কেটে গেল ২১ বছরের খরা। ২০০১ সালে পুল্লেলা গোপীচাঁদের পর আবার কোনও ভারতীয় পুরুষ শাটলার অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপে পদক (রুপো বা সোনা) জিতলেন। রবিবার ফাইনালে বিশ্বের এক নম্বর ভিক্টর অ্যাক্সেলসেনের বিরুদ্ধে ২১-১০, ২১-১৫ ফলে হেরে গেলেন লক্ষ্য সেন।
চ্যাম্পিয়ন ভিক্টর অ্যাক্সেলসেন
জিতে গেলেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় ভিক্টর অ্যাক্সেলসেন। ম্যাচের ফল ২১-১০, ২১-১৫। পুরো টুর্নামেন্টে একটিও গেম না হারিয়ে নিজের চ্যাম্পিয়নশিপ ট্রফি ফিরে পেলেন।
টানা তিন পয়েন্ট লক্ষ্যের
ম্যাচ পয়েন্টে দাঁড়িয়ে ভিক্টর অ্যাক্সেলসেন। সেই অবস্থায় টানা তিন পয়েন্ট লক্ষ্যের। ভিক্টর এগিয়ে ২০-১৫।
ভিক্টর অ্যাক্সেলসেনের অপেক্ষা বাড়ালেন লক্ষ্য
ভিক্টর অ্যাক্সেলসেনের অপেক্ষা বাড়ালেন লক্ষ্য সেন। জিতলেন এক পয়েন্ট।
চ্যাম্পিয়নশিপ পয়েন্ট ভিক্টরের
চ্যাম্পিয়নশিপ পয়েন্ট বিশ্বের এক নম্বর খেলোয়াড় ভিক্টর অ্যাক্সেলসেনের। তাঁর পক্ষে ফলাফল ২০-১২।
ঝলক দেখাচ্ছেন লক্ষ্য
আহা! ভারতীয় ব্যাডমিন্টনের ভবিষ্যতের দুর্দান্ত শট। তবে এক লম্বা র্যালিতে হেরে গেলেন লক্ষ্য।
দুর্ধর্ষ র্যালি, জিতলেন লক্ষ্য সেন
দুর্ধর্ষ র্যালি। জিতলেন লক্ষ্য সেন। লাইনের ধারে ভুল জাজমেন্ট ভিক্টরের। তবে এখনও তিনি এগিয়ে ১৭-১১ ব্যবধানে।
চার পয়েন্ট চাই আর ভিক্টরের!
লিড বাড়াচ্ছেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় ভিক্টর অ্যাক্সেলসেন। ১৭-১০ পয়েন্টে এগিয়ে। ম্যাচ বেরিয়ে যাচ্ছে লক্ষ্যের হাত থেকে। অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ জয়ের জন্য চার পয়েন্ট চাই।
লক্ষ্য পারবেন কি ম্যাচে ফিরতে?
১০-১৪ পয়েন্টে পিছিয়ে লক্ষ্য সেন। পারবেন কি ম্যাচে ফিরতে?
১৩-৯ পয়েন্টে এগিয়ে ভিক্টর
বিরতির পর চলছে খেলা। ১৩-৯ পয়েন্টে এগিয়ে ভিক্টর। লক্ষ্য কি পারবেন ম্যাচে ফিরতে? এটা তাঁর জন্য ‘ডু অর ডাই’ গেম।
১১-৫ ব্যবধানে পিছিয়ে লক্ষ্য
দ্বিতীয় গেমের বিরতি। ১১-৫ ব্যবধানে পিছিয়ে লক্ষ্য সেন। ছয় পয়েন্টের ব্যবধান যথেষ্ট। ৪-৪ অবস্থায় নিজের সেরাটা বের করে আনেন ভিক্টর। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামী তিন-চারটি পয়েন্ট।
দু্র্ধর্ষ! কিন্তু পয়েন্ট পেলেন না লক্ষ্য
দুর্ধর্ষ!!! নিজের সবটা উজাড় করে দেন লক্ষ্য সেন। তাঁকে তুমুল চাপে ফেলে দেন ভিক্টর। সেই চাপের মুখে প্রবল চেষ্টা করেন। কিন্তু শেষপর্যন্ত হেরে গেলেন লক্ষ্য। ভিক্টর এগিয়ে ১০-৫ ব্যবধানে।
গুরুত্বপূর্ণ পয়েন্ট জয় লক্ষ্য সেনের
গুরুত্বপূর্ণ পয়েন্ট জয় লক্ষ্য সেনের। নেটে লাগল ভিক্টরের শট। ভিক্টর এগিয়ে ৮-৫ ব্যবধানে।
টানা চার পয়েন্ট হারলেন লক্ষ্য
আবারও এগিয়ে যাচ্ছেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় ভিক্টর অ্যাক্সেলসেন। টানা চার পয়েন্ট জিতলেন।
দ্বিতীয় গেমে ভিক্টরকে ধরে ফেললেন লক্ষ্য
টানা তিন পয়েন্ট পেলেন লক্ষ্য সেন। এটাই ম্যাচের সেরা পর্যায় লক্ষ্যের জন্য। খেলার ফল ৪-৪।
তৃতীয় পয়েন্ট পেলেন লক্ষ্য সেন
তৃতীয় পয়েন্ট পেলেন লক্ষ্য সেন। ভিক্টর এগিয়ে ৪-৩ ব্যবধানে।
দ্বিতীয় পয়েন্ট পেলেন লক্ষ্য সেন
দ্বিতীয় পয়েন্ট পেলেন লক্ষ্য সেন। ভিক্টর এগিয়ে ৪-৩ ব্যবধানে।
দ্বিতীয় গেমে প্রথম পয়েন্ট লক্ষ্যের
দ্বিতীয় গেমে প্রথম পয়েন্ট পেলেন লক্ষ্য সেন। তবে পিছিয়ে আছেন তিনি ৩-১ ফলে পিছিয়ে আছেন
দ্বিতীয় গেমের প্রথম পয়েন্ট জিতলেন ভিক্টর
দ্বিতীয় গেমের প্রথম পয়েন্ট জিতলেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় ভিক্টর অ্যাক্সেলসেন।
লক্ষ্য প্রথম গেম হেরে গেলেও লড়াই করেছেন
লক্ষ্য প্রথম গেম হেরে গেলেও লড়াই করেছেন। যা বিশ্বের এক নম্বর খেলোয়াড় ভিক্টর অ্যাক্সেলসেনের বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে।
প্রথম গেমে হারলেন লক্ষ্য, তবে দেখালেন ঝলক
অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালের শুরুটা মনের মতো হল না লক্ষ্য সেনের। বিশ্বের এক নম্বর খেলোয়াড় ভিক্টর অ্যাক্সেলসেন তাঁকে কার্যত কোনও সুযোগ দিলেন না। একেবারে এক নম্বর তারকার মতো খেললেন। তবে লক্ষ্য যখনই আক্রমণাত্মক হয়েছেন, তখনই ভালো ফল পেয়েছেন।
২২ মিনিটে প্রথম গেমে হারলেন লক্ষ্য
প্রথম গেম জিতলেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় ভিক্টর অ্যাক্সেলসেন। তাঁর পক্ষে ফল ২১-১১। ২২ মিনিট চলল গেম।
পরের গেমের জন্য আত্মবিশ্বাস বাড়বে লক্ষ্যের!
পরের গেমের জন্য আত্মবিশ্বাস বাড়বে লক্ষ্যের। আরও এক পয়েন্ট ছিনিয়ে নিলেন। লক্ষ্য পিছিয়ে ৮-১৯ ফলে।
আরও পয়েন্ট, তবে লক্ষ্য পিছিয়ে ৭-১৭ ফলে
আরও এক পয়েন্ট পেলেন লক্ষ্য সেন। তবে পিছিয়ে ৭-১৭ ফলে।
খুবই বাজে চ্যালেঞ্জের নির্ণয় লক্ষ্যের
খুবই বাজে চ্যালেঞ্জের নির্ণয়। শাটল বিশাল বাইরে। চ্যালেঞ্জ খুইয়ে ফেললেন লক্ষ্য সেন। ভিক্টর অ্যাক্সেলসেন এগিয়ে ১৬-৬ ফলে।
আরও এক পয়েন্ট পেলেন লক্ষ্য
স্ম্যাশ আর লক্ষ্য - রোমান্টিক সিনেমার থেকেও যেন ভালো লাভ স্টোরি। আবারও সেই স্ম্যাশে পয়েন্ট পেলেন লক্ষ্য। লক্ষ্য পিছিয়ে ৬-১৩ ফলে।
ফাটাফাটি স্ম্যাশ, ও লক্ষ্য!!!
ফাটাফাটি স্ম্যাশ। ও লক্ষ্য!!! আক্রমণাত্মক খেললেই চাপে ফেলে দিচ্ছেন ভিক্টরকে। লক্ষ্য পিছিয়ে ৫-১৩ ফলে।
আরও এক পয়েন্ট পেলেন লক্ষ্য সেন
আরও এক পয়েন্ট পেলেন লক্ষ্য সেন। বিশ্বের এক নম্বর তারকা এখনও অনেকটা এগিয়ে। তাঁর পক্ষে ফল ১২-৪। তবে আপাতত যে পয়েন্ট পাচ্ছেন লক্ষ্য, তা পরের গেমে তাঁর আত্মবিশ্বাস বাড়াবে।
দুর্ধর্ষ পয়েন্ট লক্ষ্য সেনের
দুর্ধর্ষ পয়েন্ট লক্ষ্য সেনের। পেলেন আরও এক পয়েন্ট। ৩-১২ ব্যবধানে পিছিয়ে আছেন।
১১-২ পয়েন্টে পিছিয়ে আছেন লক্ষ্য
প্রথম গেলের বিরতিতে ১১-২ পয়েন্টে পিছিয়ে আছেন লক্ষ্য সেন। ক্রমশ
এগিয়ে যাচ্ছেন বিশ্বের এক নম্বর তারকা
এগিয়ে যাচ্ছেন বিশ্বের এক নম্বর তারকা। লক্ষ্য ২-১০ পয়েন্টে পিছিয়ে।
পরপর দু'পয়েন্ট লক্ষ্য সেনের
পরপর দু'পয়েন্ট লক্ষ্য সেনের। লক্ষ্য আক্রমণে আরও ঝাঁঝ বাড়াতেই এল দু'পয়েন্ট। লক্ষ্য ২-৬ পয়েন্টে পিছিয়ে।
প্রথম পয়েন্ট পেলেন লক্ষ্য সেন
সব করছিলেন। কিন্তু পয়েন্টটা আসছিল না। প্রথম পয়েন্ট পেলেন লক্ষ্য সেন। লক্ষ্য ১-৬ পয়েন্টে পিছিয়ে।
একচুলও জমি ছাড়ছেন না লক্ষ্য
টানা তিনটি পয়েন্ট জিতলেন ভিক্টর অ্যাক্সেলসেন। কিন্তু একচুলও জমি ছাড়ছেন না লক্ষ্য সেন। খেলার ফল ৩-০।
প্রথম পয়েন্ট হেরে গেলেন লক্ষ্য সেন
প্রথম পয়েন্ট হেরে গেলেন লক্ষ্য সেন। তবে শুরুটা হাড্ডাহাড্ডি হল। অ্যাক্সেলসেন এগিয়ে ১-০
শুরু ফাইনাল
শুরু হয়ে গেল অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনাল। তৃতীয় ভারতীয় শাটলার হিসেবে সেই ঐতিহ্যবাহী টুর্নামেন্ট জয়ের সুযোগ আছে লক্ষ্য সেনের সামনে। সেজন্য তাঁকে বিশ্বের এক নম্বর খেলোয়াড় ভিক্টর অ্যাক্সেলসেনের বাধা টপকাতে হবে।
ব্রিটেন নাকি ভারত - কোথায় খেলা হচ্ছে, তা বোঝা দায়!
ব্রিটেন নাকি ভারত - কোথায় খেলা হচ্ছে, তা বোঝা দায়। লক্ষ্য সেনের নাম ঘোষণা হতেই গমগম করে উঠল পুরো স্টেডিয়াম।
মুখোমুখি লড়াইয়ে কে এগিয়ে?
সার্বিকভাবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে ভিক্টর অ্যাক্সেলসেন। ব্যবধান ৪-১। লক্ষ্য সেনের একমাত্র জয় এসেছে গত সপ্তাহেই। জার্মান ওপেনের সেমিফাইনালে ২১-১৩, ১২-২১, ২২-২০ ব্যবধানে হারিয়েছিলেন লক্ষ্য।
লক্ষ্যের প্রতিপক্ষ হলেন অলিম্পিক্স চ্যাম্পিয়ন ভিক্টর অ্যাক্সেলসেন
অলিম্পিক্স চ্যাম্পিয়ন এবং টানা চারবারের ফাইনালিস্ট হলেন ভিক্টর অ্যাক্সেলসেন।
কখন অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে (All England Open 2022 Finals) লক্ষ্য সেন বনাম ভিক্টর অ্যাক্সেলসেনের ম্যাচ হবে?
কখন অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে (All England Open 2022 Finals) লক্ষ্য সেন বনাম ভিক্টর অ্যাক্সেলসেনের ম্যাচ হবে? – জেনে নিন এখানে।
‘লক্ষ্য’ পূরণের একেবারে সামনে দাঁড়িয়ে লক্ষ্য
‘লক্ষ্য’ পূরণের একেবারে সামনে দাঁড়িয়ে আছেন ভারতীয় তারকা শাটলার লক্ষ্য সেন। রবিবার অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে জিততে পারলেই প্রকাশ পাড়ুকোন এবং পুল্লেলা গোপীচাঁদের সঙ্গে একই আসনে বসে পড়বেন তিনি। তবে ফাইনালে কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছেন। তাঁর প্রতিপক্ষ হলেন বিশ্বের এক নম্বর তারকা ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেন।
কখন শুরু হবে লক্ষ্যের ম্যাচ?
কিছুটা পড়ে শুরু হবে লক্ষ্য সেনের ফাইনাল। আপাতত মিক্সড ডাবলস ফাইনাল চলছে।
‘তোমার জন্য গলা ফাটাব’, লক্ষ্য সেনের সমর্থনে টুইট সচিনের
ফাইনালের আগে লক্ষ্য সেনকে শুভেচ্ছা জানালেন সচিন তেন্ডুলকর। তিনি বলেন, 'অল ইংল্যান্ডের ফাইনালে পৌঁছে তুমি প্রত্যেক ভারতীয়কে গর্বিত করেছ লক্ষ্য সেন। আজ রাতে আমরা তোমার জন্য গলা ফাটাব।'
ফাইনালে কড়া চ্যালেঞ্জের মুখে লক্ষ্য সেন
ফাইনালে কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছেন লক্ষ্য সেন। তবে নিজের থেকে এগিয়ে থাকা খেলোয়াড়কে হারানোর ক্ষমতা আঁর আছে।
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে সেমিফাইনালে জিতেছিলেন লক্ষ্য
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে সেমিফাইনালে জিতেছিলেন লক্ষ্য সেন। সেই জয়ের পর ভারতীয় তারকা বলেছিলেন, ‘কীভাবে জয় উদযাপন করব, সেটা বুঝছিলাম না।’ সেমিফাইনালে ২১-১৩, ১২-২১, ২১-১৯ ব্যবধানে জিতেছিলেন তিনি।
বিশ্বের এক নম্বরের বিরুদ্ধে লড়াই লক্ষ্যের
বর্তমান বিশ্বের ক্রমপর্যায়ে ১১ নম্বরে আছেন লক্ষ্য সেন। সেখানে ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেন হলেন বিশ্বের এক নম্বর খেলোয়াড়।
তৃতীয় ভারতীয় হিসেবে নজির গড়তে পারবেন লক্ষ্য?
নজির তৈরির মাত্র একধাপ আগে দাঁড়িয়ে আছেন ভারতীয় তারকা লক্ষ্য সেন। রবিবার অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেনের বিরুদ্ধে নামতে চলেছেন ২০ বছরের ভারতীয় শাটলার। তৃতীয় পুরুষ ভারতীয় শাটলার হিসেবে তাঁর সামনে অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ জয়ের সুযোগ আছে। ১৯৮০ সালে প্রকাশ পাড়ুকোন এবং ২০০১ সালে পুল্লেলা গোপীচাঁদ সেই টুর্নামেন্ট জিতেছিলেন।