শুভব্রত মুখার্জি: মাত্র কয়েকদিন আগের ঘটনা ৩৭ বছর বয়সি বুলবুল সাহার সঙ্গে গাঁটছড়া বেঁধে তার জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন বাংলার রঞ্জি কোচ অরুণলাল। জীবনে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছিলেন রঞ্জিজয়ী এই প্রাক্তন ক্রিকেটার। এবার নিজের নতুন জীবনসঙ্গিনী সঙ্গী করেই মাঠে উপস্থিত হয়ে গেলেন অরুণলাল। একে কলকাতা শহরের বুকে ইডেন গার্ডেনে খেলা। তার উপর শহরে উপস্থিত রয়েছেন অরুণলাল। এই সুযোগ কোনওভাবেই ছাড়তে চাননি বাংলার হেড কোচ।
মঙ্গলবার ইডেনে আইপিএলের কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটানস এবং রাজস্থান রয়্যালস দল। আর বুধবার এলিমিনেটরে মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং লখনউ সুপার জায়ান্টস। বৃষ্টির কারণে টসেও এদিন দেরি হয়েছে। বিরাট কোহলিকে দেখতে বৃষ্টি উপেক্ষা করেই মাঠে উপস্থিত রয়েছেন কয়েক হাজার মানুষ। তাদের মধ্যেই উপস্থিত রয়েছেন বাংলার কোচ অরুণলালও। প্রথমবার বিয়ের পর তার সঙ্গী হিসেবে মাঠে উপস্থিত হয়েছেন স্ত্রী বুলবুল সাহা।
ইডেনে উপস্থিত হয়ে যথেষ্ট উচ্ছ্বসিত দেখাল অরুণলালকে। অরুণলাল অকপটে জানিয়ে দিয়েছেন তিনি বিরাট কোহলির আরসিবির সমর্থক। কারণ হিসেবে তিনি অবশ্য বলেছেন বাংলার দুই ক্রিকেটার রয়েছে এই দলে। সেইসব কারণেই আরসিবিকে সমর্থন করবেন তিনি।
যদিও ভিন্ন সুর ধরা পড়ল তাঁর স্ত্রীর গলায়। তিনি জানিয়ে দিলেন তিনি লখনউয়ের সমর্থক। তার যুক্তি সুপার জায়ান্টস দলের মালিক যেহেতু বাংলার মানুষ, তাই তিনি তাদেরকেই সমর্থন করবেন। উল্লেখ্য, ২ মে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অরুণলাল ও বুলবুল সাহা। বাংলার রঞ্জি দলের সদস্য শাহবাজ আহমেদ এবং আকাশদীপ এবারের আইপিএলে খেলছেন আরসিবির হয়ে।