বাংলা নিউজ > ময়দান > অ্যাম্বুলেন্সে ওয়ার্নের দেহের সঙ্গে দেড় মিনিট ছিলেন অজ্ঞাত পরিচয়ের জার্মান মহিলা!

অ্যাম্বুলেন্সে ওয়ার্নের দেহের সঙ্গে দেড় মিনিট ছিলেন অজ্ঞাত পরিচয়ের জার্মান মহিলা!

অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, থাইল্যান্ডে শেন ওয়ার্নের মৃত্যুর পর কিংবদন্তি ক্রিকেটারের দেহ নিয়ে অ্যাম্বুলেন্সে দেড় মিনিট কাটিয়েছেন এক মহিলা।

শেন ওয়ার্নের আকস্মিক মৃত্যু পুরো ক্রিকেট বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। মাত্র ৫২ বছর বয়সে চলে গেলেন এই কিংবদন্তি লেগ স্পিনার। প্রাথমিক ভাবে বলা হয়েছে শেন ওয়ার্ন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। এদিকে, ওয়ার্নের মৃত্যুর ঘটনায় একটি বিশাল আপডেট বেরিয়ে এসেছে। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, থাইল্যান্ডে শেন ওয়ার্নের মৃত্যুর পর কিংবদন্তি ক্রিকেটারের দেহ নিয়ে অ্যাম্বুলেন্সে দেড় মিনিট কাটিয়েছেন এক মহিলা। এখন কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখছেন, কীভাবে ওই মহিলা অ্যাম্বুলেন্সে পৌঁছালেন?  ওয়ার্ন ছুটি কাটাতে থাইল্যান্ডে গিয়েছিলেন এবং যখন তিনি মারা যান তখন তার সাথে তার তিন বন্ধু ছিলেন।

এবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ওয়ার্নের মৃতদেহ যেই অ্যাম্বুলেন্সে ছিল, তাতে একজন জার্মান মহিলা প্রবেশ করেছিলেন। ওই অ্যাম্বুলেন্সে দেড় মিনিট সময় কাটিয়েছিলেন ওই মহিলা। থাইল্যান্ডের কর্মকর্তারা বলেছেন যে জার্মান মহিলা ওয়ার্নকে ব্যক্তিগতভাবে চিনতেন এবং তাকে শ্রদ্ধা জানাতেই ওই অ্যাম্বুলেন্সে গিয়েছিলেন।

শেন ওয়ার্নের গাড়ির সামনে দাঁড়িয়ে জার্মান মহিলা 
শেন ওয়ার্নের গাড়ির সামনে দাঁড়িয়ে জার্মান মহিলা 

এবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ওই মহিলার ভিডিয়ো সামনে এসেছে। ভিডিয়োতে দেখা যায়, ওই মহিলা ফুল হাতে অ্যাম্বুলেন্সের দিকে যাচ্ছেন। একজন থাই মহিলাও তার সঙ্গে ছিলেন। মহিলার বিষয়ে অফিসাররা বলেন, ‘হ্যাঁ, তিনি ওয়ার্নকে চেনেন। ভাগ্য ভালো যে তারা বন্ধু ছিলেন।’ এর পর ওই দুই মহিলা অ্যাম্বুলেন্সে প্রবেশ করেন। অ্যাম্বুলেন্সের চালক নেমে মহিলার জন্য দরজাও খুলে দেন। দেড় মিনিট অ্যাম্বুলেন্সে ওয়ার্নের মৃতদেহের সঙ্গে ছিলেন ওই মহিলা। এই ভিডিয়োটি খুবই উদ্বেগজনক কারণ ওই মহিলা নাকি পোস্টমর্টেমের আগে ওয়ার্নের দেহের সঙ্গে দেড় মিনিট সময় কাটিয়েছিলেন।

অস্ট্রেলিয়ার প্রাক্তনরা শেন ওয়ার্নের মৃত্যুতে ভেঙে পড়েছেন। প্রকাশ্য মঞ্চে কাঁদতে দেখা গেছে রিকি পন্টিংকে। পন্টিংয়ের অধিনায়কত্বে ওয়ার্ন দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন এবং অস্ট্রেলিয়ানদের হয়ে অনেক টেস্ট ম্যাচ এবং ওডিআই জিতেছিলেন। বর্তমানে ওয়ার্নের মৃতদেহ থাইল্যান্ডে রয়েছে। অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত হাসপাতালের সঙ্গে যোগাযোগ করছেন এবং ওয়ার্নের মৃতদেহ শীঘ্রই অস্ট্রেলিয়ায় পাঠানো হবে।

বন্ধ করুন