বাংলা নিউজ > ময়দান > নতুন করে করোনা আক্রন্তের খবর আপাতত নেই, ভারতের কিছু প্লেয়ার নেমে পড়লেন অনুশীলনে

নতুন করে করোনা আক্রন্তের খবর আপাতত নেই, ভারতের কিছু প্লেয়ার নেমে পড়লেন অনুশীলনে

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অনুশীলন শুরু করে দিলেন রাহুল দ্রাবিড় ব্রিগেড।

সংবাদ সংস্থা এএনআই-এর তরফে জানা গিয়েছে, জৈব সুরক্ষা বলয়ে থাকা ক্রিকেটারদের আর কারও শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েনি। বৃহস্পতিবার সকলের কোভিড পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। যে কারণে রোহিত শর্মা সহ কিছু প্লেয়ার অনুশীলন শুরু করে দিয়েছেন।

ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে করোনায় আক্রান্ত হন শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার, রুতুরাজ গায়কোয়াড় এবং স্ট্যান্ডবাই নভদীপ সাইনি। খেলোয়াড়দের পাশাপাশি ৩ জন সাপোর্ট স্টাফও করোনায় আক্রান্ত হয়েছেন। স্বাভাবিক ভাবেই হঠাৎ করে চাপে পড়ে গিয়েছে ভারতীয় শিবির। তবে এর বাইরে নতুন করে আপাতত ভারতীয় দলে করোনায় আক্রান্ত হওয়ার কোনও খবর নেই। যে কারণে ভারতের কিছু প্লেয়ার নেমে পড়েছেন অনুশীলনে।

সংবাদ সংস্থা এএনআই-এর তরফে জানা গিয়েছে, জৈব সুরক্ষা বলয়ে থাকা ক্রিকেটারদের আর কারও শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েনি। বৃহস্পতিবার সকলের কোভিড পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। যে কারণে রোহিত শর্মা সহ কিছু প্লেয়ার অনুশীলন শুরু করে দিয়েছেন।

বিসিসিআই-এর এক সিনিয়র অফিসিয়াল InsideSport-কে বলেছেন, ‘ভালো খবর যে ভারতীয় দলে নতুন করে কেউ পজিটিভ হয়নি। রোহিত, দীপক এবং কিছু প্লেয়ার তাই অনুশীল শুরু করে দিয়েছে। যে পজিটিভ হবে, তাকে ৭দিন আইসোলেশনে থাকতে হবে। মায়াঙ্কা শনিবার স্কোয়াডে যোগ দেবে।’

৬ ফেব্রুয়ারি থেকে আহমেদাবাদে তিন ম্যাচের এক দিনের সিরিজ শুরু হওয়ার কথা রয়েছে। ১৬ ফেব্রুয়ারি থেকে কলকাতার ইডেনে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

ওপেনার শিখর ধাওয়ান, স্ট্যান্ড-বাই প্লেয়ার নভদীপ সাইনি, ফিল্ডিং কোচ টি দিলীপ ও নিরাপত্ত সংযোগ আধিকারিক বি লোকেশের করোনা টেস্ট করা হয় ৩১ জানুয়ারি। রিপোর্ট পজিটিভ আসে। ৩১ জানুয়ারি রুতুরাজ গায়কোয়াড়ের প্রথম রাউন্ডের করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ ছিল। তবে ১ ফেব্রুয়ারির রিপোর্টে তিনি পজিটিভ চিহ্নিত হন। শ্রেয়স আইয়ার ও ম্যাসাজ থেরাপিস্ট রাজীব কুমারের ২ ফেব্রুয়ারির করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারির প্রথম দু'রাউন্ডের করোনা টেস্টে তাঁরা নেগেটিভ চিহ্নিত হয়েছিলেন।

দু'জন ওপেনারই করোনায় আক্রান্ত হওয়ায় তিন ম্যাচের সিরিজের জন্য বাড়তি ওপেনারের দরকার অনুভব করে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তাই জাতীয় নির্বাচকরা তড়িঘড়ি টেস্ট দলের নির্ভরযোগ্য ওপেনার মায়াঙ্ক আগরওয়ালকে ভারতের ওয়ান ডে স্কোয়াডের সঙ্গে জুড়ে দেন। মায়াঙ্ক এর আগে ৫টি ওয়ান ডে খেলে সাকুল্যে ৮৬ রান সংগ্রহ করেছেন। তিনি শেষ বার ওয়ান ডে খেলেন ২০২০-র নভেম্বরে সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।

বন্ধ করুন