শুভব্রত মুখার্জি: আইসিসির আম্পায়ারদের এলিট লিস্ট থেকে সরে দাঁড়ালেন পাকিস্তানের তারকা আম্পায়ার আলিম দার। ৪৩৫টি আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিং করার পরে এই সিদ্ধান্ত নিলেন তিনি। যা বিশ্ব ক্রিকেটের ইতিহাসে এক নজির। ১৯ বছর ধরে আইসিসির এলিট আম্পায়ারদের লিস্টে টানা ছিলেন তিনি। তারপরেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তিনি। আলিম দার সরে দাঁড়ানোর পরে দুই নতুন আম্পায়ারকে এলিট তালিকাভুক্ত করা হয়েছে। আইসিসির এই তালিকায় জায়গা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার অ্যাড্রিয়ান হোলস্টক এবং পাকিস্তানের এহসান রাজাকে। বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে এই নয়া তালিকা।
২০০২ সালে প্রথম শুরু হয় আম্পায়ারদের এলিট তালিকা প্রস্তুতি। সেই তালিকায় প্রথম বছরেই জায়গা করে নেন আলিম দার। ক্রিকেট বিশ্বের যে কোনও আম্পায়ারের তুলনায় সবথেকে বেশি টেস্ট এবং ওয়ানডে পরিচালনা করেছেন তিনি। টি-২০ ফর্ম্যাটেও তিনি আম্পায়ারদের তালিকায় সর্বাধিক ম্যাচ পরিচালনার ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছেন। এই তালিকায় শীর্ষে রয়েছেন স্বদেশীয় এহসান। ২০০৯, ২০১০ এবং ২০১১ সালে তিনি ডেভিড শেফার্ড ট্রফি জিতেছেন পরপর তিনবার। ভারত ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ এবং ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল। দুবারেই ফাইনাল ম্যাচ পরিচালনা করেছিলেন আলিম দার। পাশাপাশি ২০১০ এবং ২০১২ সালের আইসিসি টি-২০ বিশ্বকাপের ফাইনালেও আম্পায়ারিংয়ের দায়িত্ব সামলেছেন তিনি।
আইসিসির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে আলিম দার জানিয়েছেন 'আমার জন্য এটা দীর্ঘ সফর ছিল। তবে আমি প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি। সারা বিশ্বজুড়ে আম্পায়ারিং করার সৌভাগ্য আমার হয়েছে। আমার কাছে যা গর্বের বিষয়। আমি এই সময়ে যে কৃতিত্ব অর্জন করেছি তা কোনওদিন স্বপ্নেও ভাবতে পারিনি। আমি এখনও আন্তর্জাতিক আম্পায়ার হিসেবে কাজ করতে চাই। তবে আমি জানি ১৯ বছর এলিট প্যানেলে থাকার পরে এটাই সঠিক সময় এলিট প্যানেল থেকে সরে দাঁড়ানোর। আন্তর্জাতিক ক্ষেত্রে বাকিদেরকেও সুযোগ দেওয়ার এটাআ সঠিক সময়। সারা বিশ্বের আম্পায়ারদের আমার বার্তা কঠোর পরিশ্রম কর। শৃঙ্খলা বজায় রাখ। শেখার বিষয়টা কখনও থামিও না।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।