বর্তমানে বিশ্বের এক নম্বর টেনিস তারকা অ্যাশলে বার্টি। ঘরের মাঠে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামে শুরুটা কিন্তু বেশ ভালই করেছেন দুই গ্র্যান্ড স্ল্যামজয়ী টেনিস তারকা। ইতিমধ্যেই চতুর্থ রাউন্ডে পৌঁছে গিয়েছেন তিনি। তবে টেনিস নয়, অনুশীলনে ক্রিকেটে মজে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের অন্যতম সেরা দাবিদার।
রবিবার (২৩ জানুয়ারি) আমেরিকার আমান্ডা অ্যানিসিমোভার বিরুদ্ধে নিজের চতুর্থ রাউন্ডের ম্যাচ খেলতে নামবেন বার্টি। তার আগে শনিবার কোর্টে অনুশীলনে মত্ত ছিলেন অজি তারকা। সেখানেই খোশমেজাজে ধরা দিলেন বার্টি। অনুশীলনে মাঝে হঠাৎ করেই অপরদিক থেকে আসা বলে একেবারে দক্ষ ক্রিকেটারের মতো টেনিস রাকেট দিয়েই কব্জির মোচড়ে ফ্লিক শট খেললেন বার্টি।
বার্টির এই শটের মাধ্যমে তিনি যে একসময় পেশাদার ক্রিকেটার ছিলেন, তা স্পষ্ট ফুটে উঠে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। বর্তমানে বিশ্বের এক নম্বর মহিলা টেনিস তারকা একসময় পেশাদার ক্রিকেট খেলতেন। ২০১৪ সালে টেনিস থেকে অল্প বিরতি নিয়ে ক্রিকেট খেলা চালু করেন বার্টি। এমনকী ২০১৫ সালে ব্রিসবেন হিটের হয়ে মহিলাদের বিগব্যাশ লিগেও খেলেছেন তিনি। কুইসল্যান্ডের হয়েও দুটি লিস্ট এ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর সিভিতে। সুতরাং, বার্টির সুদক্ষ ফ্লিক শটে আশ্চর্যের তেমন কিছুই নেই।