‘ওদের লড়াই ওদেরকেই লড়তে দিন। পুরো বিষয় না জেনে মন্তব্য করা ঠিক হবে না।’ কার্যত এমন ভাষাতেই কুস্তিগিরদের প্রতিবাদের প্রসঙ্গকে পাশ কাটিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। অনিল কুম্বলে সেই পথে হাঁটলেন না। ২৮ মে ভিনেশ-সাক্ষীদের সঙ্গে করা দুর্ব্যবহারের নিন্দা করেন টিম ইন্ডিয়ার প্রাক্তন দলনায়ক তথা বিরাট কোহলিদের প্রাক্তন কোচ।
সোশ্যাল মিডিয়ায় কুস্তিগিরদের প্রতিবাদের প্রসঙ্গে মন্তব্য করে কার্যত বজরংদের পাশে দাঁড়ালেন কুম্বলে। তিনি টুইট করেন, ‘২৮ মে আমাদের কুস্তিগিরদের যেভাবে হেনস্থা করা হয়, তা শুনে অত্যন্ত হতাশ। আলোচনার মাধ্যমে সবকিছুর সমাধান সম্ভব। আশা করি দ্রুত সমস্যা মিটে যাবে।’
কুম্বলের আগে প্রতিবাদী কুস্তিগিরদের সমর্থনে মুখ খুলেছেন একাধিক ক্রিকেটার, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন দেশের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। এছাড়া হরভজন সিং, বীরেন্দ্র সেহওয়াগ, ইরফান পাঠানরাও নিজেদের সমর্থন জানিয়েছেন সাক্ষী-বজরংদের লড়াইয়ে। মহিলা ক্রিকেটার শিখা পান্ডেকেও এই নিয়ে টুইট করতে দেখা গিয়েছে। যদিও ২৮ মে-র ঘটনা নিয়ে কুম্বলের আগে বিশেষ কোনও মন্তব্য করেননি কোনও ক্রিকেটারই।
উল্লেখযোগ্য বিষয় হল, বিরাট কোহলি, রোহিত শর্মার মতো বর্তমান ক্রিকেটার, ক্রীড়াপ্রেমীদের উপর যাঁদের প্রভাব বিস্তর, তাঁদের কেউ এখনও পর্যন্ত এই প্রসঙ্গে মুখ খোলেননি।
উল্লেখ্য, সর্বভারতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরন সিংয়ের বিরুদ্ধে সাক্ষী মালিক, বজরং পুনিয়া, ভিনেশ ফোগতদের প্রতিবাদ জারি রয়েছে সমানে। মহিলা কুস্তিগিরদের যৌন নির্যাতনের অভিযোগে ব্রিজভূষণের গ্রেফতারির দাবিতে বেশ কিছুদিন ধরেই প্রতিবাদে উত্তাল জাতীয় কুস্তিমহল। সুবিচার চেয়ে দেশের প্রথমসারির কুস্তিগিরদের ধর্না নাড়িয়ে দিয়েছে ভারতীয় ক্রীড়ামহলকে।
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে প্রতিবাদের আগুন আরও তীব্র হয়েছে। সাক্ষী-বজরংরা দেশের জন্য জেতা নিজেদের পদক গঙ্গায় ভাসিয়ে দেওয়ার উদ্যোগও নেন।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।