তৃতীয় ভারতীয় পুরুষ শাটলার হিসেবে নজির তৈরির মুখে দাঁড়িয়ে আছেন লক্ষ্য সেন। রবিবার অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ জিততে পারলে প্রকাশ পাড়ুকোন এবং পুল্লেলা গোপীচাঁদের সঙ্গে একই আসনে বসে পড়বেন তিনি। ১৯৮০ সালে পাড়ুকোন এবং ২০০১ সালে গোপীচাঁদ জয়ের পর বিশ্বের অন্যতম সেরা টুর্নামেন্টে জেতার সুযোগ আছে লক্ষ্যের সামনে।
অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ফাইনালে (All England Open 2022 Finals) লক্ষ্যের প্রতিদ্বন্দ্বী কে?
রবিবার বার্মিংহামের ইতিলিতা এরিনায় অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেনের বিরুদ্ধে নামতে চলেছেন ২০ বছরের ভারতীয় তারকা লক্ষ্য।
কখন অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে লক্ষ্য সেন বনাম ভিক্টর অ্যাক্সেলসেনের ম্যাচ হবে?
রবিবার (২১ মার্চ) অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনাল হতে চলেছে। সেখানেই তৃতীয় ভারতীয় হিসেবে সেই ঐতিহাসিক টুর্নামেন্ট জয়ের সুযোগ আছে লক্ষ্যের সামনে।
কখন হবে অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে লক্ষ্য সেন বনাম ভিক্টর অ্যাক্সেলসেনের ফাইনাল ম্যাচ?
রাত ৯ টা ৩০ মিনিট থেকে অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ভিক্টর অ্যাক্সেলসেন বনাম লক্ষ্য সেনের ফাইনাল ম্যাচ শুরু হবে।
কোথায় অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে লক্ষ্য সেন বনাম ভিক্টর অ্যাক্সেলসেনের ফাইনাল ম্যাচ হবে?
VH1, MTV, History TV 18 চ্যানেলে অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে লক্ষ্য সেন বনাম ভিক্টর অ্যাক্সেলসেনের ফাইনাল ম্যাচ হবে।
কোথায় অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালের লাইভ স্ট্রিমিং (All England Open 2022 Finals Live Streaming) দেখতে পারবেন?
Voot Select অ্যাপ এবং ওয়েবসাইটে সরাসরি লক্ষ্য সেন বনাম ভিক্টর অ্যাক্সেলসেনের ফাইনাল ম্যাচের লাইভ স্ট্রিমিং হবে। এছাড়াও ফাইনালের যাবতীয় আপডেটের জন্য নজর রাখুন ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-য়।