৬৬ বছর বয়সে নিজের ব্যক্তিগত জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা বাংলা দলের কোচ অরুণ লাল। দীর্ঘদিনের বান্ধবী বুলবুল সাহাকে গতকাল বিয়ে করলেন অরুণ লাল। বিয়ের পরই সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন, ‘হানিমুনে কোথায় যাবেন?’ প্রশ্ন শুনে সদ্য বিবাহিত অরুণ লাল হেসে ফেললেন। বললেন, ‘সামনেই রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে খেলতে নামবে বাংলায়। ম্যাচ খেলতে বেঙ্গালুরু যেতে হবে। সেখানেই হবে হানিমুন।’ বাংলার কোচ অরুণ লালের স্ত্রী বুলবুল সাহাও বলেন, ‘বাংলা দলের সঙ্গে যেতে চাই। ওদের সমর্থন জানাতে চাই।’
সোমবার ধর্মতলার একটি হোটেলে সামাজিক বিয়ে সম্পন্ন হয় অরুণ লাল ও বুলবুল সাহার। তার আগে রবিবার রাতেই রেজিস্ট্রি হয়ে গিয়েছিল অরুণলাল-বুলবুলের। রেজিস্ট্রির একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ৩৭ বছর বয়সি বুলবুল নিজেই। এদিকে বিয়ের পর ক্যান্সার সারিয়ে ওঠা অরুণ লাল সাংবাদিকদের বলেন, ‘৬৬ বছরে বিয়ে করে কোনও দৃষ্টান্ত স্থাপন করতে চাইনি। এটা আমার একান্ত ব্যক্তিগত বিষয়। তবে এটা বলতে পারি যে আমি আর বুলবুল বাকি জীবনটা একসঙ্গে ভালোভাবে কাটানোর স্বপ্ন দেখছি।’
আরও পড়ুন: টানা ম্যাচ হারের পর মিলেছে জয়ের দেখা, একলাফে KKR-এর প্লে-অফের সম্ভাবনা বাড়ল ৫%
এদিকে অরুণ লালের প্রশিক্ষণে বাংলা এ বার রঞ্জি কোয়ার্টার ফাইনালে উঠেছে। শেষ আটের লড়াইয়ে বাংলা মুখোমুখি হবে ঝাড়খণ্ডের। ম্যাচটা হবে বেঙ্গালুরুর জাস্ট ক্রিকেট অ্যাকাডেমির মাঠে। কোয়ার্টার ফাইনাল ম্যাচ শুরু হবে ৬ জুন থেকে। ৩ জুন সব দলকে পৌঁছতে হবে বেঙ্গালুরু। ৪ এবং ৫ জুন দলগুলি অনুশীলনের সুযোগ পাবে। এদিকে বিসিসিআই জানিয়েছে, করোনা আবহে সংক্রমণ ঠেকাতে এবং রোহের লক্ষণ শনাক্ত করতে দলের সঙ্গে এক জন চিকিৎসক থাকা বাধ্যতামূলক। দলের সকলের করোনা পরীক্ষা করাবে আয়োজক রাজ্য ক্রিকেট সংস্থা। জুনের ৪, ১১ এবং ১৯ তারিখ তিন দফায় করোনা পরীক্ষা হবে সকলের।