প্রথম দু'টি টেস্টে দলে নেওয়া হয়নি তাঁকে। যে কারণে মার্ক উডের জ্বালাটা ছিল একেবারে সপ্তমে। আর উডের সেই জ্বালার বলি হলেন অজি ব্যাটাররা। বৃহস্পতিবার লিডসের হেডিংলেতে অ্যাশেজের তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে একাই পাঁচ উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারে একেবারে ধস নামালেন উড। তুলে নিলেন উসমান খোয়াজা, অ্যালেক্স ক্যারি, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, টড মারফির উইকেট।
উডের মধ্যে পারফরম্যান্স করার খিদেটা মারাত্মক ভাবে দেখা গিয়েছে। ইংল্যান্ডের পেসার মার্ক উড সিরিজে তাঁর প্রথম টেস্ট খেললেন বৃহস্পতিবার। আর সেই টেস্টেই বিধ্বংসী মেজাজের সঙ্গে আগুনে গতিতে বল করলেন। উসমান খোয়াজাকে যে বলে বোল্ড করেন উড, তাঁর গতি ছিল ঘণ্টায় ১৫২ কিমি। বলটি খোয়াজার ব্যাট এবং প্যাডের মধ্যে দিয়ে বের হয়ে গিয়ে সোজা উইকেট ভেঙে দেয়। খোয়াজা বলটি বুঝে উঠতেই পারেননি।
আরও পড়ুন: Ashes 2023: হেডিংলেতে প্রথম দিনেই পড়ল ১৩ উইকেট, ১৯৫ রানে পিছিয়ে ইংল্যান্ড
ডেলিভারিটি যে অন্য বলগুলির তুলনায় অদ্ভূত রকমের দ্রুত গতির ছিল, এমনটা নয়। কারণ উড ইনিংসের ১৩তম ওভারের শুরুতেই প্রতি ঘণ্টায় ৯৩ মাইল গতিতে বল করা শুরু করেন। এবং তার পরের চারটি বলের গতি ছিল যথাক্রমে ৯৩, ৯২, ৯৩ এবং ৯১ মাইল প্রতি ঘণ্টায়। তবে শেষ বলটির গতি ছিল প্রতি ঘণ্টায় ৯৪.৬ মাইল। আর সেই বলেই বোল্ড হন খোয়াজা।
আরও পড়ুন: বাস ডি'লিডের ঝড়, স্কটিশদের হারিয়ে বিশ্বকাপের ছাড়পত্র পেল ডাচেরা, গড়ল ইতিহাস
নিখুঁত গতিতে মার্ক উড খোয়াজার (১৩) লেগ-স্টাম্প উপড়ে ফেলে। ইন-সুইং মনে হলেও, বলটি সম্পূর্ণ সোজা বেরিয়ে যায়। খোয়াজা অন-ড্রাইভ খেলতে এগিয়ে এলেও, বলটি তিনি মিস করেন এবং বোল্ড হয়ে যান। নিঃসন্দেহে খোয়াজার উইকেট খুবই গুরুত্বপূর্ণ। যে কারণে আনন্দে আত্মহারা হয়ে পড়েন মার্ক উড। শুধু খোয়াজার উইকেট নয়। এদিন একাই পাঁচ উইকেট নিয়েছেন ইংল্যাল্ডের পেসার।
উডের সঙ্গে ক্রিস ওকস এবং স্টুয়ার্ট ব্রডের দাপটে হেডিংলেতে প্রথম দিনে অস্ট্রেলিয়া ২৬৩ রানে অলআউট হয়ে যায়। মিচেল মার্শের সেঞ্চুরি ছাড়া বাকিদের বেহাল দশা। ১১৮ বলে ১১৮ রান করেছেন মার্শ। অস্ট্রেলিয়ার বাকি ব্যাটাররা ৪০ রানের ঘরেও পৌঁছাননি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান করেছেন ট্রেভিস হেড। ইংল্যান্ডের হয়ে উডের পাঁচ উইকেট ছাড়াও, তিন উইকেট নেন ক্রিস ওকস, ২টি উইকেট নিয়েছেন স্টুয়ার্ট ব্রড।
জবাবে রান তাড়া করতে নেমে ইংল্যান্ডের ব্যাটারদের পারফরম্যান্সও যে আহামরি তা নয়। ইতিমধ্যে ৩ উইকেট পড়ে গিয়েছে তাদের। প্রথম দিনের শেষে ৬৮ রানে ৩ উইকেট ইংল্যান্ডের।। এখনও অজিদের চেয়ে ১৯৫ রানে পিছিয়ে রয়েছে তারা। ক্রিজে রয়েছেন জো রুট (১৯) এবং জনি বেয়ারস্টো (১)। এই জুটি যদি শুক্রবার টিকে যায়, সে ক্ষেত্রে চাপ বাড়বে অস্ট্রেলিয়ার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।