শুভব্রত মুখার্জি: চলতি ফরাসি ওপেনের পুরুষদের সিঙ্গেলস বিভাগের সেমিফাইনালে নামার আগেই সুখবর পেয়ে গিয়েছিলেন জার্মান তারকা আলেকজান্ডার জেরেভ। ক্যাসপার রুডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগেই তাঁর বিরুদ্ধে বড় অভিযোগের হাত থেকে মুক্তি পেয়েছিলেন তারকা। তাঁর সন্তানের মা তথা জেরেভের প্রাক্তন বান্ধবী তাঁর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন। সেই অভিযোগ তিনি তুলে নিয়েছেন বলেই জানা গিয়েছে। ফলে বেকসুর খালাস পেয়েছেন জেরেভ। তাঁর আইনজীবীর তরফে জানানো হয়েছে, তাঁদের সন্তানের কথা ভেবে দুই পক্ষ একটি সেটেলমেন্টে গিয়েছে। ফলে কেসটি বন্ধ হয়ে গিয়েছে। ফলে ফরাসি ওপেনের সেমিফাইনালে নেমে দুরন্ত খেলেন জেরেভ। রুডকে ২-৬, ৬-২, ৬-৪, ৬-২ হারিয়ে তিনি ফাইনালে ওঠেন।
জার্মান কোর্টে এই কেসটি কত টাকায় আলেকজান্ডার জেরেভ এবং তাঁর প্রাক্তন বান্ধবী ব্রেন্ডা পাটিয়ার মধ্যে হয়েছে তা জানা যায়নি। তবে জার্মান সংবাদ মাধ্যম সূত্রের খবর, এই কেসটি সেটেলমেন্ট করতে জেরেভকে দিতে হয়েছে ২,০০,০০০ ইউরো। এই বিপুল অঙ্কের টাকা নিশ্চিত হয়ে যাওয়ার পরেই নাকি ব্রেন্ডার তরফে জেরেভের বিরুদ্ধে করা শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে নেওয়া হয়েছে। ফলে বেকসুর খালাস পেয়েছেন জেরেভ। তাঁদের সন্তানের দিক চেয়ে দুই পক্ষ দ্রুত বিষয়টির নিষ্পত্তি চেয়েছিলেন। সেই কারণেই জার্মান কোর্টে সেটেলমেন্টের দিকে হাঁটেন তাঁরা।
জার্মান তারকা আলেকজান্ডার জেরেভের আইনজীবীর তরফেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কোর্ট কাছারির দীর্ঘ চক্কর কাটতে চাননি বলেই এই পথে হাঁটার সিদ্ধান্ত নেন ব্রেন্ডা এবং জেরেভ। গত বছরে বার্লিন-তিয়ারগার্টেনের আদালতে জেরেভকে বিশাল অঙ্কের জরিমানা করা হয়েছিল। তাঁর আইনজীবীরা এর বিরুদ্ধে লড়েছিলেন। উল্লেখ্য ২০২০ সালে তাঁর তৎকালীন বান্ধবী ব্রেন্ডা পাটিয়া অভিযোগ করেছিলেন, দু'জনের একটি বিষয়ে যখন তর্কাতর্কি চলছিল, তখন তাঁকে শারীরিক ভাবে নিগ্রহ করেন জেরেভ। ২০২১ সালে এই দম্পতির একটি মেয়েও হয়। যদিও এই সময়ে তাঁরা সম্পর্কে ছিলেন না। এটিপির তরফে জানানো হয়েছে, তাঁরা বিষয়টির উপর নজর রাখছে। লিগ্যাল প্রসেসে যে তথ্য সামনে আসছে তারা সব কিছুই খতিয়ে দেখা হবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।