শুভব্রত মুখার্জি
২০১৯–২০ ফুটবল মরসুমে দুরন্ত পারফরম্যান্স এবং আরও বেশ কিছু অনবদ্য কীর্তিকে সম্মান জানিয়ে AIFF-এর বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পেলেন ভারতীয় জাতীয় ফুটবল দলের গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু ।
বিশ্বকাপ ফুটবলের যোগ্যতা অর্জনের ম্যাচে এশিয়ান চ্যাম্পিয়ন কুয়েতের বিরুদ্ধে গুরপ্রীত সিং সান্ধুর পারফরম্যান্স আজও সব ভারতীয় ফুটবল সমর্থকদের মনের মণিকোঠায় ধরা রয়েছে। সে দিন গোলপোস্টের নীচে গুরপ্রীত একাই আটকে দিয়েছিলেন কুয়েতকে।
উল্লেখ্য, নাটাইড়ের ছেলে 'স্পাইডারম্যান' সুব্রত পালের পরে দ্বিতীয় গোলকিপার হিসেবে এই পুরস্কার পেলেন গুরপ্রীত। ২০০৯ সালে ফেডারেশনের বর্ষসেরা হয়েছিলেন সুব্রত।
একই সঙ্গে ভারতীয় জাতীয় মহিলা দলের মিডফিল্ডার সঞ্জুকে বর্ষসেরা মহিলা ফুটবলারের স্বীকৃতি দিল AIFF।
বর্তমানে বেঙ্গালুরুর হয়ে অনুশীলনে ব্যস্ত গুরপ্রীত। ২৮ বছর বয়েসি ফুটবলারের মন্তব্য, 'আমি সব সময় এই পর্যায়ে পৌঁছতে চেয়েছি। পুরস্কারটি জেতার ইচ্ছে ছিল। ছেত্রীভাই অনেক বার এই পুরস্কারটি পেয়েছেন। ভাবতাম কবে আমিও তা পাওয়ার যোগ্য হব।’ প্রসঙ্গত, ২০১৯ সালে অর্জুন পুরস্কার পেয়েছেন গুরপ্রীত।
এ ছাড়াও রতনবালা দেবী ২০১৯–২০ মরসুমের ইমার্জিং মহিলা ফুটবলার অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন। ছেলেদের মধ্যে ২০১৯–২০ মরসুমের ইমার্জিং ফুটবলার অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন অনিরুদ্ধ থাপা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।