চিরপ্রতিদ্বন্দ্বী অ্যান্ডি মারেকে কোচ নিয়োগ করে চমক দিয়েছেন নোভাক জকোভিচ। এবছরের অস্ট্রেলিয়ান ওপেনের জন্য তাঁকে কোচ নির্বাচিত করেছেন তিনি। ২০২৪ প্যারিস অলিম্পিক্সের পর টেনিসকে বিদায় জানিয়েছিলেন অ্যান্ডি মারে, সেই একই মঞ্চে সোনার পদক জিতেছিলেন জকোভিচ। কোচ হওয়ার পর মারে জানান, এই প্রথম বার জকোভিচের পক্ষে থাকবেন তিনি। ১২ জানুয়ারি থেকে শুরু হবে অস্ট্রেলিয়ান ওপেন। শেষ হবে ২৬ জানুয়ারি। তার আগে প্রস্তুতি শিবিরে ব্যস্ত এই দুই টেনিস তারকা।
এবার কোচ হওয়া নিয়ে এক সাক্ষাৎকারে বিস্তারিত জানিয়েছেন অ্যান্ডি মারে। তিনি বলেন, ‘তখন আমি আসলে গল্ফ খেলছিলাম, সেই সময় আমাদের দু'জনের মধ্যে মেসেজ আদান-প্রদান হচ্ছিল।’ মারে ব্যাখ্যা করে বলেন, ‘নোভাক আমাকে মেসেজ করেছিল, শুধু কথা বলতে চেয়েছিল। এটি সাংহাই (মাস্টার্স ১০০০ ইভেন্ট) এর ঠিক আগে ছিল, তখন আমাদের মধ্যে মেসেজ, মিসড কল এসব চলত।’
তারপর তিনি যোগ করেন, “তারপর আমি গল্ফ কোর্সের ১৭ তম গর্তের কাছে ছিলাম, তখন আমার সঙ্গে যে খেলছিল সে আমাকে বলল, 'তোমার পরবর্তী পরিকল্পনা কিছু ঠিক করলে?' আমি বললাম, 'না,কিছুই ঠিক করিনি।' তারপর সে বলল, 'কোনও কোচিং করার পরিকল্পনা আছে কি?' আমি তাকে বলেছিলাম, 'সত্যি বলতে, আমি এখনই এতো খারাপ কিছু করার কথা ভাবতে পারি না'।"
এই অবস্থান সত্ত্বেও, মারে এমন একটি প্রস্তাব পেয়েছিলেন যা তিনি প্রত্যাখ্যান করার সাহস দেখাতে পারেননি। তিনি এমন একজন খেলোয়াড়ের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলেন যাকে তিনি দীর্ঘদিন দিন ধরে চিনতেন। মারে বলেন, ‘৩০ মিনিট পরে, আমি গাড়িতে ছিলাম এবং আমি নোভাককে ফোন করলাম, এবং তারপরে আমাদের একটি কথোপকথন হয়েছিল, এবং সে জিজ্ঞাসা করেছিল যে আমি সাহায্য করতে আগ্রহী কিনা, যা আমি স্পষ্টতই আশা করিনি।’ তারপরেই আর দেরি না করে জকোভিচের কোচ হওয়ার প্রস্তাব মেনে নিয়েছিলেন মারে।
উল্লেখ্য, ২০২৩-এ দীর্ঘ দিনের কোচ গোরান ইভানিসেভিচকে নিজের দল থেকে সরিয়ে দেন জকোভিচ। ২০২২ সালে টেনিসকে বিদায় জানিয়েছিলেন রজার ফেডেরার। ২০২৪-এ মারে ও রাফাও অবসর নেন। এখন একমাত্র পুরোনো তারকাদের মধ্যে রয়েছেন নোভাক। তিনি নিজের খেলা চালিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে বেশ আশাবাদী। এবারের অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে প্রতিযোগিতার দশবারের চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ উদীয়মান আমেরিকান টেনিস খেলোয়াড় নীশেষ বাসবরেড্ডির মুখোমুখি হতে চলেছেন, যিনি ওয়াইল্ড কার্ড এন্ট্রি পেয়েছেন। মনে করা হচ্ছে, জকোভিচ কোয়ার্টার ফাইনালে আলকারাজের মুখোমুখি হবেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।