বাংলা নিউজ > ময়দান > হল না পুরো ‘লক্ষ্য’পূরণ, অল ইংল্যান্ডে রুপো পেলেন ভারতীয়, জয় বিশ্বের এক নম্বরের
অল ইংল্যান্ডে লক্ষ্য সেন। (ছবি সৌজন্যে রয়টার্স)

হল না পুরো ‘লক্ষ্য’পূরণ, অল ইংল্যান্ডে রুপো পেলেন ভারতীয়, জয় বিশ্বের এক নম্বরের

পুরো ‘লক্ষ্য’ পূরণ হল না। তবে দুর্দান্ত খেললেন লক্ষ্য সেন। অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপে জিতলেন রুপো।

কেটে গেল ২১ বছরের খরা। ২০০১ সালে পুল্লেলা গোপীচাঁদের পর আবার কোনও ভারতীয় পুরুষ শাটলার অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপে পদক (রুপো বা সোনা) জিতলেন। রবিবার ফাইনালে বিশ্বের এক নম্বর ভিক্টর অ্যাক্সেলসেনের বিরুদ্ধে ২১-১০, ২১-১৫ ফলে হেরে গেলেন লক্ষ্য সেন।

20 Mar 2022, 10:46:03 PM IST

চ্যাম্পিয়ন ভিক্টর অ্যাক্সেলসেন

জিতে গেলেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় ভিক্টর অ্যাক্সেলসেন। ম্যাচের ফল ২১-১০, ২১-১৫। পুরো টুর্নামেন্টে একটিও গেম না হারিয়ে নিজের চ্যাম্পিয়নশিপ ট্রফি ফিরে পেলেন।

20 Mar 2022, 10:45:36 PM IST

টানা তিন পয়েন্ট লক্ষ্যের

ম্যাচ পয়েন্টে দাঁড়িয়ে ভিক্টর অ্যাক্সেলসেন। সেই অবস্থায় টানা তিন পয়েন্ট লক্ষ্যের। ভিক্টর এগিয়ে ২০-১৫।

20 Mar 2022, 10:44:45 PM IST

ভিক্টর অ্যাক্সেলসেনের অপেক্ষা বাড়ালেন লক্ষ্য

ভিক্টর অ্যাক্সেলসেনের অপেক্ষা বাড়ালেন লক্ষ্য সেন। জিতলেন এক পয়েন্ট।

20 Mar 2022, 10:43:56 PM IST

চ্যাম্পিয়নশিপ পয়েন্ট ভিক্টরের

চ্যাম্পিয়নশিপ পয়েন্ট বিশ্বের এক নম্বর খেলোয়াড় ভিক্টর অ্যাক্সেলসেনের। তাঁর পক্ষে ফলাফল ২০-১২।

20 Mar 2022, 10:42:57 PM IST

ঝলক দেখাচ্ছেন লক্ষ্য

আহা! ভারতীয় ব্যাডমিন্টনের ভবিষ্যতের দুর্দান্ত শট। তবে এক লম্বা র‌্যালিতে হেরে গেলেন লক্ষ্য। 

20 Mar 2022, 10:39:32 PM IST

দুর্ধর্ষ র‌্যালি, জিতলেন লক্ষ্য সেন

দুর্ধর্ষ র‌্যালি। জিতলেন লক্ষ্য সেন। লাইনের ধারে ভুল জাজমেন্ট ভিক্টরের। তবে এখনও তিনি এগিয়ে ১৭-১১ ব্যবধানে।

20 Mar 2022, 10:37:52 PM IST

চার পয়েন্ট চাই আর ভিক্টরের!

লিড বাড়াচ্ছেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় ভিক্টর অ্যাক্সেলসেন। ১৭-১০ পয়েন্টে এগিয়ে। ম্যাচ বেরিয়ে যাচ্ছে লক্ষ্যের হাত থেকে। অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ জয়ের জন্য চার পয়েন্ট চাই।

20 Mar 2022, 10:36:46 PM IST

লক্ষ্য পারবেন কি ম্যাচে ফিরতে?

১০-১৪ পয়েন্টে পিছিয়ে লক্ষ্য সেন। পারবেন কি ম্যাচে ফিরতে?

20 Mar 2022, 10:35:10 PM IST

১৩-৯ পয়েন্টে এগিয়ে ভিক্টর

বিরতির পর চলছে খেলা। ১৩-৯ পয়েন্টে এগিয়ে ভিক্টর। লক্ষ্য কি পারবেন ম্যাচে ফিরতে? এটা তাঁর জন্য ‘ডু অর ডাই’ গেম।

20 Mar 2022, 10:31:05 PM IST

১১-৫ ব্যবধানে পিছিয়ে লক্ষ্য

দ্বিতীয় গেমের বিরতি। ১১-৫ ব্যবধানে পিছিয়ে লক্ষ্য সেন। ছয় পয়েন্টের ব্যবধান যথেষ্ট। ৪-৪ অবস্থায় নিজের সেরাটা বের করে আনেন ভিক্টর। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামী তিন-চারটি পয়েন্ট।

20 Mar 2022, 10:30:27 PM IST

দু্র্ধর্ষ! কিন্তু পয়েন্ট পেলেন না লক্ষ্য

দুর্ধর্ষ!!! নিজের সবটা উজাড় করে দেন লক্ষ্য সেন। তাঁকে তুমুল চাপে ফেলে দেন ভিক্টর। সেই চাপের মুখে প্রবল চেষ্টা করেন। কিন্তু শেষপর্যন্ত হেরে গেলেন লক্ষ্য। ভিক্টর এগিয়ে ১০-৫ ব্যবধানে।

20 Mar 2022, 10:28:06 PM IST

গুরুত্বপূর্ণ পয়েন্ট জয় লক্ষ্য সেনের

গুরুত্বপূর্ণ পয়েন্ট জয় লক্ষ্য সেনের। নেটে লাগল ভিক্টরের শট। ভিক্টর এগিয়ে ৮-৫ ব্যবধানে।

20 Mar 2022, 10:27:35 PM IST

টানা চার পয়েন্ট হারলেন লক্ষ্য

আবারও এগিয়ে যাচ্ছেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় ভিক্টর অ্যাক্সেলসেন। টানা চার পয়েন্ট জিতলেন।

20 Mar 2022, 10:24:26 PM IST

দ্বিতীয় গেমে ভিক্টরকে ধরে ফেললেন লক্ষ্য

টানা তিন পয়েন্ট পেলেন লক্ষ্য সেন। এটাই ম্যাচের সেরা পর্যায় লক্ষ্যের জন্য। খেলার ফল ৪-৪।

20 Mar 2022, 10:23:41 PM IST

তৃতীয় পয়েন্ট পেলেন লক্ষ্য সেন

তৃতীয় পয়েন্ট পেলেন লক্ষ্য সেন। ভিক্টর এগিয়ে ৪-৩ ব্যবধানে।

20 Mar 2022, 10:23:20 PM IST

দ্বিতীয় পয়েন্ট পেলেন লক্ষ্য সেন

দ্বিতীয় পয়েন্ট পেলেন লক্ষ্য সেন। ভিক্টর এগিয়ে ৪-৩ ব্যবধানে।

20 Mar 2022, 10:22:06 PM IST

দ্বিতীয় গেমে প্রথম পয়েন্ট লক্ষ্যের

দ্বিতীয় গেমে প্রথম পয়েন্ট পেলেন লক্ষ্য সেন। তবে পিছিয়ে আছেন তিনি ৩-১ ফলে পিছিয়ে আছেন

20 Mar 2022, 10:18:58 PM IST

দ্বিতীয় গেমের প্রথম পয়েন্ট জিতলেন ভিক্টর

দ্বিতীয় গেমের প্রথম পয়েন্ট জিতলেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় ভিক্টর অ্যাক্সেলসেন। 

20 Mar 2022, 10:18:09 PM IST

লক্ষ্য প্রথম গেম হেরে গেলেও লড়াই করেছেন

লক্ষ্য প্রথম গেম হেরে গেলেও লড়াই করেছেন। যা বিশ্বের এক নম্বর খেলোয়াড় ভিক্টর অ্যাক্সেলসেনের বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে।

20 Mar 2022, 10:17:21 PM IST

প্রথম গেমে হারলেন লক্ষ্য, তবে দেখালেন ঝলক

অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালের শুরুটা মনের মতো হল না লক্ষ্য সেনের। বিশ্বের এক নম্বর খেলোয়াড় ভিক্টর অ্যাক্সেলসেন তাঁকে কার্যত কোনও সুযোগ দিলেন না। একেবারে এক নম্বর তারকার মতো খেললেন। তবে লক্ষ্য যখনই আক্রমণাত্মক হয়েছেন, তখনই ভালো ফল পেয়েছেন।

20 Mar 2022, 10:15:35 PM IST

২২ মিনিটে প্রথম গেমে হারলেন লক্ষ্য

প্রথম গেম জিতলেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় ভিক্টর অ্যাক্সেলসেন। তাঁর পক্ষে ফল ২১-১১। ২২ মিনিট চলল গেম।

20 Mar 2022, 10:13:10 PM IST

পরের গেমের জন্য আত্মবিশ্বাস বাড়বে লক্ষ্যের!

পরের গেমের জন্য আত্মবিশ্বাস বাড়বে লক্ষ্যের। আরও এক পয়েন্ট ছিনিয়ে নিলেন। লক্ষ্য পিছিয়ে ৮-১৯ ফলে।

20 Mar 2022, 10:10:49 PM IST

আরও পয়েন্ট, তবে লক্ষ্য পিছিয়ে ৭-১৭ ফলে

আরও এক পয়েন্ট পেলেন লক্ষ্য সেন। তবে পিছিয়ে ৭-১৭ ফলে।

20 Mar 2022, 10:09:55 PM IST

খুবই বাজে চ্যালেঞ্জের নির্ণয় লক্ষ্যের

খুবই বাজে চ্যালেঞ্জের নির্ণয়। শাটল বিশাল বাইরে। চ্যালেঞ্জ খুইয়ে ফেললেন লক্ষ্য সেন। ভিক্টর অ্যাক্সেলসেন এগিয়ে ১৬-৬ ফলে।

20 Mar 2022, 10:08:37 PM IST

আরও এক পয়েন্ট পেলেন লক্ষ্য

স্ম্যাশ আর লক্ষ্য - রোমান্টিক সিনেমার থেকেও যেন ভালো লাভ স্টোরি। আবারও সেই স্ম্যাশে পয়েন্ট পেলেন লক্ষ্য। লক্ষ্য পিছিয়ে ৬-১৩ ফলে।

20 Mar 2022, 10:06:53 PM IST

ফাটাফাটি স্ম্যাশ, ও লক্ষ্য!!!

ফাটাফাটি স্ম্যাশ। ও লক্ষ্য!!!  আক্রমণাত্মক খেললেই চাপে ফেলে দিচ্ছেন ভিক্টরকে। লক্ষ্য পিছিয়ে ৫-১৩ ফলে।

20 Mar 2022, 10:05:54 PM IST

আরও এক পয়েন্ট পেলেন লক্ষ্য সেন

আরও এক পয়েন্ট পেলেন লক্ষ্য সেন। বিশ্বের এক নম্বর তারকা এখনও অনেকটা এগিয়ে। তাঁর পক্ষে ফল ১২-৪। তবে আপাতত যে পয়েন্ট পাচ্ছেন লক্ষ্য, তা পরের গেমে তাঁর আত্মবিশ্বাস বাড়াবে।

20 Mar 2022, 10:05:35 PM IST

দুর্ধর্ষ পয়েন্ট লক্ষ্য সেনের

দুর্ধর্ষ পয়েন্ট লক্ষ্য সেনের। পেলেন আরও এক পয়েন্ট। ৩-১২ ব্যবধানে পিছিয়ে আছেন।

20 Mar 2022, 10:04:16 PM IST

১১-২ পয়েন্টে পিছিয়ে আছেন লক্ষ্য

প্রথম গেলের বিরতিতে ১১-২ পয়েন্টে পিছিয়ে আছেন লক্ষ্য সেন। ক্রমশ

20 Mar 2022, 10:02:11 PM IST

এগিয়ে যাচ্ছেন বিশ্বের এক নম্বর তারকা

এগিয়ে যাচ্ছেন বিশ্বের এক নম্বর তারকা। লক্ষ্য ২-১০ পয়েন্টে পিছিয়ে।

20 Mar 2022, 09:59:12 PM IST

পরপর দু'পয়েন্ট লক্ষ্য সেনের

পরপর দু'পয়েন্ট লক্ষ্য সেনের। লক্ষ্য আক্রমণে আরও ঝাঁঝ বাড়াতেই এল দু'পয়েন্ট। লক্ষ্য ২-৬ পয়েন্টে পিছিয়ে।

20 Mar 2022, 09:57:43 PM IST

প্রথম পয়েন্ট পেলেন লক্ষ্য সেন

সব করছিলেন। কিন্তু পয়েন্টটা আসছিল না। প্রথম পয়েন্ট পেলেন লক্ষ্য সেন। লক্ষ্য ১-৬ পয়েন্টে পিছিয়ে।

20 Mar 2022, 09:55:02 PM IST

একচুলও জমি ছাড়ছেন না লক্ষ্য

টানা তিনটি পয়েন্ট জিতলেন ভিক্টর অ্যাক্সেলসেন। কিন্তু একচুলও জমি ছাড়ছেন না লক্ষ্য সেন। খেলার ফল ৩-০।

20 Mar 2022, 09:53:30 PM IST

প্রথম পয়েন্ট হেরে গেলেন লক্ষ্য সেন

প্রথম পয়েন্ট হেরে গেলেন লক্ষ্য সেন। তবে শুরুটা হাড্ডাহাড্ডি হল। অ্যাক্সেলসেন এগিয়ে  ১-০

20 Mar 2022, 09:52:36 PM IST

শুরু ফাইনাল

শুরু হয়ে গেল অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনাল। তৃতীয় ভারতীয় শাটলার হিসেবে সেই ঐতিহ্যবাহী টুর্নামেন্ট জয়ের সুযোগ আছে লক্ষ্য সেনের সামনে। সেজন্য তাঁকে বিশ্বের এক নম্বর খেলোয়াড় ভিক্টর অ্যাক্সেলসেনের বাধা টপকাতে হবে।

20 Mar 2022, 09:52:11 PM IST

ব্রিটেন নাকি ভারত - কোথায় খেলা হচ্ছে, তা বোঝা দায়!

ব্রিটেন নাকি ভারত - কোথায় খেলা হচ্ছে, তা বোঝা দায়। লক্ষ্য সেনের নাম ঘোষণা হতেই গমগম করে উঠল পুরো স্টেডিয়াম।

20 Mar 2022, 09:49:16 PM IST

মুখোমুখি লড়াইয়ে কে এগিয়ে?

সার্বিকভাবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে ভিক্টর অ্যাক্সেলসেন। ব্যবধান ৪-১। লক্ষ্য সেনের একমাত্র জয় এসেছে গত সপ্তাহেই। জার্মান ওপেনের সেমিফাইনালে ২১-১৩, ১২-২১, ২২-২০ ব্যবধানে হারিয়েছিলেন লক্ষ্য।

20 Mar 2022, 09:42:28 PM IST

লক্ষ্যের প্রতিপক্ষ হলেন অলিম্পিক্স চ্যাম্পিয়ন ভিক্টর অ্যাক্সেলসেন

অলিম্পিক্স চ্যাম্পিয়ন এবং টানা চারবারের ফাইনালিস্ট হলেন ভিক্টর অ্যাক্সেলসেন। 

20 Mar 2022, 09:35:13 PM IST

কখন অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে (All England Open 2022 Finals) লক্ষ্য সেন বনাম ভিক্টর অ্যাক্সেলসেনের ম্যাচ হবে?

কখন অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে (All England Open 2022 Finals) লক্ষ্য সেন বনাম ভিক্টর অ্যাক্সেলসেনের ম্যাচ হবে? – জেনে নিন এখানে

20 Mar 2022, 09:34:17 PM IST

‘লক্ষ্য’ পূরণের একেবারে সামনে দাঁড়িয়ে লক্ষ্য

‘লক্ষ্য’ পূরণের একেবারে সামনে দাঁড়িয়ে আছেন ভারতীয় তারকা শাটলার লক্ষ্য সেন। রবিবার অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে জিততে পারলেই প্রকাশ পাড়ুকোন এবং পুল্লেলা গোপীচাঁদের সঙ্গে একই আসনে বসে পড়বেন তিনি। তবে ফাইনালে কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছেন। তাঁর প্রতিপক্ষ হলেন বিশ্বের এক নম্বর তারকা ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেন।

20 Mar 2022, 09:30:43 PM IST

কখন শুরু হবে লক্ষ্যের ম্যাচ?

কিছুটা পড়ে শুরু হবে লক্ষ্য সেনের ফাইনাল। আপাতত মিক্সড ডাবলস ফাইনাল চলছে।

20 Mar 2022, 09:28:28 PM IST

‘তোমার জন্য গলা ফাটাব’, লক্ষ্য সেনের সমর্থনে টুইট সচিনের

ফাইনালের আগে লক্ষ্য সেনকে শুভেচ্ছা জানালেন সচিন তেন্ডুলকর। তিনি বলেন, 'অল ইংল্যান্ডের ফাইনালে পৌঁছে তুমি প্রত্যেক ভারতীয়কে গর্বিত করেছ লক্ষ্য সেন। আজ রাতে আমরা তোমার জন্য গলা ফাটাব।'

20 Mar 2022, 09:17:08 PM IST

ফাইনালে কড়া চ্যালেঞ্জের মুখে লক্ষ্য সেন

ফাইনালে কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছেন লক্ষ্য সেন। তবে নিজের থেকে এগিয়ে থাকা খেলোয়াড়কে হারানোর ক্ষমতা আঁর আছে।

20 Mar 2022, 08:59:00 PM IST

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে সেমিফাইনালে জিতেছিলেন লক্ষ্য

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে সেমিফাইনালে জিতেছিলেন লক্ষ্য সেন। সেই জয়ের পর ভারতীয় তারকা বলেছিলেন, ‘কীভাবে জয় উদযাপন করব, সেটা বুঝছিলাম না।’ সেমিফাইনালে ২১-১৩, ১২-২১, ২১-১৯ ব্যবধানে জিতেছিলেন তিনি।

20 Mar 2022, 08:47:51 PM IST

বিশ্বের এক নম্বরের বিরুদ্ধে লড়াই লক্ষ্যের

বর্তমান বিশ্বের ক্রমপর্যায়ে ১১ নম্বরে আছেন লক্ষ্য সেন। সেখানে ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেন হলেন বিশ্বের এক নম্বর খেলোয়াড়।

20 Mar 2022, 08:43:42 PM IST

তৃতীয় ভারতীয় হিসেবে নজির গড়তে পারবেন লক্ষ্য?

নজির তৈরির মাত্র একধাপ আগে দাঁড়িয়ে আছেন ভারতীয় তারকা লক্ষ্য সেন। রবিবার অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেনের বিরুদ্ধে নামতে চলেছেন ২০ বছরের ভারতীয় শাটলার। তৃতীয় পুরুষ ভারতীয় শাটলার হিসেবে তাঁর সামনে অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ জয়ের সুযোগ আছে। ১৯৮০ সালে প্রকাশ পাড়ুকোন এবং ২০০১ সালে পুল্লেলা গোপীচাঁদ সেই টুর্নামেন্ট জিতেছিলেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

IPL 2024 Points Table: GT-কে হারিয়ে এক লাফে ছয়ে উঠল DC, পতন হল শুভমনদের ভাটপাড়ায় উদ্ধার তাজা বোমা, নিষ্ক্রিয় করল পুলিশ, একে অপরকে নিশানা পার্থ-অর্জুনের ‘‌এক বছর, এক প্রধানমন্ত্রী ফর্মুলা বানাচ্ছে ইন্ডিয়া জোট’‌, আশঙ্কা প্রকাশ মোদীর বিদ্যুৎ বাঁচাতে হাঁসফাঁস গরমে কত ডিগ্রিতে রাখতে হবে এসি? পরামর্শ দিলেন মমতা লন্ডন-আবু ধাবি নয়, অনন্ত-রাধিকার বিবাহ বাসর বসবে অন্য এক রূপকথার শহরে! ইংরেজিতে দুর্বল হওয়ায় ভালো পরীক্ষা দিতে পারেননি, আত্মঘাতী মেডিক্যালের ছাত্রী এক ভারতীয় ক্রিকেটারের সঙ্গে নাকি প্রেম করছেন,সচিনের কোলের মেয়েটিতে চিনতে পারলেন লোকসভা ভোট কোন রাজ্যে কটা আসন পাবে বিজেপি? গুণে গুণে বলে দিলেন মমতা শেষ বলের রুদ্ধশ্বাস ম্যাচ, লড়াই করেও জিতল না GT, ৪ রানে জিতে অক্সিজেন পেল DC আজব টুইস্ট!এই কেন্দ্রে নিজের প্রার্থী ছেড়ে অন্য দলের প্রার্থীকে ভোটের আপিল কংএর

Latest IPL News

শেষ বলের রুদ্ধশ্বাস ম্যাচ, লড়াই করেও জিতল না GT, ৪ রানে জিতে অক্সিজেন পেল DC রোনাল্ডো নাকি রোটিডালদো! শুভমনের ফুটবল স্কিল দেখে বাজে ভাবে কটাক্ষ করলেন ইশান ভক্তের ফোন ক্যাচ ধরলেন, সেলফি তোলার আব্দার মিটিয়ে মাঠের বাইরে হিরো আকাশ আম্বানি আইপিএলে লিগ টেবিলের শীর্ষে রাজস্থান, সাফল্যের রসায়ন দলগত সংহতি গত দু'বারের সফল দল GT-র এবার কেমন পারফরমেন্স? অধিনায়ক শুভমন গিল পাশ না ফেল ? এই জন্য ম্যাচটা হাতের বাইরে চলে যায়- হারের জন্য কোন কারণ দেখালেন রুতুরাজ বিশ্ব ক্রিকেটের সেরা ঘরোয়া T20 টুর্নামেন্ট নিঃসন্দেহে আইপিএল:- রিকি পন্টিং 'MS ফিনিশেশ অফ ইন স্টাইল', ধোনিদের হারের ক্ষতে নুন দিল LSG? ভিডিয়ো: দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলেন লারাকে! যশস্বীর জীবনের অবিস্মরণীয় মুহূর্ত ক্যাপ্টেন রোহিতও রান করেননি,২-৩ বছরে IPL-ও জেতেননি, সেহওয়াগকে পাশে পেলেন হার্দিক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.