ভুবনেশ্বর কুমার নন, এডেন মার্করামকে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ঘোষণা করা হল। যাঁর নেতৃত্বে সম্প্রতি দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে চ্যাম্পিয়ন হয়েছে সানরাইজার্স ইস্টার্ন কেপ। সংশ্লিষ্ট মহলের মতে, দক্ষিণ আফ্রিকার লিগে সানরাইজার্স ফ্র্যাঞ্চাইজিকে চ্যাম্পিয়ন করার পুরস্কার পেলেন প্রোটিয়া তারকা মার্করাম।
গত বছর কেন উইলিয়ামসনের নেতৃত্বে আইপিএলে সানরাইজার্স অষ্টম স্থানে শেষ করেছিল। সেই পরিস্থিতিতে গত ডিসেম্বরের মিনি নিলামের আগে নিউজিল্যান্ডের তারকাকে ছেড়ে দেয় সানরাইজার্স। তারপর থেকে একাধিক মহলের ধারণা ছিল যে ভুবিকে অধিনায়ক করা হবে। যিনি গতবার আইপিএলের শেষ ম্যাচে সানরাইজার্সের অধিনায়কত্ব করেছিলেন (সন্তানের জন্মের জন্য দেশে ফিরে গিয়েছিলেন কেন)।
আরও পড়ুন: দেশকে অগ্রাধিকার, CSK-কে ডুবিয়ে মাঝপথে IPL থেকে সরে দাঁড়াবেন ১৬.২৫ কোটির তারকা
তবে ডিসেম্বরের মিনি নিলামের পর সানরাইজার্স অধিনায়কত্বের দৌড়ে মূলত তিনজন ছিলেন - ভুবনেশ্বর (২০১৩ সাল থেকেই সানরাইজার্সে আছেন), মার্করাম এবং মায়াঙ্ক আগরওয়াল। এবারের মিনি নিলামে কর্ণাটকের অধিনায়ককে দলে নিয়েছিল সানরাইজার্স। শেষপর্যন্ত মার্করামকে অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে হায়দরাবাদের দল।
আরও পড়ুন: গ্যালারি থেকে বিয়ের প্রস্তাব পেল সানরাইজার্স হায়দরাবাদের সুন্দরী মালকিন - ভিডিয়ো
অধিনায়ক হিসেবে মার্করামের রেকর্ড
দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে নিজের অধিনায়কত্বের দক্ষতার পরিচয় দিয়েছেন মার্করাম। সানরাইজার্স ইস্টার্ন কেপকে চ্যাম্পিয়ন করেছেন। সেইসঙ্গে ব্যাট হাতেও রান পেয়েছেন। সার্বিকভাবে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তৃতীয় স্থানে ছিলেন। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে একটি শতরান-সহ ৩৬৯ রান করেন মার্করাম। সেমিফাইনালে জোবার্গ সুপার কিংসের বিরুদ্ধে ৫৮ বলে ১০০ রান করেছিলেন। ছ'টি ছক্কা এবং ছ'টি চার মেরেছিলেন। স্ট্রাইক রেট ছিল ১২৭। সেইসঙ্গে পুরো টুর্নামেন্টে পার্ট-টাইম অফস্পিন করে ১১ উইকেট পান। ইকোনমি রেট ছিল ৬.১৯।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)