বাংলা নিউজ > ময়দান > Anamul Haque Bijoy: এগিয়ে শাকিবের থেকেও! BPL-এ দ্বিতীয় খেলোয়াড় হিসেবে বিশেষ নজির বিজয়ের
মুশফিকুর রহিমের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) একশ ম্যাচ খেলার কীর্তি গড়ছেন এনামুল হক বিজয়। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ফরচুন বরিশালের ওপেনার ঢাকা ডমিনেটরসের বিপক্ষে ম্যাচ দিয়ে একশ পূর্ণ করতে চলেছেন।
৯৯ ম্যাচে ১,৯১৬ রান করেছেন বিজয়। অপেক্ষায় আছেন ষষ্ঠ ব্যাটার হিসেবে বিপিএলে দুই হাজার রানের মাইলফলক ছোঁয়ার। বিপিএলের নবম আসরে এসে দুই ক্রিকেটারকে ম্যাচ খেলায় সেঞ্চুরি পূর্ণ করতে দেখা গেল। ম্যাচ খেলায় নাইনটিজে রয়েছেন ইমরুল কায়েস ৯৮*, মাশরাফি বিন মোর্তাজা ৯৭*, মাহমুদউল্লাহ রিয়াদ ৯৬*, সাকিব আল হাসান ৯২*, মোহাম্মদ মিঠুন ৯৪*, সাব্বির রহমান ৯৪*।
(বিশেষ দ্রষ্টব্য: প্রতিবেদনটি চ্যানেল আই থেকে নেওয়া হয়েছে। সেই প্রতিবেদনই তুলে ধরা হয়েছে। হিন্দুস্তান টাইমস বাংলার কোনও প্রতিনিধি এই প্রতিবেদন লেখেননি।)