চোট সমস্যায় একেবারে জেরবার হয়ে উঠেছেন অ্যান্ডি মারে। যার জেরে ফরাসি ওপেন থেকে সরে দাঁড়ালেন তিনি। কুঁচকির চোটের জেরে মিয়ামি ওপেন থেকে সরে আসার পর, আরও কোনও ম্যাচই খেলেননি মারে।
আসলে চোটের জন্য দীর্ঘ দিন তাঁকে কোর্টের বাইরে থাকতে হয়েছে। তবে তাঁর ভক্তরা আশায় ছিলেন, অস্ট্রেলিয়ান ওপেনের হাত ধরেই কোর্টে ফিরবেন তিনি। কিন্তু মরশুমের প্রথম গ্র্যান্ডস্লাম ওপেনে তিনি কোর্টে নামেননি। এ বার ফ্রেঞ্চ ওপেন থেকেও সরে দাঁড়ালেন মারে।
প্রাক্তন এক নম্বর টেনিস তারকা অবশ্য ফরাসি ওপেনের আগে নিজেকে পরখ করতেই রোমে চলা ইতালিয়ান ওপেনের মিক্স ডবলসে অংশগ্রহণ করেছিলেন। তবে প্রি কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেন মারে। এর পরই ফরাসি ওপেন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি।
এই বছর ওয়াইল্ড কার্ডের মাধ্যমে ফ্রেঞ্চ ওপেনে নামার কথা ভেবেছিলেন মারে। কিন্তু তিনি এই টুর্নামেন্টে নেমে কোনও ঝুঁকি নিতে রাজি নন। এখন তিনি লক্ষ্য রাখছেন, উইম্বলডনকে। চোট সারিয়ে উইম্বলডনেই নিজেকে ফিরে পেতে চাইছেন মারে। চোটের কারণে বহু দিন কোর্টের বাইরে ছিলেন। র্যাঙ্কিংও পিছোতে পিছোতে ১২৩ নম্বরে এসে দাঁড়িয়েছে। তবে এ সব নিয়ে আর ভাবেন না দু'বারের উইম্বলডন জয়ী টেনিস প্লেয়ার। এখন তাঁর একটাই লক্ষ্য, চোটে সারিয়ে আবার সিঙ্গলসে নামা। ২৮ জুন থেকে উইম্বলডন শুরু হওয়ার কথা। আপাতত তারই প্রস্তুতি শুরু করে দিতে চান মারে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।