বাংলা নিউজ > ময়দান > কুলদীপকে দলে না রাখা নিয়ে সরব হলেন আকাশ চোপড়া

কুলদীপকে দলে না রাখা নিয়ে সরব হলেন আকাশ চোপড়া

কুলদীপকে বাদ দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন আকাশ চোপড়া।

অস্ট্রেলিয়া সফরে গিয়ে প্রথম একাদশে খেলার সুযোগ পাননি কুলদীপ যাদব। যেখানে বহু সিনিয়র ক্রিকেটার চোটের জন্য দল থেকে ছিটকে গিয়েছিল, সেখানেও তাঁর ভাগ্যের শিকে ছেড়েনি। ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র একটি টেস্ট খেলেছিলেন কুলদীপ। এমন কী আইপিএলে কলকাতা নাইট রাইডার্সেও প্রথম একাদশে জায়গা হয়নি তাঁর।

শুক্রবারই বিসিসিআই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে। সেই দলে জায়গা হয়নি বাঁহাতি স্পিনার কুলদীপ যাদবের। তাঁকে দলে না রাখাটা সঠিক সিদ্ধান্ত হয়নি বলেই মনে করছেন আকাশ চোপড়া। 

অস্ট্রেলিয়া সফরে গিয়ে প্রথম একাদশে খেলার সুযোগ পাননি কুলদীপ। যেখানে বহু সিনিয়র ক্রিকেটার চোটের জন্য দল থেকে ছিটকে গিয়েছিল, সেখানেও তাঁর ভাগ্যের শিকে ছেড়েনি। নতুন মুখ সুযোগ পেয়েছিল। কিন্তু জায়গা হয়নি কুলদীপের। শুধুমাত্র ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্ট খেলেছিলেন কুলদীপ। এমন কী আইপিএলে কলকাতা নাইট রাইডার্সেও প্রথম একাদশে জায়গা হয়নি কুলদীপের। 

আকাশ চোপড়া বলেছেন, ‘ব্যক্তিগত ভাবে বলতে পারি, কুলদীপকে দলে না রাখার সিদ্ধান্তটা সঠিক নয়। ও কিন্তু খুব বেশি খেলার সুযোগই পায়নি। সে কারণেই বলা যায়, ওকে বাদ দেওয়াটা সঠিক সিদ্ধান্ত হয়নি। এটা ওর জন্য একটু কঠোর সিদ্ধান্ত হয়ে গিয়েছে।’

এর সঙ্গেই আকাশ চোপড়া বলেছেন, ‘ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র একটি টেস্টেই ও বল করেছিল। শেষে উইকেটও পেয়েছিল। পিঙ্ক বল টেস্টে ও খেলেনি। তার পর ওকে পুরো সিরিজের জন্যই দল থেকে বাদ দেওয়া হল।’ তিনি আরও বলেছেন, ‘শুধুমাত্র বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালই নয়, ইংল্যান্ডের বিরুদ্ধেও ওকে দলে রাখা হয়নি। কোভিডের সময়ে এত বড় স্কোয়াড নিয়ে যাওয়া হচ্ছে,, তা হলে কুলদীপ যাদবকে কেন দলে রাখা হল না?’

এ ছাড়াও আকাশের মনে হয়েছে, যে সমস্ত স্পিনারদের দলে রাখা হয়েছে, তারা প্রত্যেকে ফিঙ্গার-স্পিনার। তাই একজন রিস্ট-স্পিনারকে দলে রাখা যেতেই পারত। তিনি বলছিলেন, ‘চার জন স্পিনার নেওয়া হয়েছে- (রবিচন্দ্রন) অশ্বিন, (রবীন্দ্র) জাদেজা, (ওয়াশিংটন) সুন্দর এবং অক্ষর প্যাটেল- কিন্তু প্রত্যেকেই ফিঙ্গার স্পিনার। তা হলে কেন একজন রিস্ট স্পিনারকে নেওয়া হল না, সেই দলের বিরুদ্ধে, যারা ভারতকে চাপে ফেলেছিল।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

শনি থেকে ঝেঁপে বৃষ্টি? শুক্রে কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল পূর্বাভাস মা হচ্ছেন পরিণীতি চোপড়া? জল্পনা উসকাতে অভিনেত্রী লিখলেন, 'ঢিলে পোশাক মানেই...' শততম T20 ম্যাচে একাধিক নজির,NCA-তে দেখেই বুঝেছিলাম বদলে গিয়েছে রিয়ান,বললেন সূর্য ভোটার কার্ডের সমস্যার কথা স্বীকার করল নির্বাচন কমিশন, জেলায় গেল কড়া নির্দেশ ৪-৪-৬-৪-৬-১- শেষ ওভারে নরকিয়াকে পিটিয়ে ছাতু করলেন রিয়ান, জানালেন সাফল্যের রহস্য 'দূরে থাকা অর্থহীন...' জোড়া লাগল নওয়াজের ভাঙা সংসার! সব ঠিক হতে কী বললেন আলিয়া দীপিকা-রণবীরের কায়দায় কাছাকাছি ফুলকি-রোহিত! হেসে কুটোপুটি খাচ্ছে কেন নেটপাড়া? ‘হাইওয়েম্যান’ নীতিন গডকরির সম্পত্তি গত ৫ বছরে কতটা বেড়েছে? উঠে এল তথ্য প্রাক্তন বিচারপতির সঙ্গে মেয়রের ফোনে কথোপকথন, দু’‌পক্ষের মধ্যে কী কথা হল?‌ মুজিবের পরিবর্তে ১৬বছরের আফগান স্পিনারকে নিল KKR, RR-এ প্রসিধের বদলি কেশব মহারাজ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.