মার্কিন টেনিস তারকা বেন শেল্টন শনিবার অস্ট্রেলিয়ান ওপেনের সম্প্রচারকারী সংস্থার বিরুদ্ধে তোপ দাগলেন। তিনি দাবি করেছেন, পোস্ট ম্যাচ টিভি সাক্ষাৎকারের সময় তাঁকে এমন কিছু প্রশ্ন করা হয়েছে যা অনভিপ্রেত। অনবদ্য লড়াইয়ের শেষে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে পৌঁছে গেছেন এই মার্কিন টেনিস খেলোয়াড়, এবার সেমিতে তাঁর প্রতিপক্ষ জ্যানিক সিনার।
ব্রডকাস্টারদের বিরুদ্ধে ক্ষোভ বেনের-
সেমিফাইনালে উঠে বেন শেল্টন অবশ্য খেলার থেকেও বেশি লাইমলাইটে এলেন সম্প্রচারকারী সংস্থা এবং তাঁদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে। তিনি বললেন, ‘আমরা শেষ করার আগে একটা কথা বলতে চাই, আমি কিছুটা হতবাক একটা বিষয় দেখে, যে প্লেয়ারদের সঙ্গে ব্রডকাস্টাররা ঠিক কিরকম ব্যবহার করছে ’।
জকোভিচ আগেই প্রতিবাদ জানান-
নোভাক জকোভিচকে নিয়ে এক ধারাভাষ্যকারের অপমানসুচক মন্তব্য নিয়ে সার্বিয়ান তারকা লোকাল ব্রডকাস্টার চ্যানেল নাইনের সঙ্গে কথা বলতে চাননি। যদিও পরে জকোভিচের অভিমান ভাঙে সেই সংস্থার তরফে বিষয়টিতে দুঃখপ্রকাশ করে নেওয়ায়। এই নিয়েই শেল্টন বলেন, ‘আমার মনে হয়না সেটাই একমাত্র ঘটনা ছিল। আমি এই একই ঘটনা অনেকের সঙ্গে ঘটতে দেখছি, শুধু আমর সঙ্গেই নয় ’।
অস্ট্রেলিয়ান মিডিয়ার বিরুদ্ধে ক্ষোভ
১৯ বছর বয়সী মার্কিন টেনিস খেলোয়াড় মার্কিন তিয়েনের সাক্ষাৎকারের কথাও তুলে ধরেন তিনি। শেল্টন বলছেন, ‘ডানিল মেদভেদেভকে হারানোর পর তাঁকে যেকথা বলা হয়েছে তা অত্যন্ত বিড়ম্বনাময় এবং লজ্জাজনক। ১৯ বছরের টিয়েনকে উদ্বুদ্ধ না করে তাঁকে উল্টে একথা বলা হয় যে তুমি এতটাও ভালো নয়, কোথায় তুমি থাকো সেটা আমি জানি ’।
শেল্টন আরও বলছেন গেল মনফিলসকে হারানোর পর তাঁকে উদ্দেশ্য করে সাক্ষাৎকার নেওয়া সাংবাদিক রজার রশিদ বলেছিলেন, ‘ওকে অনেকটা তোমার বাবার মতোই দেখতে ’। আসলে বেন শেল্টন এবং গেল মনফিলস দুজনেই কৃষ্ণাঙ্গ। তাই রশিদের কথা শুনেই
আরও পড়ুন-রেস্তোরাঁয় একা শ্রেয়সকে দেখে ভক্তের অনুরোধ অটোগ্রাফের! খোশমেজাজে তুললেন সেলফিও
অস্ট্রেলিয়ান ওপেনের সিঙ্গলসের সেমিতে শেল্টন-
এরপর বুধবার কোয়ার্টার ফাইনালে লরেঞ্জো সোনেগোকে ৬-৪, ৭-৫, ৪-৬, ৭-৬ ফলে হারিয়ে দিয়েছিলেন বেন শেল্টন। তাঁরপরেও তাঁকে প্রশ্ন করা হয় জ্যানিক সিনার না অ্যালেক্স ডি মিনৌর, কার বিরুদ্ধে খেলতে চাইবেন? এরপর সেই সাংবাদিক সাক্ষাৎকারের সময় বলেও দেন, যে অস্ট্রেলিয়ান সমর্থকরা দুজনের যেই সেমিতে উঠুক না কেন বেন শেল্টনের বিরুদ্ধেই আওয়াজ তুলবেন।
আরও পড়ুন-৯ বছরের দাবাড়ুর কাছে হার কার্লসেনের? বাংলাদেশের দাবাড়ুর দাবিতে তোলপার বিশ্ব
বোমা ফাটালেন বেন শেল্টন
যদিও শেল্টন বলেছিলেন, যে তিনি এমন কিছু মানুষকেও চেনেন দর্শকদের মধ্যে, যারা তাঁর হয়েও গলা ফাটাবেন। শেল্টন স্পষ্টভাষায় বলছেন, ‘সমর্থনের বিষয়টি নিয়ে সেই সাংবাদিক সত্যি কতা বলে থাকতেও পারে, কিন্তু যাকে আমি চিনি না তাঁর থেকে এমন কোনও ধরণের মন্তব্যই আমি সম্মানজনক বলে মনে করি না। আমার মনে হয় সম্প্রচারকারী সংস্থার উচিত এই খেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার এর উন্নতি করা। আর যে সব খেলোয়াড়রা এখানে ম্যাচ জিতছে তাঁদের পাশে দাঁড়িয়ে সেই মূহূর্তটা উদযাপন করা। আমার মনে হচ্ছে এখানে অতিরিক্ত নেতিবাচক পরিবেশ তৈরি হচ্ছে। এটা আমার মনে হয় বদল হওয়া প্রয়োজন ’।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।