বাংলা নিউজ > ময়দান > চার-ছক্কার শেষ নেই, বল হাওয়ায় উড়ল সারাক্ষণ, T10 ক্রিকেটে মাত্র ২৬ বলে ৮৫ রানের ধ্বংসাত্মক ইনিংস আরিফের- ভিডিয়ো

চার-ছক্কার শেষ নেই, বল হাওয়ায় উড়ল সারাক্ষণ, T10 ক্রিকেটে মাত্র ২৬ বলে ৮৫ রানের ধ্বংসাত্মক ইনিংস আরিফের- ভিডিয়ো

ছক্কা হাঁকাচ্ছেন আরিফ। ছবি- টুইটার।

জুরিখ ক্রিকেটসের ঝুলিয়ে দেওয়া বড়সড় লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে অনায়াসে জয় তুলে নেয় পাখতুন জালমি। জাহিরের এক ওভারে ৪টি ছক্কা ও ১টি চার মারেন আরিফ।

আক্ষরিক অর্থেই চার-ছক্কার শেষ ছিল না। বল মাটিতে কম ছিল, হাওয়ায় উড়ছিল বেশি। কোনও বোলার রেহাই পাননি আরিফ সাঙ্গারের ব্যাটিং তাণ্ডবের হাত থেকে। ইনিংসের শুরু থেকে প্রতি ওভারে ছক্কা হাঁকান পাখতুন জালমির ওপেনার। মূলত আরিফের ধ্বংসাত্মক ব্যাটিংয়ের সুবাদেই জুরিখ ক্রিকেটসের ঝুলিয়ে দেওয়া বড় রানের লক্ষ্যমাত্রা অনায়াসে টপকে যায় পাখতুন।

মঙ্গলবার ইসিএস সুইজারল্যান্ডের ম্যাচে সম্মুখসমরে নামে জুরিখ ক্রিকেটস ও পাখতুন জালমি। টস জিতে প্রথমে ব্যাট করে জুরিখ নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১১৯ রান তোলে। নিশ্চিত হাফ-সেঞ্চুরি হাতছাড়া করেন সাহিল তারাখিল। তিনি ২টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩০ বলে ৪৯ রান করে আউট হন।

১৯ বলে ৪২ রানের আগ্রাসী ইনিংস খেলেন নূরখান আহমেদি। তিনি ৪টি চার ও ৩টি ছক্কা মারেন। বাকিরা কেউই বলার মতো রান করতে পারেননি। পাখতুনের হয়ে ১টি করে উইকেট নেন আরিফ সাঙ্গার, সইদ রেজা ও মোয়াজ বাট। রান-আউট হন জুরিখের ৩ জন ব্যাটার।

আরও পড়ুন:- IND vs WI: ব্যাকআপ ওপেনার ও চার নম্বরে শ্রেয়সের বিকল্প খুঁজে পেল ভারত- ODI সিরিজ থেকে টিম ইন্ডিয়ার ৭ প্রাপ্তি

পালটা ব্যাট করতে নেমে পাখতুন মাত্র ৭ ওভারে ১ উইকেটের বিনিময়ে ১২১ রান তুলে ম্যাচ জিতে যায়। ১৮ বল বাকি থাকতে ৯ উইকেটে ম্যাচ জেতে তারা। আরিফ ৪টি চার ও ১১টি ছক্কার সাহায্যে ২৬ বলে ৮৫ রান করে অপরাজিত থাকেন। তিনি মাত্র ১৮ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন।

সপ্তম ওভারে জাহিরের বলে চারটি ছক্কা ও ১টি চার মারেন আরিফ। ওভারের শুরুতে নো-বলে বাই হিসেবে বাড়তি ১ রান সংগ্রহ করে পাখতুন। জাহিরের প্রথম ৩টি বলে পরপর ৩টি ছক্কা মারেন আরিফ। চতুর্থ বলে চার মারেন তিনি। পঞ্চম বলে কোনও রান ওঠেনি। ওভারের শেষ বলে ছক্কা হাঁকিয়ে পাখতুনকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন আরিফ। সেই ওভারে মোট ৩০ রান ওঠে।

আরও পড়ুন:- ‘২টো ম্যাচ হারলেই ৪ জনকে বাদ দেওয়া হবে’, ব্যাজবল স্টাইলে টেস্ট খেলা ভারতের পক্ষে কেন সম্ভব নয়, জানালেন অশ্বিন

আরিফের ধ্বংসাত্মক হাফ-সেঞ্চুরি ছাড়া ক্যাপ্টেন ইজহার হুসেন ১৩ বলে ২০ রানের যোগদান রাখেন। তিনি ১টি চার ও ২টি ছক্কা মারেন। ৩ রানে নট-আউট থাকেন আবদুল্লা হামদর্দ। সুতরাং, পাখতুনকে কার্যত একার হাতে জয় এনে দেন আরিফ। জুরিখের হয়ে একমাত্র উইকেটটি নেন খালিদ নিয়াজি। বল হাতে একটি উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ধুমধাড়াক্কা ইনিংস খেলার সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন আরিফ।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

১৯ বছর পর বক্স অফিসে মুখোমুখি লড়াইয়ে শাহরুখ-রণবীর! '২৬-এর ইদে কার পাল্লা ভারী? রাত দখলের ডাকে সাড়া দেন চিকিৎসক, বাড়িতে পৌঁছে গেল বেহালা থানার সমন 'বৃষ্টিতে ভিজো না, তোমাদের অসুখ করলে খারাপ লাগবে', জুনিয়র ডাক্তারদের আর্জি মমতার রবিতেও ভারী বৃষ্টি চলবে! ৬০ কিমিতে ঝড় উঠবে কোন কোন জেলায়? কতদিন ভাসবে বাংলা? আগামিকাল জীবনের জট কাটবে? রবিবারে ভাগ্য কেমন থাকবে? জানুন ১৫ সেপ্টেম্বরের রাশিফল কলতান–সঞ্জীবের একসপ্তাহের পুলিশ হেফাজত, ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় নিশিযাপন ‘কলকাতা পুলিশের ক্ষমতা সীমিত’, বিস্ফোরণে এনআইএ তদন্ত চেয়ে শাহকে চিঠি সুকান্তর ‘এলেন,ছড়ালেন,চলে গেলেন’, বিতর্কে বাঁকুড়া মিমসের উন্মেষ,পোস্ট মুছেও পালটা জবাব হিন্দি দিবসে সেলেবরা শেয়ার করলেন তাঁদের প্রিয় লাইন! কথায় কথায় কে কী বলেন ব্যাট ও বলের মধ্যে লাহোর ও করাচির মতো দূরত্ব, তাও আউট, হাস্যকর আম্পায়ারিং পাকে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.