শুভব্রত মুখার্জি: রাঁচিতে প্রথম টি-টোয়েন্টি ম্যাচটা ভারতের জন্য একেবারেই ভালো যায়নি। নিউজিল্যান্ডের কাছে ২১ রানে হারতে হয়েছে। ম্যাচে ভারতীয় দলের পারফরম্যান্সে একাধিক ক্ষেত্রে উন্নতির জায়গা রয়েছে। টপ-অর্ডার ব্যাটিং থেকে বোলিং সবেতেই সমস্যায় পড়তে হয়েছে ভারতকে। আর সেখানেই এক লজ্জার নজির গড়ে ফেলেছেন আর্শদীপ সিং। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইনিংসের শেষ ওভারে ভারতীয় বোলারদের মধ্যে সর্বাধিক রান দেওয়ার লজ্জার নজির গড়ে ফেলেছেন তরুণ পেসার।
দীর্ঘকায় বাঁ-হাতি এই পঞ্জাবের পেসার সম্প্রতি একাধিকবার শিরোনামে এসেছে। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চেও ভালো পারফরম্যান্স ছিল তাঁর। সেই তিনিই শুক্রবার রাঁচিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে গড়ে ফেললেন লজ্জার এক নজির। নিউজিল্যান্ডের ইনিংসের শেষ ওভারে তাঁকে বেদম প্রহার করলেন কিউয়ি ব্যাটাররা। ড্যারিল মিচেলের হাতে মারেন খেয়ে লজ্জার নজির গড়ে ফেললেন আর্শদীপ। নিউজিল্যান্ডের ইনিংসের শেষ ওভারে দিলেন ২৭ রান। যা ভারতীয় বোলারদের মধ্যে লজ্জার এক নজির। এতদিন সেই লজ্জার নজির ছিল সুরেশ রায়নার। ২০১২ সালে সেই লজ্জার মুখে পড়েছিলেন রায়না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে ২০ তম ওভারে তিনি দিয়েছিলেন ২৬ রান।
শুক্রবার চার ওভারে ৫১ রান দেন আর্শদীপ। নেন একটি উইকেট। করেন দুটি ওয়াইড এবং একটি নো বল। ওপেনার ডেভন কনওয়ের উইকেটটি নেন তিনি আর্শদীপের বলে দীপক হুডার হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
উল্লেখ্য, শুক্রবার প্রথমে ব্যাট করে নির্দিষ্ট ২০ ওভারে ১৭৬ রান করে নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ড্যারিল মিচেল । তিনি ৫৯ রানের অপরাজিত একটি অনবদ্য ইনিংস খেলেন। ডেভন কনওয়ে করেন ৫২ রান। জবাবে ভারতের ইনিংস ১৫৫ রানেই আটকে যায়। ফলে ২১ রানে জিতে যায় নিউজিল্যান্ড। ওয়াশিংটন সুন্দর ৫০ এবং সূর্যকুমার যাদব ৪৭ রানের দুটি দুরন্ত ইনিংস খেলেও ভারতের হার বাঁচাতে পারেননি।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।