পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপের প্রথম ম্যাচে পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামে ভারত। কম্বিনেশনের স্বার্থে ভারতীয় টিম ম্যানেজমেন্ট এমন এক সিদ্ধান্ত নেয়, যা দেখে চোখ ছানাবড়া হয়ে অনেকেরই। দীনেশ কার্তিককে জায়গা করে দিতে টিম ইন্ডিয়া ঋষভ পন্তকে প্রথম একাদশের বাইরে রাখে।
টি-২০ ক্রিকেটে পন্তের মতো আগ্রাসী ক্রিকেটারকে ছাড়া দল নামানো অত্যন্ত কঠিন কাজ। সেদিক থেকে রোহিত শর্মারা কঠোর সিদ্ধান্ত নেন বলেই মত বিশেষজ্ঞদের। তবে হংকংয়ের বিরুদ্ধে লিগের দ্বিতীয় ম্যাচে পন্তকে প্লেয়িং ইলেভেনে ফেরানো হয়। যদিও কার্কিতের জায়গায় নয়, বরং প্রথম ম্যাচের নায়ক হার্দিক পান্ডিয়াকে বিশ্রাম দিয়ে উইকেটকিপিংয়ের গ্লাভস তুলে দেওয়া হয় ঋষভের হাতে।
এপর্যন্ত না হয় ঠিক ছিল, তবে এবার পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে হার্দিক পান্ডিয়া অবধারিতভাবে প্রথম একাদশে ফিরবেন। তাই কোটি টাকার প্রশ্ন হল, পান্ডিয়া দলে ফিরলে পন্তের কী হবে? তাঁকে কি পুনরায় রিজার্ভ বেঞ্চে ফিরতে হবে? নাকি অন্য কোনওভাবে পন্তকে রেখেই নতুন কম্বিনেশন যাচাই করতে পারে টিম ইন্ডিয়া?
আসলে কার্তিক ও পন্তের উইকেটকিপিং তুল্যমূল্য। এক্ষেত্রে বিশেষ কোনও অভিযোগ নেই দুই তারকাকে নিয়েই। তবে দু'টি ম্যাচে কার্তিক ও পন্ত, কেউই ব্যাট হাতে পরীক্ষা দেওয়ার সুযোগ পাননি। তাই কীসের ভিত্তিতে দুই কিপারের মধ্যে একজনকে বেছে নেবে টিম ম্যানেজমেন্ট, তা নিয়ে দ্বিধায় পড়াই স্বাভাবিক।
পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বলেই সম্ভবত নতুন কোনও পরীক্ষা নিরীক্ষার রাস্তায় হাঁটতে দেখা যাবে না ভারতীয় দলকে। সেক্ষেত্রে ফিনিশার হিসেবে কার্তিককে রেখে দিয়ে পন্তকে তুলে রাখা হতে পারের পরের ম্যাচগুলির জন্য। সুতরাং, পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে ঋষভের মাঠে নামার সম্ভাবনা একেবারে নেই বলা ভুল হবে, তবে তাঁর সুযোগ না পাওয়ার সম্ভাবনাই বেশি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।