ক্যাচ ফস্কানোর জন্য ছাত্রকে যেভাবে ট্রোল করা হচ্ছে, তা নিয়ে পালটা দিলেন আর্শদীপ সিংয়ের কোচ। ট্রোলারদের আক্রমণ শানিয়ে একটি সংবাদমাধ্যমে ভারতীয় তরুণের কোচ যশবন্ত রাই বলেন, 'আগের ম্যাচে আর্শদীপ দুই উইকেট পেতে এই লোকগুলোই লাফাচ্ছিল।'
ইন্ডিয়া টুডে'তে আর্শদীপের কোচ বলেন, 'এরকম ঘটনা যে ঘটতে পারে, তা ভাবতেই পারিনি আমি। ওই ক্যাচ ফস্কানোর জন্য ওকে ট্রোল করা মোটেও উচিত নয়। এটা খেলার অঙ্গ এবং তারপরও ভারতের সামনে ম্যাচ জেতার সুযোগ ছিল। পাকিস্তানি ব্যাটাররা যেভাবে খেলেছে, তাতে ওদের প্রশংসা করা উচিত। মানুষের কাছে আমার আর্জি, আবেগ দিয়ে ম্যাচ দেখুন। কিন্তু খেলোয়াড়দের ট্রোল করবেন না।'
আরও পড়ুন: 'ভেবেছিলাম কেরিয়ার শেষ', কোহলি জানালেন, আর্শদীপের মতো পরিস্থিতিতে পড়ে তাঁর কেমন অবস্থা হয়েছিল
রবিবার এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে আসিফ আলির সহজ ক্যাচ ফস্কান আর্শদীপ। ভারতীয় তরুণ এতটাই হেলতে-দুলতে ক্যাচটা ধরতে যান যে বল হাতে পড়ে বেরিয়ে যায়। যে ক্যাচটা ধরলে ম্যাচের রং পালটে যেতে পারত। আসিফ ঝোড়ো ইনিংস খেলে যান। যা পাকিস্তানের জয়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় আর্শদীপের ছবিতে কুরুচিকর কমেন্ট করা হচ্ছে। তা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে আর্শদীপের কোচ।
আরও পড়ুন: Arshdeep Singh: ভারতীয়রা নন, ক্যাচ ফস্কানোয় আর্শদীপকে নোংরা আক্রমণ ‘বিদেশিদের’? হইচই নেটপাড়ায়
ওই সংবাদমাধ্যমে ভারতীয় তরুণ পেসারের কোচ বলেন, 'ক্রিকেট নিয়ে ভারতীয়রা আবেগপ্রবণ। বিশেষত সেই ম্যাচটা যখন পাকিস্তানের বিরুদ্ধে নয়। হারা-জেতা খেলার অবিচ্ছেদ্য অংশ। প্রথম ম্যাচে দুটি উইকেট (গত ২৮ অগস্ট পাকিস্তানের বিরুদ্ধে চার ওভারে ৩৩ রানে দুই উইকেট পেয়েছিলেন আর্শদীপ) পাওয়ার এই লোকগুলোই আর্শদীপের প্রশংসা করেছিলেন। ক্যাচ ফস্কে যাওয়ার বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি করা একেবারেই ঠিক নয়।'