শুভব্রত মুখার্জি
বর্তমানে কাউন্টি ক্রিকেট খেলতে ব্যস্ত মার্নাস লাবুশান এবং জেমস অ্যান্ডারসন এই দুই ক্রিকেটার। প্রসঙ্গত করোনা নিয়ন্ত্রণে থাকলে বছরের শেষে শুরু হবে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার অ্যাসেজের লড়াই। যা দুই দেশের কাছেই নিজেদের সম্মান রক্ষার লড়াই বলা যেতে পারে। সেই সিরিজ শুরুর অনেক আগেই শুরু হয়ে গেল স্লেজিং যুদ্ধ। অস্ট্রেলিয়ার তরুণ প্রতিভাবান ব্যাটসম্যান মার্নাস লাবুশান ব্যাটিংয়ের ধরণ দেখে রসিকতা করে কটাক্ষ করলেন ব্রিটিশ তারকা পেসার জেমস অ্যান্ডারসন।
সম্প্রতি কাউন্টি ক্রিকেটে ল্যাঙ্কাশায়ার, গ্ল্যমারগন পরস্পরের মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে অ্যান্ডারসনের বাইরের সুইং বলে খোঁচা মেরে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে আউট হন ল্যাবুশান। সেই আউট হওয়ার প্রসঙ্গে টেনে তরুণ অজি ব্যাটসম্যানকে খোঁচা দিলেন জিমি অ্যান্ডারসন।
অ্যান্ডারসন বলেন, 'শুরুতে ব্যাটসম্যানকে আউট করতে পারলে আত্মবিশ্বাস বেড়ে যায়। এটা করতে পারার মতন মজাই আলাদা। মার্নাস লাবুশানের মতো ব্যাটসম্যান হলে তো কথাই নেই। ও ব্যাটিংয়ের সময় বড্ড নাচানাচি করে। ওর ব্যাটিং করার ধরণ দেখে মনে হয় ডান্স ক্লাবের সুন্দরী মেয়েদের দৃষ্টি আকর্ষণ করে পটানোর চেষ্টা করছে ! ল্যাবুশানের ব্যাটিংয়ের ধরণ অনেকটা সে রকম।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।