বাংলা নিউজ > ময়দান > সব বাঙালি ফুটবলার নিয়ে ট্রফি জিতেছি- জাতীয় গেমসে সাফল্যের পর হুঙ্কার বিশ্বজিতের

সব বাঙালি ফুটবলার নিয়ে ট্রফি জিতেছি- জাতীয় গেমসে সাফল্যের পর হুঙ্কার বিশ্বজিতের

জাতীয় গেমসের ফাইনালে কেরলকে হারিয়ে খেতাব জয় বাংলার।

মঙ্গলবার জাতীয় গেমসের ফাইনাল ম্যাচটি এক প্রকার প্রতিশোধের মঞ্চ হয়ে উঠেছিল বাংলার ফুটবল দলের কাছে। কেরলের কাছে হেরে সন্তোষের আসরে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল বাংলাকে। তবে গুজরাটের মাটিতে সেই বদলা পূরণ করলেন নরহরি শ্রেষ্ঠারা।

সন্তোষের বদলা জাতীয় গেমসে নিল বাংলা ফুটবল টিম। ফাইনালে কেরলকে হারিয়ে কাঙ্খিত খেতাব জিতল বিশ্বজিৎ ভট্টাচার্যের ছেলেরা। প্রতিপক্ষকে পাঁচ গোলের মালা পরিয়ে মঙ্গলবার সন্ধ্যায় বদলার তৃপ্তি আর সাফল্যের মালা পর মাঠ ছাড়েন বাংলার ছেলেরা।

মঙ্গলবার জাতীয় গেমসের ফাইনাল ম্যাচটি এক প্রকার প্রতিশোধের মঞ্চ হয়ে উঠেছিল বাংলার ফুটবল দলের কাছে। কেরলের কাছে হেরে সন্তোষের আসরে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল বাংলাকে। তবে গুজরাটের মাটিতে সেই বদলা পূরণ করলেন নরহরি শ্রেষ্ঠারা।

আরও পড়ুন: ISL-এর ম্যাচে আলো নিভল যুবভারতীর, আয়োজক ATK MB-কে দায়ী করে শো-কজ রাজ্য সরকারের

আর বাংলাকে সাফল্য এনে দিয়েই বিশ্বজিতের হুঙ্কার, ‘এই ম্যাচে সব বাঙালি ফুটবলার ছিল। কারণ এটা বাংলার দল। অন্য রাজ্য কিংবা অবাঙালি ছেলেদের নিয়ে দল গড়া হয়নি। কারণ আমি কিছু মানুষদের জবাব দিতে চেয়েছিলাম।’

বিশ্বজিৎ আরও বলেছেন, ‘আমি ছেলেদের জন্য কতটা গর্বিত সেটা ভাষায় প্রকাশ করতে পারব না। কেরালার বিরুদ্ধে নামার অনেক আগে থেকেই ছেলেদের মারাত্মক উজ্জীবিত ছিল। আমার ধারণা কয়েক মাস সন্তোষ ট্রফির ফাইনালে হারের জ্বালা ওরা ভুলতে পারেনি। এই গরমে একদম পারফেক্ট ফুটবল খেলেছে।’

অধিনায়ক নরহরি শ্রেষ্টা ও তাঁর হ্যাটট্রিক প্রসঙ্গে তিন প্রধানে কোচিং করানো বিশ্বজিতের দাবি, ‘অসাধারণ ফুটবলার। দারুণ টিম ম্যান। কলকাতা লিগে নরহরি সর্বোচ্চ গোল স্কোরার। তাই জাতীয় গেমসে যে ও দুরন্ত ফুটবল খেলবে সেটা নিয়ে নতুন করে তো কিছু বলার নেই। নরহরি আমাদের দেশের অন্যতম সেরা ফুটবলার।’

আরও পড়ুন: রক্ষণে প্রচুর গলদ, কেরালার কাছে ৩-১ গোলে হেরে ISL অভিযান শুরু ইস্টবেঙ্গলের

ফুটবলার হিসেবে বিশ্বজিৎ একাধিকবার জাতীয় গেমসে সোনা জিতেছেন। এ বার কোচ হিসেবে সোনা জিতলেন। বৃত্ত সম্পূর্ণ হল? বাংলার কোচের দাবি, ‘ফুটবলার হিসেবে কেরিয়ারে ১১বার জাতীয় গেমস খেলে নয়বার চ্যাম্পিয়ন হয়েছি। এরপর থেকে আমাদের পারফরম্যান্স মোটেও ভালো ছিল না। ১৯৯৪ সালের ২০১১, এরপর এবার সোনা জিতলাম। ভাবতে পারছেন আমরা কতটা পিছিয়ে গিয়েছি। অনেক কম সময়ের মধ্যে দল গড়া একেবারেই সহজ ছিল না। প্রিমিয়ার ডিভিশনের ৩০ জন ফুটবলারকে ট্রায়ালে ডাকা হয়। অনেক নতুন, অচেনা মুখ। কল্যাণীতে মাত্র ৭ দিনের ট্রায়াল। ৩০ জন থেকে ২০ জনের মূল দল বেছে নেওয়া হয় জাতীয় গেমসের জন্য। মাত্র সাত দিনের প্রস্তুতি সেরে জাতীয় স্তরের একটি প্রতিযোগিতা খেলতে এসেছিলাম। তাই এবারের জয় আমাকে আলাদা তৃপ্তি দিয়েছে।’

তবে বিশ্বজিতের আফসোস, ‘তিন প্রধানে যথেষ্ট পরিশ্রম করেছি। কিন্তু ওরা আমাকে মর্যাদা দেয়নি। সেগুলো আর মনে রাখতে চাই না। আইএফএ-এর সচিব অনির্বাণ দত্ত আমাকে যোগ্য মনে করেছেন। দায়িত্ব দিয়েছেন। ছেলেরা নিজেদের উজাড় করে পারফর্ম করেছে। এবং আমরা চ্যাম্পিয়ন হয়েছি। এটাই তো আমার কাছে বড় পাওনা।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ভোটের প্রচারে 'দিদি'র গুণগান ঝাড়গ্রামের প্রার্থীর, মমতাকে নিয়ে বাঁধলেন গান! মাটির নীচে ঢুকবে মাঝেরহাট মেট্রো, টানেল খননের কাজ শুরু খিদিরপুরে! যাবে ধর্মতলায় মণিপুরে ৪৭টি বুথে ফের ভোট চাইছে কংগ্রেস, অভিযোগটা কী? অযোগ্য মুক্তির আগেই প্রসেনজিতের উপর ক্ষুব্ধ ঋতুপর্ণা! কেন বললেন, ‘আমাদের দেখা…’ পেস বোলিংয়ের প্রফেসর:- বুমরাহর ভূয়সি প্রশংসা প্রাক্তন ক্যারিবিয়ান তারকার ভারতের T20 বিশ্বকাপ দলে কার্যত জায়গা পাকা এই ৭ জনের গরমে শরীর আর্দ্র থাকবে, কমবে পেটের মেদ! ওজন কমাতে এভাবে বানান বার্লির জল ২৪.৫ কোটির স্টার্ককে ধর্তব্যে আনলেন না,বেয়ারস্টোর ফেভারিট তালিকায় ২ MI ক্রিকেটার উত্তর কলকাতার মুরারিপুকুরে হেলে গিয়েছে বাড়ি, ভয়ে তটস্থ স্থানীয় বাসিন্দারা তাপপ্রবাহের মধ্যেই সন্দেশখালির এগ্রাম থেকে ওগ্রাম ছুটে বেড়াচ্ছে CBI, কী হল আবার

Latest IPL News

পেস বোলিংয়ের প্রফেসর:- বুমরাহর ভূয়সি প্রশংসা প্রাক্তন ক্যারিবিয়ান তারকার ২৪.৫ কোটির স্টার্ককে ধর্তব্যে আনলেন না,বেয়ারস্টোর ফেভারিট তালিকায় ২ MI ক্রিকেটার কবে ঘোষিত হবে ভারতের T20 বিশ্বকাপের দল, কাদের জায়গা পাকা, মিলল বিরাট ইঙ্গিত মাত্র ১৩ বলেই ইতিহাস, IPL-এ এমন এক রেকর্ড গড়লেন ধোনি, যা কল্পনাও করা যায় না আইপিএলে ব্রাত্য হয়ে এবার পূজারার পথে কাউন্টিতে নাম লেখালেন ভারতীয় পেসার শ্রবণশক্তি হারাতে পারেন! ধোনি মাঠে নামতেই ডি'ককের স্ত্রীর ঘড়িতে নয়েজ অ্যালার্ট ধোনি ব্যাট করতে এলেই বোলাররা ভয় পেয়ে যায়, অকপট রাহুল কেন ভারতের সেরা ফিল্ডার, বোঝালেন আরও একবার,KL-কে ফেরাতে অবিশ্বাস্য ক্যাচ জাদেজার জয়ের চেষ্টায় মরিয়া হয়ে নিয়ম ভেঙেছে ২ দল, লোকেশ ও রুতুরাজকে উচিত শিক্ষা দিল BCCI IPL-এ ইতিহাস মহেন্দ্র সিং ধোনির, বিশ্বের প্রথম উইকেটকিপার হিসেবে গড়লেন এই নজির

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.