বাংলা নিউজ > ময়দান > লড়াই-মানসিক দৃঢ়তা, অরুণ লালের মন্ত্রণায় রঞ্জির স্বপ্নে বিভোর বাংলা

লড়াই-মানসিক দৃঢ়তা, অরুণ লালের মন্ত্রণায় রঞ্জির স্বপ্নে বিভোর বাংলা

বাংলার চাণক্য (ফাইল ছবি, সৌজন্য পিটিআই)

মরশুমের শুরুতে বাংলা কোচের হটসিটে বসলেও ২০১৮ সালের অক্টোবর থেকেই বাংলা দলকে চেনেন তিনি। ফলে কোথায় সমস্যা রয়েছে, তা আগেই বুঝে নিয়েছিলেন অভিজ্ঞ অরুণ।

তাঁর উপস্থিতি মানেই লড়াই, তিনি মানেই মানসিক দৃঢ়তা। নাছোড়াবান্দা মনোভাব। আর সেই মনোভাব, মানসিক দৃঢ়তা বাংলার খেলোয়াড়দের রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে দিয়েছিলেন অরুণ লাল। প্রভাবটা যে কতটা, সেটা তো বাংলার পারফরম্যান্সেই স্পষ্ট।

মরশুমের শুরুতে বাংলা কোচের হটসিটে বসলেও ২০১৮ সালের অক্টোবর থেকেই বাংলা দলকে চেনেন তিনি। ফলে কোথায় সমস্যা রয়েছে, তা আগেই বুঝে নিয়েছিলেন অভিজ্ঞ অরুণ। সেইমতো মরশুমের প্রথম থেকেই জোর দেন ফিটনেসে। দু'মাসের প্রি-সিজন করিয়েছেন। ম্যাচ শেষে নিজেই সে কথা বলেছিলেন বাংলার চাণক্য। তাঁর কথায়, 'গত বছরের ১ জুলাই থেকে লড়াইা শুরু করেছি। ছেলেদের ২৫ পাক করে দৌড় করিয়েছে। ছেলেরা অবিশ্রান্ত খেটেছে।'

আরও পড়ুন : রঞ্জি ফাইনালে বাংলা দলে এলেন ঋদ্ধিমান

সেজন্য যে সমালোচকরা দাঁত-নখ বের করে তেড়ে এসেছেন, তাও জানাতে ভোলেননি অরুণ। তাতে অবশ্য ভ্রূক্ষেপ করেননি। বরং ছেলেদের মধ্যে লড়াইয়ের মন্ত্রণা ঢুকিয়ে দিয়েছিলেন। ড্রেসিংরুমে শৃঙ্খলা বজায়ের উপর জোর দিয়েছিলেন। দলের ভালো পারফরম্যান্সের জন্য শৃঙ্খলা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা বারেবারে বলেছেন অরুণ। বহুবার বলেছেন, এ বিষয়ে কোনও আপোস করবেন না। ময়দানের খবর, সেই কারণেই দল থেকে অশোক দিন্দাক বাদ পড়তে হয়েছে। যদিও বাংলার কোচ জানিয়েছেন, দিন্দাকে তিনি দল থেকে বাদ দেননি।

প্রথম ম্যাচে অবশ্য দলে ছিলেন দিন্দা। সেই ম্যাচে জয় পায়। কিন্তু দ্বিতীয় ম্যাচ থেকেই হোঁচট খেতে শুরু করে বাংলা। আচমকা চাপে পড়ে যায় অরুণ লালের দল। পরপর দুটি ম্যাচে ড্রয়ের পর নাগপুরে পুরোপুরি বিপর্যস্ত হয় বাংলা। দিন্দাকে বাদ দেওয়ার জন্য সমালোচনা বাড়ে। তাতে অবশ্য দলের খেলোয়াড়দের মনোভাব নষ্ট হতে দেননি। বরং শিখিয়েছেন, ব্যাকফুটে পড়ে গেলেও কীভাবে উঠে আসতে হয়। ঠিক যেমন ২০১৬ সালে জানুয়ারিতে চোয়ালে 'বিরল ও জটিল' ক্যানসার ধরা পড়ার পর তিনি লড়াই করে গিয়েছিলেন। ৩০টি রেডিয়েশন সেশনের পর এপ্রিলে অস্ত্রোপচার হয়। ১৪ ঘণ্টা ধরে চলে অস্ত্রোপচার। তারপর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন।

আরও পড়ুন : Ranji Trophy-কর্নাটকের দর্প চূর্ণ করে ১৩ বছর পর ফাইনালে বাংলা

সেই লড়াকু অরুণের ভোকাল টনিকে পরের ম্যাচেই দুরন্ত প্রত্যাবর্তন করে বাংলা। তারপর ধাপে ধাপে এগিয়েছে দল। ঘূর্ণি পিচ হোক বা গ্রিন টপ - সব বাধা অতিক্রম করে এগিয়েছেন অরুণ লালের অশ্বমেধের ঘোড়ারা। কোনওদিন ত্রাতা উঠেছেন মনোজ তিওয়ারি, কোনওদিন আবার অনুষ্টুপ মজুমদার। প্রবল চাপের মধ্যেও যে লড়াই করা যায়, সেটা বাংলার খেলোয়াড়দের সঙ্গে একাত্ম হয়ে গিয়েছে। তাই কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনালে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েও ম্যাচে ফিরেছে বাংলা। এমনকী ব্যাট হাতে গুরুত্বপূর্ণ রান করেছেন শাহবাজ আহমেদ, আকাশ দীপরা। দৃঢ় মানসিকতা ও বিশ্বাস ছাড়া যা কোনওমতেই সম্ভব ছিল না।

ম্যাচ শেষে বাংলা কোচও সেটাই জানালেন। তাঁর কথায়, 'এই মরশুমে একাধিকবার আমরা অসম্ভব জায়গা থেকে প্রত্যাবর্তন করেছি। সাফল্যের ফর্মুলা যদি জানতে চান, তা বলতে পারব না। তবে এটুকু বলতে পারি, আমার ছেলেরা কঠোর পরিশ্রম করেছে। এটাই আমাদের জয়ের চাবিকাঠি।'

অধিনায়কের সঙ্গে কোচ (ছবি সৌজন্য পিটিআই)
অধিনায়কের সঙ্গে কোচ (ছবি সৌজন্য পিটিআই)

এবার বাংলার যদি সবথেকে আকর্ষণীয় বিভাগ বেছে নিতে হয়, তা নির্দ্বিধায় বোলিং। ঈশান পোড়েল, আকাশ দীপ, শাহবাজ, মুকেশ কুমাররা দুরন্ত বোলিং করেছেন। গত ছ'সাত বছর ধরে অধিকাংশ ম্যাচেই বাংলার বোলিংকে একা টানতেন দিন্দা। এবার সেই ছবিটা পুরোপুরি পালটে গিয়েছে। সবাই বল হাতে দুরন্ত পারফরম্যান্স করেছেন। সেজন্য যে অরুণ লালের মগজাস্ত্রের কৃতিত্ব প্রাপ্য, তা অস্বীকার করছেন না কেউই। আর সবকিছুর নিটফল একটাই - ১৩ বছর পর ফের রঞ্জি ফাইনালে বাংলা। সেবার অবশ্য ট্রফির একধাপ আগেই থেমে যেতে হয়েছিল দীপ দাশগুপ্তদের। এবার রণজিৎ সিংজি নামাঙ্কিত ট্রফিটি হাতে তুলতে মরিয়া মনোজ-ঈশানরা।

আর সেই স্বপ্নপূরণের মাহাত্ম্য জানেন বাংলা কোচ। যিনি ১৯৮৯-৯০ সালে বাংলার হয়ে রঞ্জি ট্রফি জিতছিলেন। সেটাই ছিল বাংলার শেষ রঞ্জি জয়। ৩০ বছরের সেই খরা কাটানোর স্বপ্নটা দেখানো শুরু করেছিলেন অরুণ লালই। গত বছর অগস্টে যখন তাঁকে জীবনকৃতি (লাইভটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড) সম্মান তুলে দেয় সিএবি, তখন বাংলার চাণক্য বলেছিলেন, 'যদি আপনারা জিজ্ঞাসা করেন, তাহলে বলব যে খেলোয়াড় হিসেবে রঞ্জি জেতার থেকে বাংলার কোচ হয়ে রঞ্জি জেতার অনেক বেশি কৃতিত্বের।'

আর বহুযুদ্ধের নায়ক অরুণ লালের সেই লড়াইয়ের স্পিরিট নিয়েই আগামী ৯ মার্চ মাঠে নামতে চলেছেন মনোজ-ঈশানরা।

সেমিফাইনাল জয়ের পর দলের সঙ্গে অরুণ লাল (ছবি সৌজন্য পিটিআই)
সেমিফাইনাল জয়ের পর দলের সঙ্গে অরুণ লাল (ছবি সৌজন্য পিটিআই)

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

'কোটি টাকা খরচ করার দরকার নেই...', সুন্দরী হওয়ার কোন টিপস দিলেন রবিনা? 'তোমার প্রিয় ক্রিকেটার বুমরাহ'?প্রশ্ন ইশানের,ভক্তের উত্তরে বুমরাহ বললেন-গুড চয়েস নিশীথের গ্রামে মহিলাদের বিক্ষোভের মুখে উদয়ন, পুলিশ পাহারায় ছাড়লেন ভেটাগুড়ি 'তোমাকে ছুঁতে পাওয়াটাই…', এমন কমেন্টে কী উত্তর দিলেন কাঞ্চনের প্রাক্তন পিঙ্কি পুরনো আয়কর কাঠামোয় লোকসান হচ্ছে না তো? নয়া স্ল্যাবে কত টাকা দিতে হবে! রইল হিসাব রাজনৈতিক হিংসার জন্য দায়ী অনুপ্রবেশ ও জনবিন্যাসের পরিবর্তন: শংকর ঘোষ ‘সবুজ ছাড়া গতি নেই’, কদিন আগে জয়কে ‘পজেসিভ’ বলেন লোপামুদ্রা, এখন মুখে ভোট-কথা? স্মার্ট রিপ্লে সিস্টেম কীভাবে IPL 2024-এ বিপ্লব এনেছে- তুলে ধরলেন শ্রীনাথ ও মেনন সংঘী বলে কটাক্ষ করে লোকজন, JNUকে ব়্যাঙ্কিং-এর শীর্ষে তো আমি নিয়ে গেলাম-উপাচার্য বিটকয়েন কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে রাজের, বিতর্ক উসকাতে কী লিখলেন শিল্পার বর?

Latest IPL News

'তোমার প্রিয় ক্রিকেটার বুমরাহ'?প্রশ্ন ইশানের,ভক্তের উত্তরে বুমরাহ বললেন-গুড চয়েস স্মার্ট রিপ্লে সিস্টেম কীভাবে IPL 2024-এ বিপ্লব এনেছে- তুলে ধরলেন শ্রীনাথ ও মেনন পরের আইপিএলেও খেলবেন ধোনি? রায়নার উত্তর নিয়ে জল্পনা - ভিডিয়ো IPL 2024: LSG vs CSK ম্যাচের আগে ধোনির প্রসঙ্গে অতীতের কোন কথা বললেন রাহুল? মুম্বইয়ের সংসারে অবশেষে মিলে সুর মেরা তুমহারা, রোহিতের আলিঙ্গন হার্দিককে ছেলে অন্ত প্রাণ বাবা!ছেলেকে উদ্দেশ্য করেই সোশ্যাল মিডিয়াতে বার্তা শিখর ধাওয়ানের T20 WC 2024-এর আগে কি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন সূর্যকুমার! কী বললেন ‘SKY’? ‘স্বপ্ন সত্যি হয়েছে’, বুমরাহকে সুইপ শটে ছয় মেরে বলছেন আশুতোষ- ভিডিয়ো T20 ফর্ম্যাটে বল করাটা বেশ কঠিন- IPL-এ আগুন ঝরানোর পরেও স্বীকারোক্তি বুমরাহের লখনউয়ের অধিনায়ক, তবুও মন পড়ে বেঙ্গালুরুতে, জানালেন সুপ্ত ইচ্ছার কথা, ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.