বাংলা নিউজ > ময়দান > US Open: কিংবদন্তি রজার ফেডেরারের সঙ্গে জ্য়ানিক সিনারের তুলনা করলেন রডিক

US Open: কিংবদন্তি রজার ফেডেরারের সঙ্গে জ্য়ানিক সিনারের তুলনা করলেন রডিক

ইউএস ওপেন চ্যাম্পিয়ন জ্যানিক সিনার। (AFP)

নিউইয়র্কে ইউএস ওপেনের ফাইনালে উপস্থিত ছিলেন প্রাক্তন টেনিস খেলোয়াড় অ্যান্ডি রডিক। দেখা করেছিলেন ইতালিয়ান টেনিস তারকা জ্যানিক সিনারের সঙ্গে। মুগ্ধ হয়েছিলেন ব্যবহারে। এবার সরাসরি তাঁর সঙ্গে রজার ফেডেরারের তুলনা টানলেন রডিক।

সদ্য ইউএস ওপেন ২০২৪ চ্যাম্পিয়ন হয়েছেন ইতালিয়ান টেনিস তারকা জ্যানিক সিনার। ক্যালিফোর্নিয়ার টেলর ফ্রিটজকে পরাজিত করে এই শিরোপা অর্জন করেন তিনি। প্রথম সেট ৬-৩, দ্বিতীয় সেট ৬-৪ এবং তৃতীয় সেট ৭-৫ ব্যবধানে জিতে নেন সিনার। বিশ্বের ১ নং টেনিস তারকার সামনে দাঁড়াতেই পারেননি ফ্রিটজ। ইউএস ওপেনের ফাইনালে উপস্থিত ছিলেন অনেক নামজাদা ব্যক্তি।  তাঁদের মধ্যে একজন ছিলেন প্রাক্তন আমেরিকান টেনিস খেলোয়াড় অ্যান্ডি রডিক। জ্যানিক সিনারের সঙ্গে সাক্ষাৎ করে মুগ্ধ হয়েছেন রডিক। এমনকি সরাসরি সিনারকে রজার ফেডেরারের সঙ্গে তুলনা করেছেন তিনি।  

সার্ভড উইথ অ্যান্ডি রডিক পডকাস্টে কথা বলতে গিয়ে তিনি বলেছিলেন, ‘আমি তাঁকে হ্যালো বলেছিলাম যখন তিনি তাঁর লকার রুমের দিকে হেঁটে যাচ্ছিলেন  এবং আমার লকারটি ডানদিকে ছিল। আমার তাঁর সঙ্গে একদম ঠিক লকার রুমে যাওয়ার মাঝের অংশে দেখা হয়েছিল’। রডিক আরও বলেন, ‘আমার সঙ্গে আগে কখনও জ্যানিক সিনার দেখা হয়নি। আমি অনেক খেলোয়াড়কে চিনি না কারণ আমি টুর্নামেন্টে নেই এখন। আমি তাঁকে হ্যালো বলেছিলাম শুধু  এবং তারপর সরে এসেছিলাম। কারণ আমার সবচেয়ে বড় ভয় হল কেউ যখন ম্যাচ বা অন্য কিছুর জন্য প্রস্তুত হচ্ছে তখন যেন আমি তাঁর পথে বাধা না হয়ে দাঁড়াই’।

রজার ফেডেরারের সঙ্গে জ্যানিক-কে তুলনা করে রডিক বলেন, ‘রজারের পর আমি প্রথম কাউকে স্ল্যাম ফাইনালের আগে এতটা ঠান্ডা মেজাজে দেখলাম। মনে হচ্ছে তিনি নিজের উপর সম্পূর্ণ আত্মবিশ্বাসী। এমনকি তাঁর জয় উদযাপনও খুব শান্ত ভঙ্গিমায়, দেখে মনে হবে তিনি আবার ১ ঘন্টা পর ইউএস ওপেন খেলার জন্য তৈরী হয়ে যাবেন। এটা তাঁর প্রতিপক্ষের জন্য চিন্তার বিষয়’। ইউএস ওপেনের শিরোপা সিনারকে তাঁর সমালোচকদের চুপ করে দিয়েছিল। টুর্নামেন্টের শুরুতে ডোপিং বিতর্কের কারণে তাঁকে সমালোচনার মুখে পড়তে হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি মার্চ মাসে দু’বার ডোপিং পরীক্ষায় পজিটিভ এসেছিলেন, কিন্তু নিষেধাজ্ঞা এড়িয়ে অংশ নিয়েছিলেন খেলায়। এক ইন্ডিপেন্ডেন্ট ট্রাইব্যুনাল তাঁর আত্মপক্ষ সমর্থনের কারণ গ্রহণ করেন। সিনার জানিয়েছিলেন, অনিচ্ছাকৃত ভাবে ডোপিং করেছিলেন তিনি। সেই বিষয়ে তাঁর জ্ঞান ছিল না।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘বাড়ির কাছে মার মন্দির…’, শাঁখাপলা-সিঁদুরে সেজে কেন পুজো দিতে গিয়েছিলেন সোহিনী বৈবাহিক ধর্ষণ কেন 'ব্যতিক্রমী'? সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে বোঝাল কেন্দ্র এবার গ্রেফতার আরজি করের টিএমসিপি নেতা আশিস পাণ্ডে, সিবিআই জালে সন্দীপের ডান-হাত 'সামান্থাকে রাজনৈতিক নেতার কাছে পাঠাতে চেয়েছিল নাগার্জুন', ক্ষমা চাইল মন্ত্রী আগামিকাল কেমন কাটবে? ভালো খবর আসবে? জেনে নিন ৪ অক্টোবর শুক্রবারের রাশিফল আসছে মেডিক্যালের নতুন পিজি কোর্স, পড়ানো হবে মেডিক্যাল কলেজে, গাইডলাইন দিল NMC ১০ বছর পরে ICC Women's T20 WC-এ ম্যাচ জিতল বাংলাদেশ, স্কটল্যান্ডকে হারাল ১৬ রানে Sindoor in Astrology: ভাগ্যের মোড় ঘোরাতে পারে সিঁদুর ভয় দেখিয়ে হচ্ছে কাজ! বাংলাদেশে দুর্গা-সহ ৭ প্রতিমা ভাঙচুর, পুজোর আগেই তাণ্ডব ‘আপতত সিঙ্গল থাকতে চাই’,প্রেমে অনীহা সুস্মিতার! এভি-র সঙ্গে কী প্ল্যান এই পুজোয়?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.