বিষয়টা নতুন নয়। তবে আলোচনা শুরু হয়েছে সম্প্রতি। চলতি এশিয়া কাপের আসরে আলোচনাটা কার্যত সমালোচনার পর্যায়ে পৌঁছে গিয়েছে। শ্রীলঙ্কার হেড কোচ ক্রিস সিলভারউডের ড্রেসিং রুম থেকে পাঠানো সিগন্যাল ক্যাপ্টেনের স্বাধীনতাকে খর্ব করছে কিনা, সেই বিষয়ে শুরু হয়েছে জোর চর্চা।
বিশেষজ্ঞদের অনেকেরই মত, মাঠের মধ্যে ক্যাপ্টেনের সিদ্ধান্তই চূড়ান্ত হওয়া উচিত এবং ক্যাপ্টেনকে তাঁর গেমপ্ল্যানের প্রতিফলন ঘটানোর সুযোগ দেওয়া দরকার।
টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা আকাশ চোপড়াও সেই দলেই পড়েন। তিনিও যে বিষয়টিকে ভালো চোখে দেখছেন না, সেটা বোঝা যায় তাঁর কথাতেই। শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান সুপার ফোরের ম্যাচে ধারাভাষ্য দেওয়ার সময় চোপড়া চূড়ান্ত কটাক্ষ করেন সিলভারউডের সিগন্যাল ব্যবস্থাকে।
আরও পড়ুন:- AFG vs SL Super 4: চোখের নিমেষে হাফ-সেঞ্চুরি, সূর্যকুমারের পাশে বসে পড়লেন গুরবাজ
রহমানউল্লাহ গুরবাজের হাতে যখন শ্রীলঙ্কার বোলাররা মার খাচ্ছিলেন, তখন সাজঘরে বসা কোচের টেবিলে কোনও সংকেত ছিল না। আকাশ চোপড়া রসিকতা করে করে বলেন, ‘খারাপ সময়ে কোচের কোনও নির্দেশ নেই কেন? মার খাচ্ছে বলে বোলারদের একা ছেড়ে দেওয়া উচিত নয়।’
সিলভারউডের টেবিলে রাখা ক্লিপবোর্ডে কখনও ২জি, কখনও ৩জি, কখনও ২ডি আবার কখনও ডি৫ সিগন্যাল দেখা যায়। যা নিয়ে চোপড়া কটাক্ষ করেন, ‘বোধহয় টু-জি, থ্রি -জি’র জমানা শেষ। সিলভারউড বোধহয় ক্রিকেটারদের থ্রি-ডি, ফোর-ডি বানাতে চান।'
উল্লেখ্য, আফগানিস্তানের কাছে গ্রুপের ম্যাচে হারতে হলেও সুপার ফোরে মহম্মদ নবিদের পরাজিত করেন দাসুন শানাকারা। প্রথমে ব্যাট করে আফগানিস্তান ৬ উইকেটে ১৭৫ রান তোলে। পালটা ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৬ উইকেটে ১৭৯ রান তুলে ম্যাচ জিতে যায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।