সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মধ্যপ্রদেশের বড় রানের ইনিংস তাড়া করে উত্তেজক জয় ছিনিয়ে নেয় অসম। ব্যর্থ হয় ব্যাট হাতে শুভম শর্মা, রজত পতিদার ও অশ্বিন দাসের মিলিত লড়াই। অসমকে কার্যত একার হাতে জয় এনে দেন রিয়ান পরাগ।
রাজকোটে এলিট-এ গ্রুপের ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে মধ্যপ্রদেশ। তারা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৯২ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। শুভম শর্মা ৪৫ বলে ৫৬ রান করেন। মারেন ৬টি চার। রজত পতিদার ৩২ বলে ৫২ রান করেন। তিনি ৫টি চার ও ৩টি ছক্কা মারেন। অশ্বিন দাস ৭টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩০ বলে ৬৮ রান করে নট-আউট থাকেন। অশ্বিন ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন মাত্র ২২ বলে।
জবাবে ব্যাট করতে নেমে অসম ১৯.১ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৯৪ রান তুলে ম্যাচ জিতে যায়। রিয়ান পরাগ ৪১ বলে ৭৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তিনি ৭টি চার ও ৪টি ছক্কা মারেন।
আরও পড়ুন:- Syed Mushtaq Ali Trophy: কোহলির ঠুকঠুকে হাফ-সেঞ্চুরি, একা লড়লেও বড় হার তাঁর দলের
এছাড়া নিপন ডেকা ৪২ ও রাহুল হাজারিকা ৩৯ রান করেন। অশ্বিন ঝোড়ো হাফ-সেঞ্চুরি করার পাশাপাশি ২৬ রানের বিনিময়ে ২টি উইকেটও নেন। ১টি করে উইকেট দখল করেন কুলদীপ সেন, গৌরব যাদব ও অঙ্কিত। ৫ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জেতে অসম।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।