বাংলা নিউজ > ময়দান > চোট সমস্যায় জেরবার, ফরাসি ওপেনেও নামছেন না অ্যান্ডি মারে

চোট সমস্যায় জেরবার, ফরাসি ওপেনেও নামছেন না অ্যান্ডি মারে

অ্যান্ডি মারে।

ফরাসি ওপেনে না নামলেও উইম্বলডনে নামার চেষ্টার করছে অ্যান্ডি মারে।

চোট সমস্যায় একেবারে জেরবার হয়ে উঠেছেন অ্যান্ডি মারে। যার জেরে ফরাসি ওপেন থেকে সরে দাঁড়ালেন তিনি। কুঁচকির চোটের জেরে মিয়ামি ওপেন  থেকে সরে আসার পর, আরও কোনও ম্যাচই খেলেননি মারে।

আসলে চোটের জন্য দীর্ঘ দিন তাঁকে কোর্টের বাইরে থাকতে হয়েছে। তবে তাঁর ভক্তরা আশায় ছিলেন, অস্ট্রেলিয়ান ওপেনের হাত ধরেই কোর্টে ফিরবেন তিনি। কিন্তু মরশুমের প্রথম গ্র্যান্ডস্লাম ওপেনে তিনি কোর্টে নামেননি। এ বার ফ্রেঞ্চ ওপেন থেকেও সরে দাঁড়ালেন মারে।

প্রাক্তন এক নম্বর টেনিস তারকা অবশ্য ফরাসি ওপেনের আগে নিজেকে পরখ করতেই রোমে চলা ইতালিয়ান ওপেনের মিক্স ডবলসে অংশগ্রহণ করেছিলেন। তবে প্রি কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেন মারে। এর পরই ফরাসি ওপেন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি।

এই বছর ওয়াইল্ড কার্ডের মাধ্যমে ফ্রেঞ্চ ওপেনে নামার কথা ভেবেছিলেন মারে। কিন্তু তিনি এই টুর্নামেন্টে নেমে কোনও ঝুঁকি নিতে রাজি নন। এখন তিনি লক্ষ্য রাখছেন, উইম্বলডনকে। চোট সারিয়ে উইম্বলডনেই নিজেকে ফিরে পেতে চাইছেন মারে। চোটের কারণে বহু দিন কোর্টের বাইরে ছিলেন। র‌্যাঙ্কিংও পিছোতে পিছোতে ১২৩ নম্বরে এসে দাঁড়িয়েছে। তবে এ সব নিয়ে আর ভাবেন না দু'বারের উইম্বলডন জয়ী টেনিস প্লেয়ার। এখন তাঁর একটাই লক্ষ্য, চোটে সারিয়ে আবার সিঙ্গলসে নামা। ২৮ জুন থেকে উইম্বলডন শুরু হওয়ার কথা। আপাতত তারই প্রস্তুতি শুরু করে দিতে চান মারে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ডেভিস কাপে চাপে ভারত! প্রথম দিনেই জোড়া ম্যাচে হার বালাজি-রামকুমারের! ‘সন্দীপের গ্রেফতারির খবর পাওয়ায় হয়তো আমাদের সঙ্গে মিটিংয়ের সাহস হয়নি’ ‘‌ধরা যাক কলতান দার কথোপকথন সত্যি’‌, এবার বিস্ফোরক পোস্ট করলেন দীপ্সিতা সচিন-সৌরভ BCCI-কে বলুক দল পাঠাতে! চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আবেদন মঈন খানের… লাকের গল্প চুরি করে তৈরি ‘স্কুইড গেম', পরিচালকের অভিযোগের জবাব নেটফ্লিক্সের টাইগার বধে মুখিয়ে ভারত, চেন্নাইয়ে জোরকদমে চলছে প্রস্তুতি, ভিডিয়ো প্রকাশ্যে প্রথম শ্রেণির খেলায় পয়লা ফাইফার, হঠাৎ প্রচারের আলো অংশুল কম্বোজের ওপর আনোয়ার মামলা শুনানির সময় গাড়ি চালাচ্ছেন ডেপুটি চেয়ারম্যান! মঙ্গলবারই সিদ্ধান্ত? প্রতিষ্ঠাতার থেকেও ধনী ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা, কে তিনি 'আপোষ না সংগ্রাম?' চিকিৎসকদের ‘ঘাড়ধাক্কা’ চন্দ্রিমার, ফুঁসলেন কিঞ্জল-শোভনরা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.