প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার অজিত আগরকার প্রধান নির্বাচক হওয়ার জন্য এগিয়ে রয়েছেন। তবে ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই) নির্বাচক কমিটির চেয়ারম্যানের বার্ষিক বেতন বাড়ানোর পরেই আগরকার প্রধান নির্বাচক হওয়ার দৌড়ে নাম লিখিয়েছেন। প্রাক্তন প্রধান নির্বাচক চেতন শর্মা ফেব্রুয়ারিতে পদত্যাগ করার পর থেকেই পদটি খালি রয়েছে। প্রসঙ্গত চেতন শর্মা একটি স্টিং অপারেশনে ভারতীয় দল নিয়ে বহু বিতর্কিত মন্তব্য করার পরে সরে দাঁড়াতে বাধ্য হন।
সিনিয়র সিলেকশন প্যানেলের চেয়ারম্যান বর্তমানে বার্ষিক ১ কোটি আয় করেন এবং অন্য চার সদস্যকে বার্ষিক ৯০ লাখ করে দেওয়া হয়। আসলে প্রাক্তন ক্রিকেটাররা তাঁদের ধারাভাষ্য এবং অন্যান্য ক্ষেত্র থেকে অনেক বেশি উপার্জন করতে পারেন। যে কারণে প্রাক্তন নামী ক্রিকেটাররা কেউ নির্বাচক হওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেননি এত দিন।
আরও পড়ুন: বিশ্বকাপের আগে সংস্কারের জন্য স্টেডিয়ামগুলি পাবে ৫০ কোটি, ইডেনে কী করা হবে?
শেষ বার নির্বাচকদের প্যানেলে নেতৃত্বে ছিলেন স্বনামধন্য প্রাক্তন ক্রিকেটার দিলীপ বেঙ্গসরকার (২০০৬-২০০৮) এবং কৃষ্ণমাচারী শ্রীকান্ত (২০০৮-২০১২)। এ ছাড়াও মহিন্দর অমরনাথও একটা সময়ে নির্বাচক প্যানেলের অংশ ছিলেন। এবং সন্দীপ পাতিলও পরে কমিটির প্রধান হয়েছিলেন। কিন্তু বর্তমানে সেই ভাবে বড় কোনও নাম শোনা যায় না।
ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদন অনুসারে, বিসিসিআই বার্ষিক বেতন বৃদ্ধির প্রতিশ্রুতি দেওয়ার পরেই অজিত আগরকার পরবর্তী প্রধান নির্বাচক হওয়ার দৌড়ে নাম লেখাতে রাজি হয়েছেন। জানা গিয়েছে যে, অজিত আগরকার এই পদের জন্য আবেদন করেছেন এবং আবেদনকারীদের মধ্যে বড় নামের অভাবের কারণে তিনিই প্রধান নির্বাচক হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন।
সিনিয়র নির্বাচক কমিটির বর্তমান সদস্যরা হলেন সুব্রত বন্দ্যোপাধ্যায়, সলিল অঙ্কোলা, শ্রীধরন শরৎ এবং শিবসুন্দর দাস। ফেব্রুয়ারিতে চেতন শর্মা প্রধান নির্বাচকের পদ থেকে পদত্যাগ করার পরে অন্তর্বর্তী চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন শিবসুন্দর দাস।
নির্বাচক পদের জন্য আবেদন করার জন্য, একজন প্রার্থীকে ন্যূনতম ৭টি টেস্ট ম্যাচ বা ৩০টি প্রথম শ্রেণির ম্যাচ বা ১০টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ এবং ২০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি সেই ক্রিকেটারকে অন্তত ৫ বছর আগে খেলা থেকে অবসর নিতে হবে। কোনও ব্যক্তি, যিনি মোট পাঁচ বছর ধরে কোনও ক্রিকেট কমিটির সদস্য ছিলেন (বিসিসিআইয়ের মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন এবং বিধি ও প্রবিধানে সংজ্ঞায়িত করা হয়েছে), তিনি পুরুষদের নির্বাচন কমিটির সদস্য হওয়ার যোগ্য হবেন না।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।