শুভব্রত মুখার্জি: কলম্বিয়া ও চিলির বিরুদ্ধে নীল সাদা জার্সি পড়ে মাঠে নামবেন মেসি। আসন্ন ২০২২ কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচে ৩০ জনের দল ঘোষণা করল আর্জেন্তিনা। সেই দলে জায়গা পেয়েছেন লিওনেল মেসি। আর এই খবরেই আর্জেন্তিনার ভক্তদের মুখে হাসি ফুটিয়েছে। মেসির সঙ্গে দেখা আর্জেন্তিনার আক্রমণে দেখা যাবে আগুয়েরোকেও। লিওনেল স্কালোনির কোচিং-এ মাঠে নামতে তৈরি টিম আর্জেন্তিনা। এই দল থেকে বাদ পড়লেন দিবালা।
কয়েকদিন আগেই ২০২২ সালের কাতার বিশ্বকাপকে মাথায় রেখে নিজেদের দল আগেই ঘোষণা করেছে ব্রাজিল। এবার তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাও দল ঘোষণা করল আসন্ন ম্যাচ গুলিকে মাথায় রেখে।
করোনার কারণে স্থগিত হয়ে যাওয়া দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ পুনরায় করানোর সিদ্ধান্ত নিয়েছে ফিফা। আর্জেন্টিনা তাদের দুই ম্যাচের জন্য ৩০ সদস্যের দল ঘোষণা করেছে। সবকিছু ঠিক থাকলে জুনে মাঠে নামবেন মেসিরা। নিজেদের গ্রুপে ৩টি জয় এবং একটি ড্র নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা।
নিজেদের সেরা খেলাটা এই মুহূর্তে খেলতে পারছেন না মেসির দেশ। চিলি ও কলম্বিয়ার ম্যাচ দু’টির জন্য ৩০ সদস্যের প্রাথমিক দলে বড় কোন সংযোজন না হলেও দলে সুযোগ পাননি পাওলো দিবালা ও মাউরো ইকার্দি।
চোট থেকে ফিরে ম্যাঞ্চেস্টার সিটির হয়ে তেমন সুযোগ না পেলেও দলে সুযোগ পেয়েছেন ফরোয়ার্ড অ্যাগুয়েরো। অভিজ্ঞতার কারণে তার উপরেই আস্থা রেখছেন কোচ লিওনেল স্কালোনি। বিশ্বকাপ বাছাই পর্বে ৩জুন ঘরের মাঠে চিলির বিরুদ্ধে খেলবে আর্জেন্টিনা। ৮ই জুন কলম্বিয়ায় খেলতে যাবে আর্জেন্টিনা।
∆ আসুন একনজরে দেখে নিন
আর্জেন্টিনার ঘোষিত দল :-
লিওনেল মেসি, মার্কোস আকুনা, সার্জিও আগুয়েরো, লিয়ান্দ্রো পারেদেস, জারমান পেজেল্লেয়া, নিকোলাস তালিয়াফিকো, লুকাস আলারিও, এমিলিয়ানো বুয়েন্দিয়া, অ্যাঞ্জেল কোররেয়া, জোয়াকিন কোররেয়া, অগাস্টিন মারচেসিন, এমিলিয়ানো মার্টিনেজ, লাউতারো মার্টিনেজ, লিসান্দ্রো মার্টিনেজ, লুকাস মার্টিনেজ কোয়ারতা, রদ্রিগো ডি পল, অ্যাঞ্জেল ডি মারিয়া, নিকোলাস ডমিঙ্গেজ,হুয়ান ফয়েথ, আলেজান্দ্রো গোমেজ, নিকোলাস গনজালেজ, জিওভান্নি লো সেলসো, নাহুয়েল মোলিনা, হুয়ান মুসো, গুইদো রদ্রিগেজ, ক্রিশ্চিয়ানো রোমেরো, লুকাস ওকাম্পোস,নিকোলাস ওটামেন্ডি, এজেকুয়েল পালাসিওস, হোসে লুইস পালোমিনো।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।