কলকাতা নাইট রাইডার্স এবছর যে ১০ জন ভারতীয় ক্রিকেটারকে স্কোয়াড থেকে ছেড়ে দেয়, তাঁদের মধ্যে ৬ জন চলতি বিজয় হাজারে ট্রফিতে মাঠে নেমেছেন নিজ নিজ রাজ্যদলের হয়ে। লিগ পর্বের চারটি করে ম্যাচের শেষে দেখে নেওয়া যাক, সেই ছ'জন ক্রিকেটারের ব্যক্তিগত পারফর্ম্যান্স কেমন।
আমন খান: মুম্বইয়ের হয়ে ২টি ম্যাচে মাঠে নেমে আমন খান ২টি উইকেট নিয়েছেন। ওভার প্রতি খরচ করেছেন ৬.৩২ রান।
অজিঙ্কা রাহানে: মুম্বইয়ের হয়ে ৩ ম্যাচে মাঠে নেমে রাহানে ৬৬.৫০ গড়ে ১৩৩ রান সংগ্রহ করেছেন। হাফ-সেঞ্চুরি করেছেন ১টি। স্ট্রাইক রেট ৭৩.৮৮। মেরেছেন ১০টি চার ও ৩টি ছক্কা।
শেল্ডন জ্যাকসন: সৌরাষ্ট্রের হয়ে চলতি বিজয় হাজারে ট্রফির ৪টি ম্যাচে মাঠে নেমে মোটে ৬৮ রান সংগ্রহ করেছেন জ্যাকসন। ব্যাটিং গড় ৩৪.০০। স্ট্রাইক-রেট ৮৮.৩১। ৪টি চার ও ৩টি ছক্কা মেরেছেন তিনি।
বাবা ইন্দ্রজিৎ: এবারের বিজয় হাজারে ট্রফিতে খুব বেশি ব্যাট করার সুযোগ পাননি ইন্দ্রজিৎ। তামিলনাড়ুর হয়ে ২টি ইনিংসে ব্যাট করতে নেমে মোটে ৩২টি বল খেলেন তিনি। একবারও আউট না হয়ে সাকুল্যে ২৮ রান সংগ্রহ করেছেন ইন্দ্রজিৎ।
অভিজিৎ তোমর: রাজস্থানের হয়ে ৪টি ম্যাচে মাঠে নেমে ২টি অর্ধশতরান-সহ ১৬৮ রান সংগ্রহ করেছেন অভিজিৎ তোমর। ব্যাটিং গড় ৫৬.০০। স্ট্রাইক-রেট ৮৮.৮৮। তিনি ১৯টি চার ও ৫টি ছক্কা মেরেছেন।
শিবম মাভি: উত্তরপ্রদেশের হয়ে ৪ ম্যাচে মাঠে নেমে সাকুল্যে ৮টি উইকেট নিয়েছেন তিনি। ওভার প্রতি ৪.১৭ রান খরচ করেছেন।
সুতরাং, শিবম মাভি ও অভিজিৎ তোমর ছাড়া বাকিরা কেউই ব্যক্তিগত পারফর্ম্যান্সে এখনও পর্যন্ত নজর কাড়তে পারেননি। রাহানে যে মানের ক্রিকেটার, সুনাম অনুযায়ী এখনও নিজেকে মেলে ধরতে পারেননি তিনি।