ছেলেদের এশিয়া কাপের রেশ এখনও টাটকা। এরই মধ্যে শুরু হচ্ছে মেয়েদের এশিয়া কাপ। টুর্নামেন্ট শুরুর আগে দেখে নেওয়া যাক ওমেনস এশিয়া কাপ ২০২২-এর যাবতীয় খুঁটিনাটি তথ্য।
কবে শুরু মেয়েদের এশিয়া কাপ:
১ অক্টেবর শুরু হবে মেয়েদের এশিয়া কাপ টি-২০ টুর্নামেন্ট। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ খেলা হবে ১৫ অক্টোবর। সুতরাং, ১৫ দিনে খেলা হবে টুর্নামেন্টের ২৪টি ম্যাচ।
কোথায় বসবে মেয়েদের এশিয়া কাপের আসর:
বাংলাদেশ এবছর মেয়েদের এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে। টুর্নামেন্টের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে।
ক'টি দল অংশ নেবে টুর্নামেন্টে:
এবছর মোট ৭টি দল মেয়েদের এশিয়া কাপে অংশ নেবে। আয়োজক বাংলাদেশ ছাড়া ট্রফির জন্য লড়াই চালাবে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মালয়েশিয়া ও আমিরশাহি। সংযুক্ত আরব আমিরশাহি এই প্রথমবার মেয়েদের এশিয়া কাপের যোগ্যতা অর্জন করেছে।
কোন ফর্ম্যাটে খেলা হবে টুর্নামেন্ট:
সব থেকে বড় আকারে মেয়েদের এশিয়া কাপ আয়োজিত হবে এবছরই। ৭টি দল রাউন্ড রবিন ফর্ম্যাটে নিজেদের মধ্যে লিগের লড়াইয়ে নামবে। সুতরাং প্রতিটি দল মোট ৬টি করে লিগ ম্যাচ খেলবে। পয়েন্ট টেবিলের প্রথম চারটি দল সেমিফাইনালের যোগ্যতা অর্জন করবে। দুই সেমিফাইনালের বিজয়ী দল ফাইনালে পরস্পরের মুখোমুখি হবে।
কখন শুরু হবে ম্যাচ:
সকালের ম্যাচগুলি শুরু হবে স্থানীয় সময় সকাল ৯টায়। যার অর্থ ভারতীয় সময় অনুযায়ী ৮টা ৩০ মিনিটে শুরু হবে সকালের ম্যাচগুলি। দিনের দ্বিতীয় ম্যাচ শুরু হবে স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে। ভারতে সেই ম্যাচগুলি দেখা যাবে দুপুর ১টা থেকে।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নামবে কারা:
শুধু আয়োজক হিসেবেই নয়, বাংলাদেশ মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবেও। কুয়ালা লামপুরে ২০১৮ সালের শেষ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ শেষ বলের থ্রিলারে পরাজিত করে ভারতকে।
সব থেকে সফল দলা কারা:
মেয়েদের এশিয়া কাপে ভারত একতরফা আধিপত্য দেখিয়েছে। তারা ৫০ ওভারের ৪টি এশিয়া কাপেই চ্যাম্পিয়ন হয়। ৩টি টি-২০ ফর্ম্যাটের এশিয়া কাপের মধ্যে ভারত ২টিতে চ্যাম্পিয়ন হয়েছে। একটি জিতেছে বাংলাদেশ। এশিয়া কাপে ৩২টি ম্যাচে মাঠে নেমে ভারত ৩০টি ম্যাচে জয় তুলে নিয়েছে।
কবে অনুষ্ঠিত হবে ভারত পাকিস্তান ম্যাচ:
টুর্নামেন্টের প্রথম দিনে ভারত মাঠে নামবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। যেহেতু রাউন্ড রবিন পদ্ধতিতে খেলা হবে, তাই হরমনপ্রীতরা মাঠে নামবেন পাকিস্তানের বিরুদ্ধেও। ৭ অক্টোবর মেয়েদের এশিয়া কাপে দেখা যাবে ভারত-পাকিস্তান লড়াই।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।