বাংলা নিউজ > ময়দান > মুম্বইয়ের রঞ্জি দলে সচিন-পুত্র, মাথাচাড়া দিল পুরনো বিতর্ক, উঠছে স্বজনপোষণের অভিযোগ

মুম্বইয়ের রঞ্জি দলে সচিন-পুত্র, মাথাচাড়া দিল পুরনো বিতর্ক, উঠছে স্বজনপোষণের অভিযোগ

অর্জুন তেন্ডুলকর।

রঞ্জি টিমে সুযোগ পেয়ে অর্জুন উচ্ছ্বসিত হলেও কিন্তু পুরনো বিতর্ক নতুন করে মাথাচাড়া দিয়েছে। প্রশ্ন উঠতে শুরু করেছে, কীসের ভিত্তিতে সুযোগ পেলেন অর্জুন? তাঁর যাবতীয় সাফল্য আতসকাঁচের তলায় ফেলে তুল্যমূ্ল্য বিচার চলছে। উঠে এসেছে স্বজনপোষণের অভিযোগও।

এ বার রঞ্জি ট্রফির দলে সুযোগ করে নিলেন অর্জুন তেন্ডুলকর। মুম্বইয়ের রঞ্জি ট্রফির প্রথম দু'টো ম্যাচের দল ঘোষণা হয়েছে। সেই দলে নাম রয়েছে অর্জুনের। প্রথম বারের জন্য রঞ্জি দলে সুযোগ পেয়েছেন অর্জুন। এর আগে মুস্তাক আলি ট্রফিতে সুযোগ পেয়েছিলেন সচিন-পুত্র। মুস্তাক আলিতে অবশ্য দু'টো উইকেট পেয়েছিলেন তিনি। এ বার রঞ্জিতে সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ২২ বছরের বাঁ হাতি পেসার। তবে অর্জুনের রঞ্জি দলে সুযোগ পাওয়া নিয়ে বিতর্কের ঝড় বয়ে চলেছে। 

যদিও দলে সুযোগ পাওয়ার পর অর্জুন তেন্ডুলকর বলেছেন, ‘মুম্বইয়ের হয়ে রঞ্জি খেলা আমার কাছে স্বপ্ন। এটা পুরো স্বপ্নপূরণের মতো। মুম্বইয়ের হয়ে নিজের সেরাটা দিতে চাই। মাঠে নামার জন্য অপেক্ষা করছি।’

অর্জুন উচ্ছ্বসিত হলেও কিন্তু পুরনো বিতর্ক নতুন করে মাথাচাড়া দিয়েছে। প্রশ্ন উঠতে শুরু করেছে, কীসের ভিত্তিতে সুযোগ পেলেন অর্জুন? তাঁর যাবতীয় সাফল্য আতসকাঁচের তলায় ফেলে তুল্যমূ্ল্য বিচার চলছে। উঠে এসেছে স্বজনপোষণের অভিযোগও।

মুম্বই ইন্ডিয়ান্সে সুযোগ পাওয়ার পরও একই প্রশ্ন উঠেছিল। এই ঘটনায় বিরক্ত মুম্বইয়ের নির্বাচক সলিল আঙ্কোলা। তিনি দাবি করেছেন, ‘অর্জুনকে কেন ফোকাস করা হচ্ছে বুঝতে পারছি না। সচিনের ছেলে বলে? সদ্য ঘরোয়া টুর্নামেন্টে ৬০ বলে ৮৫ রান করেছে। এক সপ্তাহ আগেই ৪ উইকেট নিয়েছে। সকলের সম্মতিতেই ওকে নেওয়া হয়েছে।’ উল্লেখ্য, চোটের জন্য মুম্বইয়ের পেসার তুষার দেশপান্ডে রঞ্জি থেকে ছিটকে যাওয়ায় অর্জুনের জন্য দরজা খুলে যায়।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

খড়্গপুরে কখন দাঁড়াবে হাওড়া-রাউরকেল্লা বন্দে ভারত? রইল টাইমটেবিল, আর কোথায়? সোমে ব্যাঙ্ক বন্ধ থাকবে কলকাতা-সহ বাংলায়? সরকারি অফিসে কাজ হবে? রইল ছুটির তালিকা ধর্ষণে অভিযুক্ত বায়ুসেনার উইং কমান্ডারকে প্রাক-গ্রেফতারি জামিন কোর্টের অভিনেত্রীকে হেনস্থা! মিথ্যা মামলায় গ্রেফতার, ডিজি-সহ ৩ পুলিশকর্মী সাসপেন্ড ভাদ্রের রান্না আশ্বিনেতে খাওয়া, আগামিকাল রান্না পুজো, জেনে নিন এর বিধি নিয়ম ‘‌আর একজন ছাত্রছাত্রীর সঙ্গে অবিচার হতে দেব না’‌, এবার গর্জে উঠলেন আখতার আলি বদলালো না রেকর্ড! ডেভিস কাপে ৬-৬ সুইডেনের! মাস্ট উইন ম্যাচে হার রামনাথন-বালাজির… বোনু রাহাকে চোখে চোখে রাখছে তৈমুর, কাপুর পরিবারে গণেশ বন্দনায় দেখা নেই আলিয়ার! মায়ের শ্রাদ্ধের নিমন্ত্রণপত্রে উঠল ‘‌উই ওয়ান্ট জাস্টিস’‌, অভিনব প্রতিবাদ রায়গঞ্জ ‘আর কোনো কষ্ট হবে না..’, মাতৃসম হবু শাশুড়িকে হারিয়ে শোকস্তব্ধ ‘মিশকা’ অহনা!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.