বাংলা নিউজ > ময়দান > All England Championship 2022: অবিশ্বাস্য প্রত্যাবর্তন লক্ষ্যের, ২১ বছর পর ফাইনালে উঠলেন ভারতীয় পুরুষ শাটলার

All England Championship 2022: অবিশ্বাস্য প্রত্যাবর্তন লক্ষ্যের, ২১ বছর পর ফাইনালে উঠলেন ভারতীয় পুরুষ শাটলার

লক্ষ্য সেন (ছবি সৌজন্যে টুইটার)

তৃতীয় ভারতীয় পুরুষ হিসেবে অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ জিততে পারবেন লক্ষ্য সেন?

শুভব্রত মুখার্জি

শনিবাসরীয় সন্ধ্যায় সারা ভারতের সমস্ত ব্যাডমিন্টনপ্রেমীর চোখ ছিল অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের দিকে। সেখানে মালয়েশিয়ার লি-জি-জিয়ার মুখোমুখি হয়েছিলেন ভারতের তরুণ প্রতিভাবান শাটলার তথা বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদকজয়ী ২০ বছরের তরুণ লক্ষ্য সেন। তিন গেমের এক কঠিন লড়াইয়ে তিনি হারিয়ে দিলেন লি'কে। সেমিফাইনালে এক গেমে এগিয়ে গিয়েছিলেন লক্ষ্য। পরবর্তী গেম জিতে ম্যাচে ফিরে আসেন লি-জি-জিয়া। তৃতীয় গেমেও একটা সময়তে বড় লিড নিয়েছিলেন তিনি। তবে শেষরক্ষা করতে পারলেন না। ভারতীয় শাটলারের অনবদ্য 'ফাইটব্যাক', চোয়ালচাপা লড়াইয়ের সামনে হার মানতে হল তাঁকে। খেলার ফল লক্ষ্যের পক্ষে ২১-১৩,১২-২১,২১-১৯।

যে আশায় বুক বেঁধে আজ গোটা ভারত টিভির সামনে বসেছিল, সেই আশা পূরণ করতে সমর্থ হলেন লক্ষ্য। দীর্ঘদিন বাদে প্রকাশ পাড়ুকোন এবং পুল্লেলা গোপীচাঁদের পরে তৃতীয় ভারতীয় হিসেবে তিনি পৌঁছে গেলেন অল ইংল্যান্ড চ্যম্পিয়নশিপের ফাইনালে। ২১ বছর কোনও ভারতীয় পুরুষ শাটলার ফাইনালে উঠলেন।

প্রথম গেম লক্ষ্য বেশ সহজেই জিততে সক্ষম হয়। ২১-১৩ ফলে প্রথম গেম জিতে নেন লক্ষ্য। কোয়ার্টার ফাইনালে অলিম্পিক চ্যাম্পিয়ন ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেনকে হারানোর পর তিনি যে কতটা আত্মবিশ্বাসী, তা বারবার ফুটে উঠছিল তাঁর খেলায়।

তবে দ্বিতীয় গেমে হঠাৎ করেই ঘটে ছন্দপতন। ১২-২১ ফলে খেলার 'গতির' বিরুদ্ধে হঠাৎ করে গেম হেরে বসেন লক্ষ্য। ম্যাচে ১-১ গেমে সমতা ফিরিয়ে ম্যাচকে 'ডিসাইডার' গেমে নিয়ে যান লি। সেই গেমে একটা সময় ৯-১২ ফলে লক্ষ্য পিছিয়ে যান লক্ষ্য। ১২-১৫ ফলে ফল যখন তখন অনেকে হয়ত ধরেই নিয়েছিলেন লক্ষ্যের অল ইংল্যান্ডের শিরোপা জয়ের 'লক্ষ্যভেদের' স্বপ্ন হয়ত অধরাই থাকবে, সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করেই 'কাউন্টার অ্যাটাক' শুরু করেন ভারতীয় শাটলার। অনবরত ব্যাকহ্যান্ড,ফোরহ্যান্ডের উপর আক্রমণে শেষপর্যন্ত তৃতীয় গেমে ২১-১৯ ফলে লক্ষ্যর কাছে নতিস্বীকার করেন লি।

ম্যাচ জিতে অল ইংল্যান্ডের ফাইনালে চলে গেলেন লক্ষ্য। ২১ বছর বাদে ভারতে অল ইংল্যান্ডের শিরোপা ফিরিয়ে আনার আশা নতুন করে দেখাচ্ছেন তিনি। এর আগে ১৯৮০ সালে প্রকাশ পাড়ুকোন এবং ২০০১ সালে পুলেল্লা গোপীচাঁদ এই শিরোপা জিততে সমর্থ হয়েছিলেন। এখন দেখার লক্ষ্য নিজের নাম সেই তালিকায় যুক্ত করতে পারেন কিনা!

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

আর্সালান-এর আগে-পরে শব্দ জুড়ে বিরিয়ানির দোকান চালানো যাবে না: কলকাতা হাইকোর্ট ধুতি-পাঞ্জাবিতে বাঙালি বাবু! সুরুচি সংঘে অরূপের সঙ্গে ঢাক বাজালেন ব্রায়ান লারা পুজোয় দিনভর বাইরে খাওয়া দাওয়া? পেট ভালো রাখতে পাতে রাখুন এই খাবারগুলি রতন থেকে সইফুল্লাহ! বাংলাদেশে চাকরি বাঁচাতে ধর্ম বদল, নথি দেখালেন তসলিমা বায়ুসেনার অনুষ্ঠানে চরম অব্যবস্থা, চেন্নাইয়ে প্রবল ভিড় ও গরমে মৃত ৫, অসুস্থ ১০০ অবিশ্বাস্য নো-লুক শটের পরেই ব্যাট উড়ল হার্দিকের হাত থেকে, বাউন্ডারির বাইরে বল কলকাতায় বাংলাতেই লেখা হোক সাইনবোর্ড, ধ্রুপদী স্বীকৃতির পরে নতুন করে ভাবছে পুরসভা পটাশপুরে মৃতার ময়নাতদন্তে অখুশি গোটা পরিবার, দেহ নিতে অস্বীকার, মামলার হুমকি IND vs BAN 1st T20I: ৪৯ বল বাকি থাকতেই জয়! নতুন ইতিহাস লিখল সূর্যকুমারের ভারত পুজোয় ডিম দিয়ে রেঁধে ফেলুন ঠাকুরবাড়ির বিশেষ পদ ‘চাও চাও’, রইল রেসিপি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.