টিম ম্যানেজমেন্টের সঙ্গে ঝামেলায় জড়িয়ে গত রঞ্জি মরশুমের মাঝপথেই বাংলা দল থেকে বাদ পড়েছিলেন অশোক দিন্দা। শৃঙ্খলাজনীত কারণে দল থেকে ছিটকে যাওয়ার পর গোটা মরশুমে তারকা পেসারের জন্য আর রাজ্য দলের দরজা খোলেনি। একরাশ অভিমান নিয়েই নতুন মরশুমে অন্য রাজ্যের হয়ে মাঠে নামার সিদ্ধান্ত নেন তিনি। শেষমেশ সেটাই ভবিতব্য হয়ে দাঁড়াল দিন্দার।
অন্য রাজ্যের হয়ে খেলতে নামার জন্য বাংলার ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট চেয়েছিলেন অশোক দিন্দা। বুধবার সিএবির তরফে অভিজ্ঞ পেসারকে ছেড়ে দেওয়ার কথা জানিয়ে দেওয়া হয়।
সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া দিন্দাকে নতুন মরশুমের জন্য শুভেচ্ছা জানিয়ে এনওসি দিয়েছেন। যদিও ভবিষ্যতে পুনরায় দিন্দা বাংলার হয়ে প্রতিনিধিত্ব করবেন, এমন আশা প্রকাশ করেছেন তিনি।
অশোক দিন্দার কাছে সুযোগ ছিল বোলিং কোচ রণদেব বসুর সঙ্গে ঝামেলা মিটিয়ে পুনরায় বাংলা দলে ফিরে আসার। তবে তিনি মাথা নোয়াতে রাজি ছিলেন না। রাজ্য দল ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার পর কোচ অরুণ লাল ও বোলিং কোচ রণদেবকে নিয়ে নিজের ক্ষোভ উগরে দেন ভারতের হয়ে ১৩টি ওয়ান ডে ও ৯টি আন্তর্জাতিক টি-২০ খেলা তারকা।
রণদেবকে করোনা ভাইরাসের মতোই ক্ষতিকারক বলে বিস্ফোরণ ঘটান দিন্দা। সেই সঙ্গে অরুণ লালকেও চক্রান্তকারী বলে তোপ দাগেন তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।