের আগে ভালো পিচ প্রস্তুত করা সম্ভব হয়।
এদিন যেই পিচে ম্যাচ খেলা হয়েছিল, বক্সিং ডে তে অন্য সারফেসে খেলা হবে। কেন এদিন খেলা সম্ভব হল না, সেটা খতিয়ে দেখা হবে, বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।এদিন প্রখম থেকেই উঁচু-নিচু হচ্ছিল বল। গুড লেংথ থেকে বেশ কিছু বল বিপজ্জনক ভাবে বাউন্স করেছে। সেই বলগুলি গিয়ে কোনোটা হাতে, কোনোটা বুকে লাগে ব্যাটসম্যানদের। এরপরই দুই দলের অধিনায়ক এই বিষয়ে একমত হন যে পিচটি ক্রিকেট খেলার জন্য উপযুক্ত নয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।