২০২২ সালের এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার কাছে ২৩ রানে হেরে যেতে হয়েছে পাকিস্তানকে। এমন পরিস্থিতিতে পাকিস্তান দলের বর্তমান অধিনায়ক বাবর আজমের নেতৃত্ব রীতিমতো বিরক্ত প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রম। তিনি ম্যাচের পর বাবরের উপর ক্ষোভ উগড়ে দিয়েছেন। ওয়াসিম আক্রম বলছেন, বাবর অধিনায়কত্বে ভুল করায় পাকিস্তান দল এশিয়া কাপের ফাইনালে হেরেছে। এ ছাড়া দলের পন্থা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
ওয়াসিম আক্রম বলেছেন, ‘বাবরকে খুব দ্রুত শিখতে হবে যে, সামনের দল যখন ৫ উইকেট হারিয়ে ফেলে, তখন মূল বোলারদের ফিরিয়ে আনতে হয়। শেষ ২ ওভার নিয়ে চিন্তা করা উচিত নয়। বাবর ফাইনালে একই ভুল করল, যার মূল্য দলকে দিতে হল। কারণ ভানুকা রাজাপক্ষে এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা মাঝ ওভারে রান করে দলকে একটি ভাল জায়গায় নিয়ে যায়। শেষ ১০ ওভারে ১০০ রান করে শ্রীলঙ্কা।’
আরও পড়ুন: 2022 Asia Cup চ্যাম্পিয়ন হয়ে কোটি টাকা পেল শ্রীলঙ্কা, কত প্রাপ্তি বাবরদের?
পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মিডল অর্ডারের কম্বিনেশন ঠিক করে নেওয়ার পরামর্শও দিয়েছেন আক্রম। এই বিষয়ে তিনি বলেছেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানকে ৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে হবে এবং তাদের মিডল অর্ডাররের কম্বিনেশন পাল্টাতে হবে এবং শান মাসুদ ও শোয়েব মালিকের মতো কাউকে আনতে হবে।’
আরও পড়ুন: খেলতে না পারলে ভালো প্লেয়ারের মানে কী-বাবরের সঙ্গে পুরো পাক টিমকে আক্রমণ শোয়েবের
এছাড়া পাকিস্তান দলের ওপেনারদের কৌশল নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। ওয়াসিম বলেছেন, ‘এক ওপেনারের আক্রমণাত্মক হওয়া উচিত, অন্য ওপেনারের অ্যাঙ্কর ভূমিকা পালন করা উচিত> কিন্তু পাকিস্তানের সঙ্গে এটি ঘটছে না। প্রথম ৬ ওভারে বোর্ডে যদি মাত্র ৩০-৪০ রান হয়, তবে এমন ম্যাচ জেতার আশা করা উচিত নয়।’
শ্রীলঙ্কার বিপক্ষে রবিবার (১১ সেপ্টেম্বর) ২০২২ এশিয়া কাপের ফাইনাল ম্যাচে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন। এই অবস্থায় ভানুকা রাজাপক্ষের ৪৫ বলে ৭১ রানের ইনিংসের ওপর ভর করে ১৭০ রান করে শ্রীলঙ্কা। ১৭১ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে পাকিস্তান দল ১৪৭ রানে গুটিয়ে যায় এবং ম্যাচটি ২৩ রানে হেরে যায় তারা।