বাংলা নিউজ > ময়দান > 'অর্জুন কত ভাগ্যবান, ওর গাড়ি-আইপ্যাড সব আছে', সরফরাজের কথায় চোখে জল এসেছিল পিতার

'অর্জুন কত ভাগ্যবান, ওর গাড়ি-আইপ্যাড সব আছে', সরফরাজের কথায় চোখে জল এসেছিল পিতার

সচিনের সঙ্গে অর্জুন ও পিতার সঙ্গে সরফরাজ। ছবি- টুইটার/ইনস্টাগ্রাম।

সরফরাজ এমন এক কাণ্ড ঘটিয়েছিলেন, যাতে আবেগে নিয়ন্ত্রণ রাখা মুশকিল হয়ে দাঁড়িয়েছিল তাঁর পিতার পক্ষে।

ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে থাকা সত্ত্বেও জাতীয় দলে ডাক পাচ্ছেন না সরফরাজ খান। তবে নিজের ধারাবাহিকতা দিয়ে মুম্বইয়ের তরুণ ব্যাটসম্যান জাতীয় নির্বাচকদের উপর প্রবল চাপ তৈরি করেছেন সন্দেহ নেই। পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে সুনীল গাভাসকর, হর্ষ ভোগলে-সহ বহু ক্রিকেট বিশেষজ্ঞ প্রকাশ্যেই সরফরাজের হয়ে ব্যাট ধরতে শুরু করেছেন। সব দেখে শুনে এটা বুঝে নিতে অসুবিধা হয় না যে, জাতীয় দলের দরজায় কড়া নাড়ছেন সরফরাজ।

এই মুহূর্তে জাতীয় আঙিনায় দাপিয়ে বেড়ালেও ক্রিকেটার জীবনের শুরুর দিকে সরফরাজের লড়াই ছিল ভীষণ কঠিন। যে পরিবার থেকে উঠে এসেছেন সরফরাজ, স্বচ্ছল ছিল না মোটেও। অতীতের দিনগুলির স্মৃতিচারণে সরফরাজের বাবা মন ছুঁয়ে যাওয়া এক গল্প শোনালেন ক্রিকেটপ্রেমীদের।

ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে আলোচনায় সরফরাজের পিতা নৌশাদ খান জানান, ছেলেবেলায় অর্জুনকে নিয়ে কী উপলব্ধি ছিল সরফরাজের। সেই সঙ্গে এও জানান যে, কীভাবে ছেলের দু'টি ভিন্ন আচরণ চোখে জল এনেছিল তাঁর।

আরও পড়ুন:- IND vs NZ: ৩টি দুরন্ত বিশ্বরেকর্ড সঙ্গে নিয়ে কিউয়িদের বিরুদ্ধে তৃতীয় ODI-তে মাঠে নামবেন গিল

আসলে জুনিয়র ক্রিকেটে একসঙ্গে খেলার সময় অর্জুন তেন্ডুলকরকে দেখে নিজেদের আর্থিক অস্বচ্ছলতা নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন সরফরাজ। পরে যদিও পিতার সাহচর্য্য তাঁর কাছে সব থেকে দামি মনে হয়। নৌশাদ বলেন, ‘একদিন ও (সরফরাজ) আমার কাছে এসে বলে, আব্বু, অর্জুন কত ভাগ্যবান। ও সচিন স্যারের ছেলে। ওর গাড়ি, আইপ্যাড সব আছে।’

সরফরাজের কথা শুনে তাঁর পিতার স্বাভাবিকভাবেই নিজেকে অসহায় মনে হচ্ছিল। তবে সরফরাজ তার পরেই যে কাণ্ডটি ঘটান, আবেগে নিয়ন্ত্রণ রাখা কঠিন হয়ে দাঁড়ায় নৌশাদের পক্ষে। সরফরাজ দৌড়ে ফিরে আসেন তাঁর পিতার কাছে। জড়িয়ে ধরে বলেন, ‘আমি ওর থেকেও বেশি ভাগ্যবান। তুমি সারাদিন আমার সঙ্গে থাকো। ওর বাবা ওকে সময়ই দিতে পারে না।’

আরও পড়ুন:- এখনও ফুরিয়ে যাননি, ILT20-তে ধ্বংসাত্মক ইনিংস খেলে বোঝালেন পোলার্ড, একের পর এক ক্যাচ ফেলে ম্যাচ হারল MI: ভিডিয়ো

উল্লেখ্য, সরফরাজ খান চলতি রঞ্জি ট্রফির প্রথম ৬ ম্যাচে ৯২.৬৬ গড়ে ৫৫৬ রান সংগ্রহ করেছেন। তিনি সেঞ্চুরি করেছেন ৩টি ও হাফ-সেঞ্চুরি করেছেন ১টি। গত রঞ্জি ট্রফি মরশুমে সরফরাজ ৬টি ম্যাচে ১২২.৭৫ গড়ে ৯৮২ রান সংগ্রহ করেন। সেঞ্চুরি করেন ৪টি। সার্বিকভাবে সরফরাজ ৩৭টি ফার্স্ট ক্লাস ম্যাচের ৫৪টি ইনিংসে ৭৯.৬৫ গড়ে ৩৫০৫ রান সংগ্রহ করেছেন। তিনি সেঞ্চুরি করেছেন ১৩টি। হাফ-সেঞ্চুরি করেছেন ৯টি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ৩০১ রানের।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

চুপিসারে বদল নিয়মে, বাংলার সরকারি কর্মীদের লাভ হবে না ক্ষতি? জানুন বিশদ ১৮ বছরের স্পর্ধায় পাক সুপারস্টারের বিশ্বরেকর্ড ভাঙলেন নেপালের অনকোরা অল-রাউন্ডার '৭ দিনের মধ্যে', পুজোর আগে সরকারি শিক্ষকদের জন্য বড় খবর, জারি নির্দেশিকা 'প্রশাসনের গালে চটি'! 'অরাজনৈতিক' দেবলীনার স্লোগান নিয়ে প্রশ্ন তুললেন কুণাল এবার ফের বিদেশে অনুষ্ঠিত হতে পারে IPL নিলাম, কবে-কোথায়? মিলল গুরুত্বপূর্ণ আপডেট ধনু-মকর-কুম্ভ-মীন রাশির আজকের দিনটি কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিক রাশির কেমন কাটবে আজকের দিন? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে আজকের দিন? জানুন রাশিফল আরও দুর্বল হবে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি হবে? পরদিন সতর্কতা জারি ৫ জেলায় 'মমতার বৈঠকে খুব সুন্দরভাবে হয়েছিল, আজ...’, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি উঠছে?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.