বাংলা নিউজ > ময়দান > ICC Test Ranking: ICC র‍্যাঙ্কিংয়ের যুগ্মভাবে প্রথম অশ্বিন ও জিমি, ভারতকে হারিয়ে উত্থান লিয়নের

ICC Test Ranking: ICC র‍্যাঙ্কিংয়ের যুগ্মভাবে প্রথম অশ্বিন ও জিমি, ভারতকে হারিয়ে উত্থান লিয়নের

রবিচন্দ্র অশ্বিন ও জেমস অ্যান্ডারসন। ছবি- এএনআই ও এএফপি 

আইসিসি বোলারদের টেস্ট র‍্যাঙ্কিং তালিকা প্রকাশ করেছে। সেখানে অশ্বিনের সঙ্গে যুগ্মভাবে প্রথম স্থানে জায়গা করে নিয়েছেন জেমস অ্যান্ডারসন। 

মাত্র কয়েক সপ্তাহ আগের কথা। জেমস অ্যান্ডারসনকে সরিয়ে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে এক নম্বর জায়গা দখল করে নেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু শেষ পর্যন্ত রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে এক নম্বর জায়গা ভাগ করে নিলেন ইংল্যান্ডের বোলার জেমস অ্যান্ডারসন।

তৃতীয় টেস্ট ম্যাচে দুই ইনিংস মিলিয়ে অশ্বিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার উইকেট নিয়েছেন। কিন্তু তাঁর রেটিং ছয় পয়েন্ট কমেছে। অন্যদিকে অ্যান্ডারসনের রেটিং পয়েন্ট মোট ৮৫৯। দুই ক্রিকেটারের রেটিং পয়েন্ট সমান। ফলে যুগ্মভাবে প্রথম স্থানে অশ্বিন এবং অ্যান্ডারসন। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ভারতের বিরুদ্ধে প্রথম দুটি টেস্ট খেললেও ইন্দোরে তিনি খেলেননি। আমদাবাদ টেস্টেও তাঁকে পাওয়া যাবে না। মায়ের অসুস্থতার জন্য অস্ট্রেলিয়ায় ফিরে গিয়েছেন তিনি। গত ম্যাচ খেলেননি তিনি। কামিন্স তৃতীয় স্থান ধরে রেখেছেন। তার রেটিং পয়েন্ট ৮৪৯।

বোলারদের তালিকায় ৪ নম্বর পজিশন দখল করেছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাডা। তাঁর সংগ্রহ ৮০৭ পয়েন্ট। অস্ট্রেলিয়ান স্পিনার নাথান লিয়ন পিছিয়ে নেই। প্রথম দশে জায়গা করে নিয়েছেন তিনি। ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টে দুই ইনিংস মিলিয়ে ১১ উইকেট শিকারের পরে এই অজি স্পিনার সামগ্রিকভাবে পাঁচটি স্থান উন্নতি করে নবম স্থানে জায়গা করে নিয়েছেন।

বোলারদের সঙ্গে সঙ্গে আইসিসির ব্যাটারদের তালিকাও প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খোয়াজা দুই ধাপ এগিয়ে এসে নবম স্থানে নিজের জায়গা করেছেন। দক্ষিণ আফ্রিকার ডানহাতি এডেন মার্করাম ২১ ধাপ উপরে উঠে ৩৩ নম্বরে জায়গা করে নিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের মিডল অর্ডার ব্যাটাক জার্মেইন ব্ল্যাকউড ১২ ধাপ উপরে এসে ৩৫ নম্বরে জায়গা করে নিয়েছেন। এই তালিকায় ভারতীয়দের মধ্যে প্রথম দশে শুধু রয়েছেন ঋষভ পন্ত। তবে গাড়ির দুর্ঘটনায় আহত হয়ে তিনি এখন জাতীয় দল থেকে বাইরে।

অন্যদিকে অরাউন্ডারদের তালিকায় প্রথম স্থানে রয়েছেন রবীন্দ্র জাদেজা এবং দ্বিতীয় স্থানে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তৃতীয় স্থানে রয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার শাকিব আল হাসান।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন