আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে ব্যাট হাতে নজর কাড়তে পারেননি পৃথ্বী শ। ফর্মে নেই বলে জাতীয় দল থেকেও বাদ পড়েছেন। তবে রাজ্য দলের হয়ে নতুন ভূমিকায় অবতীর্ণ হতে চলেছেন তরুণ ওপেনার। বিজয় হাজারে ট্রফির জন্য মুম্বইয়ের সহ-অধিনায়ক নির্বাচিত হলেন পৃথ্বী।
বিজয় হাজারে ট্রফিতে মুম্বইকে নেতৃত্ব দেবেন শ্রেয়স আইয়ার। ২২ জনের স্কোয়াডে বেশ কয়েকজন তারকা ক্রিকেটার রয়েছেন। সূর্যকুমার যাদব, যশস্বী জসওয়াল, সরফরাজ খান ছাড়াও স্কোয়াডে জায়গা পেয়েছেন ধাওয়াল কুলকার্নি, শিবম দুবেরা।
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বই দলে অভিষেক হলেও বিজয় হাজারে ট্রফির দলে জায়গা পাননি অর্জুন তেন্ডুলকর। জাতীয় ওয়ান ডে টুর্নামেন্টে মুম্বই রয়েছে এলিট গ্রপ-ডি'তে। গ্রুপে তাদের লড়াই দিল্লি, মহারাষ্ট্র, হিমাচলপ্রদেশ, পুদুচেরি ও রাজস্থানের বিরুদ্ধে। খেলা হবে জয়পুরে।
মুম্বইয়ের স্কোয়াড: শ্রেয়স আইয়ার (ক্যাপ্টেন), পৃথ্বী শ (ভাইস ক্যাপ্টেন), যশস্বী জসওয়াল, অখিল হারওয়াদকর, সূর্যকুমার যাদব, সরফরাজ খান, চিন্ময় সুতার, আদিত্য তারে, হার্দিক তামোরে, শিবম দুবে, আকাশ পার্কার, আতিফ আট্টরওয়ালা, শামস মুলানি, অথর্ব আঙ্কোলেকর, সাইরাজ পাতিল, সুজিত নায়েক, তনুশ কোতিয়ান, প্রশান্ত সোলাঙ্কি, ধাওয়াল কুলকার্নি, তুষার দেশপান্ডে, সিদ্ধার্থ রাউত ও মোহিত আওয়াস্থি।