একের পর এক সাফল্যের সিঁড়ি টপকে চলেছেন পাকিস্তানের আজহার আলি। জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে আরও একটি শতরান করে ফেললেন তিনি। পরিসংখ্যান অনুযায়ী, শেষ দশ টেস্টে তাঁর রানের গড় প্রায় ৫০।
জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে আজহার আলি ১২৬ রান করেন। প্রথম দিনে পাকিস্তানের সংগ্রহ চার উইকেট হারিয়ে ২৬৮ রান। আজহার আলি ছাড়াও শতরান করেছেন আবিদ আলি। তিনি ১১৮ রান করে আউট হয়ে যান। পাক অধিনায়ক বাবর আজম ফের ব্যর্থ। তিনি মাত্র ২ রান করে আউট হয়ে গিয়েছেন।
জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম টেস্টে ভাল পারফরম্যান্স করতে পারেননি আজহার। মাত্র ৩৬ রান করেছিলেন। তবে টেস্ট ক্রিকেটে আজহার আলির পরিসংখ্যান খুব খারাপ নয়। তিনি ৮৬টি টেস্ট খেলে ফেলেছেন। তাঁর গড় ৪২.৭৩। ১৬১টি ইনিংসে রান করেছেন ৬৪৫৩। সর্বোচ্চ স্কোর ৩০২। ১৮টি সেঞ্চুরি এবং ৩৩টি হাফসেঞ্চুরি রয়েছে। শেষ দশটি টেস্টে তাঁর গড় প্রায় ৫০।
পাকিস্তান প্রথম টেস্টে জিম্বোবোয়েকে এক ইনিংস এবং ১১৬ রানে হারিয়েছিল। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও রানের পাহাড় গড়ার দিকেই এগোচ্ছে তারা। জিম্বাবোয়েকে কি পারবে ঘুরে দাঁড়াতে? সময়ই এর উত্তর দেবে!
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।