প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডকে দাপুটে পারফরম্যান্সে পরাজিত করার পর দ্বিতীয় টি-টোয়েন্টিতেও কার্যত হারা ম্য়াচ আরেকটু হলেই জিতে যাচ্ছিল ইংল্যান্ড। সৌজন্যে আকিল হোসেন এবং রোমারিও শেপার্ড। ১৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৫.১ ওভারে ৯৮ রানে আট উইকেট হারিয়ে ফেললেও শেষমেশ মাত্র ১ রানে ম্যাচ হারে উইন্ডিজ।
শেষ ওভারে ক্যারিবিয়ান তারকাদের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩০ রান। এমন অবস্থায় তাদের জয়ের আশা কার্যত সকলেই ছেড়ে দিয়েছিল। কিন্তু সাকিব মাহমুদের শেষ ওভারে ঝড় তোলেন আকিল। শেষ ওভারে তিন ছক্কার পাশাপাশি দুইটি চার হাঁকান আকিল। তবে শেষমেশ ২৮ রানেই শেষ হয় ওভার। ১ রানে ম্যাচ জিতে নেয় ইয়ন মর্গ্যানের দল। অল্পের জন্য একদিকে যেমন ম্যাচ জিতে সাকিবকে উচ্ছ্বসিত দেখায়, তেমনই অপরদিকে এত কাছে এসেও ম্যাচ হারায় স্বাভাবিকভাবে হতাশায় ভেঙে পড়েন আকিল।
তাঁকে অবশ্য ইংল্যান্ড ক্রিকেটাররা এক দুর্ধর্ষ ইনিংসের জন্য বাহবা জানিয়ে সান্ত্বনা দেন। আকিল ১৬ বলে তিনটি চার এবং চারটি ছক্কার সুবাদে ৪৪ রানের ইনিংস খেলেন। অপরদিকে, রোমারিও শেপার্ড ২৮ বলে অপরাজিত ৪৪ রান করেন। তাঁর ইনিংস সাজানো ছিল একটি চার ও পাঁচটি ছক্কায়। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে, বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) তৃতীয় ম্যাচ খেলতে নামবে দুই দল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।