বাংলা নিউজ > ময়দান > উইম্বলডন শুরুর প্রথম দিনেই খারাপ খবর, কাঁধের চোটে ছিটকে গেলেন সাবালেঙ্কা

উইম্বলডন শুরুর প্রথম দিনেই খারাপ খবর, কাঁধের চোটে ছিটকে গেলেন সাবালেঙ্কা

আরিনা সাবালেঙ্কা। ছবি-রয়টার্স (REUTERS)

এবারের উইম্বলডনে তৃতীয় বাছাই ছিলেন সাবালেঙ্কা। প্রথম দিনেই তাঁর কোর্টে নামার কথা ছিল। মার্কিন এমিনা বেকতাসের বিরুদ্ধে রাউন্ড-১'র ম্যাচ ছিল তাঁর।তার আগেই সরে দাঁড়ানোর ঘোষণা করে দিয়েছেন সাবালেঙ্কা। ঘটনাচক্রে অস্ট্রেলিয়ান ওপেনের চ্যাম্পিয়ন তিনি। অল ইংল্যান্ড ক্লাবেও তিনি খেলেছেন দু দুটি সেমিফাইনাল

শুভব্রত মুখার্জি:- সোমবার থেকেই শুরু হয়েছে এই বছরের উইম্বলডন চ্যাম্পিয়নশিপ। ঐতিহ্যবাহী এই গ্রান্ডস্ল্যাম প্রতিযোগিতার প্রথম দিনেই এল খারাপ খবর। মহিলাদের সিঙ্গেলস বিভাগের খেতাব জয়ের অন্যতম দাবিদার আরিনা সাবালেঙ্কা কোর্টে নামার আগেই ছিটকে গেলেন টুর্নামেন্ট থেকে। তাঁর কাঁধের চোট এতটাই গুরুতর যে তিনি সরে দাঁড়াতে বাধ্য হলেন। বিশেষজ্ঞদের মতে এক বিরল কাঁধের সমস্যায় ভুগছেন তিনি। এই কারণে বাধ্য হয়েই তাঁকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।সাবালেঙ্কা সরে যাওয়াতে ভাগ্য খুলে গিয়েছে রাশিয়ার এরিকা আন্দ্রিভার। তিনি সরাসরি মূলপর্বে খেলার সুযোগ পেয়েছেন। 'লাকি লুজার' অর্থাৎ সৌভাগ্যবান পরাজিত খেলোয়াড় হিসেবে তিনি জায়গা করে নিয়েছেন মূলপর্বে।

আরও পড়ুন-কলকাতা লিগের প্রথম ম্যাচেই হোঁচট ! শিবাজিতের দুর্দান্ত গোলে ভবানীপুরের সঙ্গে ১-১ ড্র মোহনবাগানের

এবারের উইম্বলডনে তৃতীয় বাছাই ছিলেন সাবালেঙ্কা। প্রথম দিনেই তাঁর কোর্টে নামার কথা ছিল। আমেরিকা যুক্তরাষ্ট্রের এমিনা বেকতাসের বিরুদ্ধে রাউন্ড-১'র ম্যাচ ছিল তাঁর। তবে তার আগেই সরে দাঁড়ানোর ঘোষণা করে দিয়েছেন সাবালেঙ্কা। ঘটনাচক্রে অস্ট্রেলিয়ান ওপেনের চ্যাম্পিয়ন তিনি। অল ইংল্যান্ড ক্লাবেও তিনি খেলেছেন দু দুটি সেমিফাইনাল। তাঁর জায়গায় সুযোগ পাওয়া এরিকা আন্দ্রিভা এবার প্রথম রাউন্ডে খেলবেন আমেরিকা যুক্তরাষ্ট্রের কোয়ালিফায়ার এমিনা বেকতাসের বিরুদ্ধে। প্রসঙ্গত এই সপ্তাহান্তে সাবালেঙ্কা একটা ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি হয়ত গ্রান্ডস্ল্যাম টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করতে পারেন।

আরও পড়ুন-এক নয় একাধিক গুরুতর অভিযোগ রয়েছে কেভিন অর্টেগার বিরুদ্ধে!জেনে নিন রেফারির কীর্তি

প্রসঙ্গত সাবালেঙ্কা শেষ খেলেছিলেন বার্লিনের টুর্নামেন্টে। সেখানে তিনি চোট পান। সেই চোট তাঁকে ভোগাচ্ছিল। ডাক্তারের পরামর্শে তিনি বেশ কিছু ব্যায়াম নিয়ম করে করার পাশাপাশি ওষুধ সেবনও করছিলেন।আশা করা হয়েছিল তিনি হয়ত উইম্বলডনে খেলতে পারবেন। কিন্তু বাস্তবে তা সম্ভব হল না।এই টুর্নামেন্টে যে তাঁর খেলা নাও হতে পারে সেই নিয়ে আগেই ইঙ্গিত দিয়ে সাবালেঙ্কা জানিয়েছেন 'আমি একেবারেই একশো শতাংশ নিশ্চিত না ( যে এই টুর্নামেন্টে খেলব কিনা)। একটা সম্ভাবনা রয়েছে যে হয়ত আমি নাও খেলতে পারি। এই চোটটা একটা নির্দিষ্ট চোট। সত্যি বলতে এই চোটটা খুব বিরল চোট। আমাকে মাঝে মাঝে সমস্যায় ফেলছে। এই চোটের দিকে ও আমাকে নজর রাখতে হবে।'

আরও পড়ুন-ডার্বি খেলতে মুখিয়ে রয়েছি! ইস্টবেঙ্গলে যোগ দিয়েই জানিয়ে দিলেন ভারতীয় ডিফেন্ডার

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

বিশাল কাইথের দস্তানাতেই ভরসা মোহনবাগানের, ২০২৯ পর্যন্ত চুক্তি বাড়িয়ে নিল ক্লাব ইগর স্টিম্যাচকে ছাঁটাই করে সমস্যায় AIFF, দিতে হবে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ 'শেখ হাসিনা দেশের বাইরে, তাঁকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করব' ‘…ল্যাপেল লাগাতে গিয়ে শরীরে হাত দিচ্ছেন’, ইন্ডাস্ট্রিতে হেনস্থার শিকার সুদীপ্তাও ব্যাজবলের নেশায় ধৈর্য্যের অভাব, ১৫৬ রানে অল-আউট ইংল্যান্ড, জয়ের দরজায় শ্রীলঙ্কা ময়নাতদন্তের মেডিক্যাল বোর্ড নিয়ে উঠল প্রশ্ন, দাহ করার জন্য কেন এত তাড়াহুড়ো? IND vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ১ম টেস্টর স্কোয়াড থেকে বাদ পড়লেন কারা? ক্যাবিনেট বৈঠকে পুলিশ কমিশনারকে সরানো নিয়ে সিদ্ধান্ত নিন, মমতাকে নির্দেশ বোসের অবশেষে স্লট পেল আনন্দী! অন্বেষা-ঋত্বিকের 'ঘরওয়াপসি'র জেরে বন্ধ হচ্ছে কোন মেগা? ‘মা তারাই ধ্বংস করুক অসুরদের’, RG করের তরুণী চিকিৎসকের বিচার চেয়ে তারাপীঠে যজ্ঞ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.